দিনাজপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের পর গত কয়েক দিন কার্যত বন্ধ ছিল দিনাজপুরের সব কটি থানা। বেশ কয়েকটি থানায় হামলার পাশাপাশি অন্যগুলোর নিরাপত্তাব্যবস্থাও ছিল অপ্রতুল। গতকাল বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানের আহ্বান জানান। নির্দেশনা মেনে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। তবে কর্মস্থলে ফিরলেও পুলিশের কয়েকজন নিম্ন পদস্থ সদস্যদের মাঝে একধরনের আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও একই সঙ্গে দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি থানায় ও পুলিশ সদস্যদের ওপরে চড়াও হয়। প্রায় ৫ শতাধিক আন্দোলনকারী অতর্কিতভাবে সেদিন সন্ধ্যায় বোচাগঞ্জ থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ করে লুটপাট চালান। এ ছাড়া বিরামপুর থানা চত্বর, বীরগঞ্জ থানা চত্বরে হেল্প ডেস্ক, পুলিশের পিকআপ ভ্যান এবং কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। দিনাজপুর সদরের মুন্সিপাড়া পুলিশ ফাঁড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীদের হাত থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পুলিশ সদস্যরাও নিরাপদ স্থানে সরে যান।
এদিকে আজ শুক্রবার সকালে দিনাজপুর কোতোয়ালি থানা সরেজমিন দেখা গেছে, প্রধান ফটকে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশের কয়েকজন সদস্য সাদাপোশাকে দায়িত্ব পালন করছেন। হেল্প ডেস্কে বসে দাপ্তরিক কাজ করছেন ডিউটি অফিসারও। ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্য পুলিশ সদস্যদের অন্তত ২০ জনকে বিভিন্ন দাপ্তরিক কাজকর্ম করতে দেখা গেছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, চলমান সহিংসতার ঘটনায় যাঁরা বাড়িতে গিয়েছিলেন কিংবা বিভিন্ন নিরাপদ স্থানে ছিলেন; তাঁদের সবাই গতকাল/////// বৃহস্পতিবারের রাতের মধ্যেই কর্মস্থলে পৌঁছেছেন।
এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পুলিশ সদস্য বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে কর্মস্থলে হাজির হয়েছি, কিন্তু মনে একধরনের আতঙ্ক বিরাজ করছে।’
পুলিশের সাধারণ সদস্যরা বলছেন, ‘আমাদের দোষ কোথায়? আমরা হুকুমের গোলাম। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে অধিকাংশ পুলিশ সদস্যেরও মৌন সম্মতি ছিল। এ সময় তারা সাধারণ মানুষ, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার কাছে সহযোগিতা কামনা করেছেন।’
তাঁরা বলেন, ‘নিম্ন পদস্থ পুলিশ সদস্যরা আমরা ১১ দফা দাবি জানিয়েছি।’ এসব যৌক্তিক দাবি পূরণের অনুরোধ জানান তাঁরা। পুলিশের ভাবমূর্তি ফিরবে নতুন পুলিশ দেখবে সাধারণ মানুষ—এমন অঙ্গীকার নিয়ে পুলিশ কাজে নামবে এমনটিই আশা করছেন তাঁরা।
আজ সকাল থেকে খোঁজ নিয়ে জানা গেছে, দিনাজপুরের ১৩টি থানা ও পুলিশ ফাঁড়িতে প্রায় ৮০ শতাংশের বেশি পুলিশ সদস্য উপস্থিত হয়েছেন।
সরকার পতনের খবরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বোচাগঞ্জ থানা। এ থানার ওসি আবু বকর সিদ্দিক মোহাম্মদ রাসেল বলেন, বিক্ষুব্ধ লোকজন থানার সবকিছু ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়। থানাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বসবার মতো কোনো চেয়ার-টেবিল ও পরিবেশ ছিল না। ইতিমধ্যে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমীরুল হক থানায় ১০টি চেয়ার ও দুটি টেবিল পাঠিয়েছেন।
হামলায় ক্ষতিগ্রস্ত বিরামপুর থানার পরিদর্শক তদন্ত মোমিনুল ইসলাম বলেন, থানার সব সদস্য উপস্থিত আছেন। বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সেনাবাহিনীর সদস্যের একটি প্রতিনিধিদল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একসঙ্গে কর্মস্থলে প্রবেশ করবেন।
খানসামা থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, দ্রুতই থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, পুলিশ সদস্যরা প্রায় সবাই উপস্থিত হয়েছেন। দু-একজন আছেন যাঁদের বাড়ি দূরে কিংবা ছুটিতে আছেন; তাঁরাও আজ বিকেলের মধ্যে ফিরবেন। আপাতত শুধু দাপ্তরিক কাজকর্ম চলছে। তদন্ত কার্যক্রম শুরু করতে আরও কয়েক দিন সময় লাগবে।
এ সময় তিনি দিনাজপুরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, স্থানীয় মানুষ রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় অনেক ভূমিকা রেখেছেন। থানাগুলো পাহারা দিয়েছেন দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করেছেন। পুলিশ আগামীতে কাজের মাধ্যমে এর প্রতিদান দেবেন—এমন প্রত্যাশা করেন পুলিশ সুপার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের পর গত কয়েক দিন কার্যত বন্ধ ছিল দিনাজপুরের সব কটি থানা। বেশ কয়েকটি থানায় হামলার পাশাপাশি অন্যগুলোর নিরাপত্তাব্যবস্থাও ছিল অপ্রতুল। গতকাল বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানের আহ্বান জানান। নির্দেশনা মেনে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। তবে কর্মস্থলে ফিরলেও পুলিশের কয়েকজন নিম্ন পদস্থ সদস্যদের মাঝে একধরনের আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও একই সঙ্গে দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি থানায় ও পুলিশ সদস্যদের ওপরে চড়াও হয়। প্রায় ৫ শতাধিক আন্দোলনকারী অতর্কিতভাবে সেদিন সন্ধ্যায় বোচাগঞ্জ থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ করে লুটপাট চালান। এ ছাড়া বিরামপুর থানা চত্বর, বীরগঞ্জ থানা চত্বরে হেল্প ডেস্ক, পুলিশের পিকআপ ভ্যান এবং কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। দিনাজপুর সদরের মুন্সিপাড়া পুলিশ ফাঁড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীদের হাত থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পুলিশ সদস্যরাও নিরাপদ স্থানে সরে যান।
এদিকে আজ শুক্রবার সকালে দিনাজপুর কোতোয়ালি থানা সরেজমিন দেখা গেছে, প্রধান ফটকে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশের কয়েকজন সদস্য সাদাপোশাকে দায়িত্ব পালন করছেন। হেল্প ডেস্কে বসে দাপ্তরিক কাজ করছেন ডিউটি অফিসারও। ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্য পুলিশ সদস্যদের অন্তত ২০ জনকে বিভিন্ন দাপ্তরিক কাজকর্ম করতে দেখা গেছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, চলমান সহিংসতার ঘটনায় যাঁরা বাড়িতে গিয়েছিলেন কিংবা বিভিন্ন নিরাপদ স্থানে ছিলেন; তাঁদের সবাই গতকাল/////// বৃহস্পতিবারের রাতের মধ্যেই কর্মস্থলে পৌঁছেছেন।
এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পুলিশ সদস্য বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে কর্মস্থলে হাজির হয়েছি, কিন্তু মনে একধরনের আতঙ্ক বিরাজ করছে।’
পুলিশের সাধারণ সদস্যরা বলছেন, ‘আমাদের দোষ কোথায়? আমরা হুকুমের গোলাম। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে অধিকাংশ পুলিশ সদস্যেরও মৌন সম্মতি ছিল। এ সময় তারা সাধারণ মানুষ, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার কাছে সহযোগিতা কামনা করেছেন।’
তাঁরা বলেন, ‘নিম্ন পদস্থ পুলিশ সদস্যরা আমরা ১১ দফা দাবি জানিয়েছি।’ এসব যৌক্তিক দাবি পূরণের অনুরোধ জানান তাঁরা। পুলিশের ভাবমূর্তি ফিরবে নতুন পুলিশ দেখবে সাধারণ মানুষ—এমন অঙ্গীকার নিয়ে পুলিশ কাজে নামবে এমনটিই আশা করছেন তাঁরা।
আজ সকাল থেকে খোঁজ নিয়ে জানা গেছে, দিনাজপুরের ১৩টি থানা ও পুলিশ ফাঁড়িতে প্রায় ৮০ শতাংশের বেশি পুলিশ সদস্য উপস্থিত হয়েছেন।
সরকার পতনের খবরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বোচাগঞ্জ থানা। এ থানার ওসি আবু বকর সিদ্দিক মোহাম্মদ রাসেল বলেন, বিক্ষুব্ধ লোকজন থানার সবকিছু ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়। থানাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বসবার মতো কোনো চেয়ার-টেবিল ও পরিবেশ ছিল না। ইতিমধ্যে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমীরুল হক থানায় ১০টি চেয়ার ও দুটি টেবিল পাঠিয়েছেন।
হামলায় ক্ষতিগ্রস্ত বিরামপুর থানার পরিদর্শক তদন্ত মোমিনুল ইসলাম বলেন, থানার সব সদস্য উপস্থিত আছেন। বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সেনাবাহিনীর সদস্যের একটি প্রতিনিধিদল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একসঙ্গে কর্মস্থলে প্রবেশ করবেন।
খানসামা থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, দ্রুতই থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, পুলিশ সদস্যরা প্রায় সবাই উপস্থিত হয়েছেন। দু-একজন আছেন যাঁদের বাড়ি দূরে কিংবা ছুটিতে আছেন; তাঁরাও আজ বিকেলের মধ্যে ফিরবেন। আপাতত শুধু দাপ্তরিক কাজকর্ম চলছে। তদন্ত কার্যক্রম শুরু করতে আরও কয়েক দিন সময় লাগবে।
এ সময় তিনি দিনাজপুরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, স্থানীয় মানুষ রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় অনেক ভূমিকা রেখেছেন। থানাগুলো পাহারা দিয়েছেন দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করেছেন। পুলিশ আগামীতে কাজের মাধ্যমে এর প্রতিদান দেবেন—এমন প্রত্যাশা করেন পুলিশ সুপার।

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
৩০ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে