বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

উত্তর জনপদের দিনাজপুরের বিরামপুর উপজেলায় গত তিন দিনে দেখা মেলেনি সূর্যের। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। যেন পালা দিয়ে বাড়ছে শীত জনিত রোগ ডায়রিয়া ও সর্দি-কাশি। ডায়রিয়া রোগী বাড়ার সঙ্গে হাসপাতালে কলেরা স্যালাইনের সংকট দেখা দিয়েছে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) শাহরিয়ার পারভেজ বলেন, কিছুদিন আগে শীতের প্রভাব কম থাকায় আগে শীত জনিত রোগীর সংখ্যা ছিল কম। গত ৩-৪ দিন থেকে প্রচণ্ড শীতে হাসপাতালে ডায়রিয়া ও সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে অনেক রোগী আসছে। প্রতিদিন গড়ে ১৮-২০ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিতে আসছে। যারা কম সংক্রমিত তাদের বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। জটিল রোগীদের হাসপাতালে ভর্তি করানো হচ্ছে।
অপরদিকে বহির্বিভাগে প্রতিদিন ৩০-৩৫ জন করে সর্দি-কাশি আক্রান্ত রোগী চিকিৎসা নিতে আসছে। তাদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। আরএমও আরও জানান, ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালে কলেরা স্যালাইনের সংকট দেখা দিয়েছে। তবে চাহিদা পত্র অধিদপ্তরে পাঠানো হয়েছে।
দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আসাদুজ্জামান জানান, গতকাল শনিবার ও আজ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে। আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতি ছিল ১ নটস।
এই আবহাওয়া কর্মকর্তা আরও জানান, এই আবহাওয়া আরও ২-৩ দিন থাকতে পারে।
ছবি ক্যাপশন-ডায়রিয়া রোগী বাড়ার সঙ্গে হাসপাতালে কলেরা স্যালাইনের সংকট দেখা দিয়েছে।

উত্তর জনপদের দিনাজপুরের বিরামপুর উপজেলায় গত তিন দিনে দেখা মেলেনি সূর্যের। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। যেন পালা দিয়ে বাড়ছে শীত জনিত রোগ ডায়রিয়া ও সর্দি-কাশি। ডায়রিয়া রোগী বাড়ার সঙ্গে হাসপাতালে কলেরা স্যালাইনের সংকট দেখা দিয়েছে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) শাহরিয়ার পারভেজ বলেন, কিছুদিন আগে শীতের প্রভাব কম থাকায় আগে শীত জনিত রোগীর সংখ্যা ছিল কম। গত ৩-৪ দিন থেকে প্রচণ্ড শীতে হাসপাতালে ডায়রিয়া ও সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে অনেক রোগী আসছে। প্রতিদিন গড়ে ১৮-২০ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিতে আসছে। যারা কম সংক্রমিত তাদের বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। জটিল রোগীদের হাসপাতালে ভর্তি করানো হচ্ছে।
অপরদিকে বহির্বিভাগে প্রতিদিন ৩০-৩৫ জন করে সর্দি-কাশি আক্রান্ত রোগী চিকিৎসা নিতে আসছে। তাদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। আরএমও আরও জানান, ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালে কলেরা স্যালাইনের সংকট দেখা দিয়েছে। তবে চাহিদা পত্র অধিদপ্তরে পাঠানো হয়েছে।
দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আসাদুজ্জামান জানান, গতকাল শনিবার ও আজ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে। আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতি ছিল ১ নটস।
এই আবহাওয়া কর্মকর্তা আরও জানান, এই আবহাওয়া আরও ২-৩ দিন থাকতে পারে।
ছবি ক্যাপশন-ডায়রিয়া রোগী বাড়ার সঙ্গে হাসপাতালে কলেরা স্যালাইনের সংকট দেখা দিয়েছে।

চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজের চার দিন পর পুকুরে ভেসে উঠেছে মো. জসীম উদ্দীন (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিদগ্রামের একটি পুকুরে জসীমের লাশ ভেসে ওঠে।
৮ মিনিট আগে
রাজধানীর তেজগাঁওয়ের কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে স্টার কাবাবের পাশের গলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে পালানো তিনজনকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। তাঁদের পরিচয় নিশ্চিত করতে একাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা...
৩৮ মিনিট আগে
বগুড়ার শাজাহানপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের আশেকপুর ইউনিয়নের কৃষি কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার নির্দেশদাতা ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
২ ঘণ্টা আগে