ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

মজুত শেষ হয়ে যাওয়ায় দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। ভূগর্ভস্থ ১৩০৫ পুরোনো কোল ফেইজের (কয়লা উত্তোলন বা নির্গমন মুখ) মজুত শেষ হওয়ায় আজ সোমবার (২৩ জুন) কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। ১৪০৬ নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ হলে আবারও উত্তোলন শুরু হবে।
বড়পুকুরিয়া কয়লাখনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে খনির ভূগর্ভস্থ ১৩০৫ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়, যা জুন মাস পর্যন্ত চলে। এ সময়ের মধ্যে ওই ফেইজ থেকে কয়লা উত্তোলন হয়েছে ৫ লাখ ১ হাজার টন। ওই ফেইজে কয়লার মজুত শেষ হয়ে যাওয়ায় নতুন ফেইজে যন্ত্রপাতি স্থানান্তরের জন্য খনির কয়লা উৎপাদন সাময়িক বন্ধ করা হয়েছে।
এ বিষয়ে মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) বলেন, ১৪০৬ নতুন ফেইজে ওপেন আবকাট নির্মাণ এবং ১৩০৫ পুরোনো ফেইজ থেকে সব যন্ত্রপাতি স্যালভেজ ও যথাযথ মেইনটেন্যান্স করে মঙ্গলবার (২৪ জুন) সকাল থেকে ১৪০৬ নতুন ফেইজের উন্নয়নমূলক কাজ শুরু করা হবে।
মহাব্যবস্থাপক আরও বলেন, ১৪০৬ নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপন শেষে চলতি সালের আগস্ট মাসে নতুন ফেইজ থেকে আবারও কয়লা উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ধারণা করা হচ্ছে, ১৪০৬ নতুন ফেইজ থেকে প্রায় ৩ লাখ ৪৬ হাজার টন কয়লা পাওয়া যাবে।
অন্যদিকে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক জানান, তাপবিদ্যুৎকেন্দ্র সচল রাখার জন্য আপৎকালীন হিসেবে কয়লা ইয়ার্ডে বর্তমানে প্রায় ৪ লাখ ৭০ হাজার টন কয়লা মজুত রয়েছে।
বর্তমানে তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১ নম্বর ও ৩ নম্বর ইউনিটটি সচল রয়েছে, যা থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণে ২ নম্বর ইউনিট বন্ধ রয়েছে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ইসলাম সরকার বলেন, খনির কয়লা উত্তোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নতুন ফেইজ তৈরি করতে সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ করা হয়েছে। দ্রুত উন্নয়নকাজ শেষে নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু করা হবে।

মজুত শেষ হয়ে যাওয়ায় দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। ভূগর্ভস্থ ১৩০৫ পুরোনো কোল ফেইজের (কয়লা উত্তোলন বা নির্গমন মুখ) মজুত শেষ হওয়ায় আজ সোমবার (২৩ জুন) কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। ১৪০৬ নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ হলে আবারও উত্তোলন শুরু হবে।
বড়পুকুরিয়া কয়লাখনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে খনির ভূগর্ভস্থ ১৩০৫ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়, যা জুন মাস পর্যন্ত চলে। এ সময়ের মধ্যে ওই ফেইজ থেকে কয়লা উত্তোলন হয়েছে ৫ লাখ ১ হাজার টন। ওই ফেইজে কয়লার মজুত শেষ হয়ে যাওয়ায় নতুন ফেইজে যন্ত্রপাতি স্থানান্তরের জন্য খনির কয়লা উৎপাদন সাময়িক বন্ধ করা হয়েছে।
এ বিষয়ে মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) বলেন, ১৪০৬ নতুন ফেইজে ওপেন আবকাট নির্মাণ এবং ১৩০৫ পুরোনো ফেইজ থেকে সব যন্ত্রপাতি স্যালভেজ ও যথাযথ মেইনটেন্যান্স করে মঙ্গলবার (২৪ জুন) সকাল থেকে ১৪০৬ নতুন ফেইজের উন্নয়নমূলক কাজ শুরু করা হবে।
মহাব্যবস্থাপক আরও বলেন, ১৪০৬ নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপন শেষে চলতি সালের আগস্ট মাসে নতুন ফেইজ থেকে আবারও কয়লা উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ধারণা করা হচ্ছে, ১৪০৬ নতুন ফেইজ থেকে প্রায় ৩ লাখ ৪৬ হাজার টন কয়লা পাওয়া যাবে।
অন্যদিকে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক জানান, তাপবিদ্যুৎকেন্দ্র সচল রাখার জন্য আপৎকালীন হিসেবে কয়লা ইয়ার্ডে বর্তমানে প্রায় ৪ লাখ ৭০ হাজার টন কয়লা মজুত রয়েছে।
বর্তমানে তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১ নম্বর ও ৩ নম্বর ইউনিটটি সচল রয়েছে, যা থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণে ২ নম্বর ইউনিট বন্ধ রয়েছে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ইসলাম সরকার বলেন, খনির কয়লা উত্তোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নতুন ফেইজ তৈরি করতে সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ করা হয়েছে। দ্রুত উন্নয়নকাজ শেষে নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
১২ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭ এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে যাওয়ার র্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।
১৬ মিনিট আগে
পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
২৩ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭); অপরজনের নাম রাকিব মিয়া, তবে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
৩৮ মিনিট আগে