Ajker Patrika

সিংড়া শালবনে আগুন, পুড়ে গেছে ৭ হেক্টর জমির বেতগাছ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 
সিংড়া শালবনে আগুন, পুড়ে গেছে ৭ হেক্টর জমির বেতগাছ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জাতীয় উদ্যান সিংড়া শালবনে আজ সোমবার আগুনে বেতগাছ পুড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জাতীয় উদ্যান সিংড়া শালবনের ভেতরে আগুন লেগে ৭ হেক্টর জমির বেতগাছ পুড়ে গেছে। আজ সোমবার দুপুরে বনের উত্তর প্রান্তে বেতবাগান অংশে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা সামাজিক বন বিভাগের কর্মকর্তা গয়া প্রসাদ পাল জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আগুনে বনের ৭ হেক্টর জমির বেতবাগান পুড়ে গেছে।

গয়া প্রসাদ পাল আরও জানান, ‘দুপুরে বন বিভাগের কর্মীরা টহলরত অবস্থায় বেতবাগানে আগুন জ্বলতে দেখেন। পরে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনকে জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুন লেগেছে বা আগুনের উৎপত্তি কীভাবে হলো, তা জানা যায়নি। আমরা আগুন লাগার কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা করছি। তবে বড় কোনো গাছ পুড়ে যায়নি।’

বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বনের উত্তর প্রান্তে বেতবাগানে আগুন লাগে। বড় গাছের তেমন কোনো ক্ষতি হয়নি। ছোট গাছগুলো বেশি পুড়েছে। আমরা এখনো পুড়ে যাওয়া গাছের সংখ্যা ও ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারিনি।’

বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নে সিংড়া শালবনের অবস্থান। দিনাজপুর সামাজিক বন বিভাগের তথ্য অনুযায়ী, ৮৫৯ দশমিক ৯৩ একর জমি নিয়ে সিংড়া শালবন। ১৮৮৫ সালে এই অঞ্চলকে বন বিভাগে অধিভুক্ত করা হয়। পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে বন বিভাগের অধীনে নিয়ে গেজেট প্রকাশ করা হয়। ২০১০ সালে বন বিভাগ এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। শালগাছ ছাড়াও এই বনে রয়েছে জারুল, তরুল, শিলকড়ই, শিমুল, মিনজীরি, সেগুন, গামারি, আকাশমণি, ঘোড়ানিম, সোনালু, গুটিজাম, হরীতকী, বহেড়া, আমলকী, বেতসহ বিভিন্ন রকমের উদ্ভিদ, লতাগুল্ম, ভেষজ ও ফুলের গাছ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত