দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ওয়াহিদা খানম ও তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হত্যাচেষ্টার মামলায় একমাত্র আসামি রবিউল ইসলামকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার সকালে আসামির উপস্থিতিতে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সাদিয়া সুলতানা বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন।
রায়ে আসামিকে ১৩ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
দিনাজপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি জানান, ইউএনও ওয়াহিদাকে হত্যাচেষ্টার অপরাধে রবিউলকে দণ্ডবিধির ৩০৭ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আর দণ্ডবিধির ৩২৫ ধারায় তাঁকে আরো তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রায়ের প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট রবিউল ইসলাম বলেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট। রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।’
আদালত পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, গত ২৬ সেপ্টেম্বর মামলাটির যুক্তিতর্ক শেষ হয়। এ মামলায় মোট ৫১ জন সাক্ষী দিয়েছেন।
মামলার একমাত্র আসামি ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের বরখাস্তকৃত মালি রবিউল ইসলাম উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
২০২০ সালের ২ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি ডাকবাংলায় ঘোড়াঘাট উপজেলা ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনা ঘটে। ৩ সেপ্টেম্বর সকাল ৮টায় তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুপুর ১টায় হেলিকপ্টারযোগে ওয়াহিদা খানমকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ইউএনও ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ ও র্যাব কয়েকজনকে আটক করে। ১১ সেপ্টেম্বর রাতে জেলার বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের বিজোড়া গ্রামের খতিব উদ্দীনের ছেলে ও ঘোড়াঘাটের ইউএনও বাসভবনের সাবেক কর্মচারী রবিউল ইসলামকে আটক করা হয়।
২০ সেপ্টেম্বর তাঁকে জেলার প্রধান বিচারক হাকিম আমলি আদালত-৭-এর বিচারক ইসমাইল হোসেনের এজলাসে উপস্থিত করা হলে তিনি ১৬৪ ধারায় ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দী দেন।
২১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইমাম জাফর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে রবিউলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।

দিনাজপুরের ঘোড়াঘাটের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ওয়াহিদা খানম ও তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হত্যাচেষ্টার মামলায় একমাত্র আসামি রবিউল ইসলামকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার সকালে আসামির উপস্থিতিতে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সাদিয়া সুলতানা বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন।
রায়ে আসামিকে ১৩ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
দিনাজপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি জানান, ইউএনও ওয়াহিদাকে হত্যাচেষ্টার অপরাধে রবিউলকে দণ্ডবিধির ৩০৭ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আর দণ্ডবিধির ৩২৫ ধারায় তাঁকে আরো তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রায়ের প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট রবিউল ইসলাম বলেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট। রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।’
আদালত পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, গত ২৬ সেপ্টেম্বর মামলাটির যুক্তিতর্ক শেষ হয়। এ মামলায় মোট ৫১ জন সাক্ষী দিয়েছেন।
মামলার একমাত্র আসামি ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের বরখাস্তকৃত মালি রবিউল ইসলাম উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
২০২০ সালের ২ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি ডাকবাংলায় ঘোড়াঘাট উপজেলা ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনা ঘটে। ৩ সেপ্টেম্বর সকাল ৮টায় তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুপুর ১টায় হেলিকপ্টারযোগে ওয়াহিদা খানমকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ইউএনও ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ ও র্যাব কয়েকজনকে আটক করে। ১১ সেপ্টেম্বর রাতে জেলার বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের বিজোড়া গ্রামের খতিব উদ্দীনের ছেলে ও ঘোড়াঘাটের ইউএনও বাসভবনের সাবেক কর্মচারী রবিউল ইসলামকে আটক করা হয়।
২০ সেপ্টেম্বর তাঁকে জেলার প্রধান বিচারক হাকিম আমলি আদালত-৭-এর বিচারক ইসমাইল হোসেনের এজলাসে উপস্থিত করা হলে তিনি ১৬৪ ধারায় ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দী দেন।
২১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইমাম জাফর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে রবিউলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
২১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
২৮ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৩৬ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
৪২ মিনিট আগে