ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে দিনাজপুর বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি এই তথ্য জানিয়েছেন।
কারাগারে পাঠানো বিএনপি নেতারা হলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নবিউল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ও ভিপি মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, উপজেলা বিএনপির সদস্য ও শিবনগর ইউপি চেয়ারম্যান ছামেদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাইদ, সদস্যসচিব মাহবুব আলম মিলন, যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চল, সিবলি সাদিক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মকলেছুর রহমান নবাব, সদস্যসচিব আনোয়ারুল হক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ ইসলাম ও শিবনগর ইউনিয়ন যুবদলের সভাপতি কিবরিয়া। তাঁরা সবাই উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১ নভেম্বর ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামান বাদী হয়ে দুই ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ১৯ জন নেতার নাম উল্লেখ করে ৭০ জন অজ্ঞাতপরিচয় নেতা-কর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলা করেন। সেই মামলায় ১০ জন নেতা-কর্মীকে আটক করা হলেও দুই ইউপি চেয়ারম্যানসহ ১৩ জন নেতা গত ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে আগাম জামিন নেন।
উচ্চ আদালতের আদেশক্রমে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আজ সোমবার বিচারিক আদালতের বিচারক তাঁদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে দিনাজপুর বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি এই তথ্য জানিয়েছেন।
কারাগারে পাঠানো বিএনপি নেতারা হলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নবিউল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ও ভিপি মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, উপজেলা বিএনপির সদস্য ও শিবনগর ইউপি চেয়ারম্যান ছামেদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাইদ, সদস্যসচিব মাহবুব আলম মিলন, যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চল, সিবলি সাদিক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মকলেছুর রহমান নবাব, সদস্যসচিব আনোয়ারুল হক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ ইসলাম ও শিবনগর ইউনিয়ন যুবদলের সভাপতি কিবরিয়া। তাঁরা সবাই উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১ নভেম্বর ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামান বাদী হয়ে দুই ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ১৯ জন নেতার নাম উল্লেখ করে ৭০ জন অজ্ঞাতপরিচয় নেতা-কর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলা করেন। সেই মামলায় ১০ জন নেতা-কর্মীকে আটক করা হলেও দুই ইউপি চেয়ারম্যানসহ ১৩ জন নেতা গত ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে আগাম জামিন নেন।
উচ্চ আদালতের আদেশক্রমে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আজ সোমবার বিচারিক আদালতের বিচারক তাঁদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান।

লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
২ মিনিট আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩২ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
৩৬ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
৩৮ মিনিট আগে