Ajker Patrika

ভারতীয় আগ্রাসন রুখতে হাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি
ভারতীয় আগ্রাসন রুখতে হাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্তর্জাতিক নদীর ন্যায্য হিস্যা ও ভারতের ডম্বুর–গজলডোবা বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হয় এ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ হয়। 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘ভারত যে বাঁধ খুলে দিয়েছে, আন্তর্জাতিক বাঁধের নিয়মে কখনো বলা নাই যে, মধ্যরাতে আকস্মিকভাবে বাঁধ খুলে দেওয়া হবে। বাঁধ খুলে দেওয়ার আগে ভাটির দেশকে সতর্কতা জারি না করেই ভারত পানি ছেড়ে দেয়।’ 

তারা বলেন, ‘ফারাক্কা বাঁধে প্রতি বছর ২৭ হাজার কিউসেক পানি বাংলাদেশের প্রাপ্য, সেখানে তারা মাত্র ২০০ কিউসেক পানি দিচ্ছে। এত অন্যায় অবিচারের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে।’ এ সময় ভারতীয় আগ্রাসন রুখতে প্রয়োজনে বাঁধ নির্মাণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। 

সমাবেশে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক কাজী মোহাম্মদ ইউসুফ বলেন, ‘মালদ্বীপের মতো ক্ষুদ্র দেশের সঙ্গেও ভারত যা করতে পারছে না, বাংলাদেশের সঙ্গে তা করছে। শুধুমাত্র গত ১৫ বছরের শাসনামলের চাটুকারিতা এবং পররাষ্ট্রনীতির দুর্বলতার কারণে আমাদের আজ এই অবস্থা। পৃথিবীতে অনেক ভাটির দেশ আছে, কোন উজানের দেশ এইভাবে ভাটির দেশের সঙ্গে অবিচার করতে পারে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত