নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে চিত্তবিনোদন পার্ক স্বপ্নপুরীতে দ্বিতীয় দফা অভিযান চালিয়েছে ঢাকা বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট। এতে চিড়িয়াখানার কিউরেটরের জিম্মায় রাখা ৫৫টি প্রাণীর মধ্যে ৫১টি সরিয়ে নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন বন্য প্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক ও অসীম মল্লিক।
এর আগে গত ২৬ জানুয়ারি প্রথম দফায় অভিযান চালিয়ে স্বপ্নপুরী পার্কের চিড়িয়াখানা থেকে ২২ প্রজাতির ৭৪টি বন্য প্রাণী জব্দ করে বন বিভাগ। এর মধ্যে ১৯টি প্রাণী সরিয়ে নিলেও ৫৫ প্রাণী চিড়িয়াখানার কিউরেটরের জিম্মায় রাখা হয়েছিল।
বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকার পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক আজকের পত্রিকাকে জানান, দিনাজপুরের স্বপ্নপুরী পার্কে অবৈধভাবে রাখা বন্য প্রাণী জব্দ করতে গতকাল দ্বিতীয় ধাপে অভিযান চালানো হয়।
অভিযানে ৫৫ বন্য প্রাণীর মধ্যে ২৮টি প্রাণী (১৭টি সাম্বার হরিণ, পাঁচটি মায়া হরিণ, পাঁচটি রাজ ধনেশ ও একটি পাকড়াও ধনেশ) কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্ক এবং পাঁচটি এশিয়াটিক কালো ভালুক গাজীপুরের সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাকি ২২টির মধ্যে চারটি কুমির স্বপ্নপুরীতে পালনের অনুমতি দেওয়া হয় এবং ১৮টি প্রাণী (১১টি বানর, ৩টি শজারু, ৩টি কচ্ছপ ও ১টি ভোঁদড়) নিকটস্থ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

সামাজিক বন বিভাগ দিনাজপুরের সহকারী বন সংরক্ষক মোছা নুরুন্নাহার জানান, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী অনুমোদনহীনভাবে বন্য প্রাণী সংগ্রহ, প্রদর্শন ও সংরক্ষণ করা দণ্ডনীয় অপরাধ।

বন অধিদপ্তর সব অবৈধ মিনি চিড়িয়াখানা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে বন্য প্রাণী আটকে রাখার তথ্য নিকটস্থ বন বিভাগ বা বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটকে জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট মো. সাদেকুল ইসলাম, গাজীপুর সাফারি পার্কের কর্মকর্তা শেখ জসিমসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুরের নবাবগঞ্জে চিত্তবিনোদন পার্ক স্বপ্নপুরীতে দ্বিতীয় দফা অভিযান চালিয়েছে ঢাকা বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট। এতে চিড়িয়াখানার কিউরেটরের জিম্মায় রাখা ৫৫টি প্রাণীর মধ্যে ৫১টি সরিয়ে নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন বন্য প্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক ও অসীম মল্লিক।
এর আগে গত ২৬ জানুয়ারি প্রথম দফায় অভিযান চালিয়ে স্বপ্নপুরী পার্কের চিড়িয়াখানা থেকে ২২ প্রজাতির ৭৪টি বন্য প্রাণী জব্দ করে বন বিভাগ। এর মধ্যে ১৯টি প্রাণী সরিয়ে নিলেও ৫৫ প্রাণী চিড়িয়াখানার কিউরেটরের জিম্মায় রাখা হয়েছিল।
বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকার পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক আজকের পত্রিকাকে জানান, দিনাজপুরের স্বপ্নপুরী পার্কে অবৈধভাবে রাখা বন্য প্রাণী জব্দ করতে গতকাল দ্বিতীয় ধাপে অভিযান চালানো হয়।
অভিযানে ৫৫ বন্য প্রাণীর মধ্যে ২৮টি প্রাণী (১৭টি সাম্বার হরিণ, পাঁচটি মায়া হরিণ, পাঁচটি রাজ ধনেশ ও একটি পাকড়াও ধনেশ) কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্ক এবং পাঁচটি এশিয়াটিক কালো ভালুক গাজীপুরের সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাকি ২২টির মধ্যে চারটি কুমির স্বপ্নপুরীতে পালনের অনুমতি দেওয়া হয় এবং ১৮টি প্রাণী (১১টি বানর, ৩টি শজারু, ৩টি কচ্ছপ ও ১টি ভোঁদড়) নিকটস্থ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

সামাজিক বন বিভাগ দিনাজপুরের সহকারী বন সংরক্ষক মোছা নুরুন্নাহার জানান, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী অনুমোদনহীনভাবে বন্য প্রাণী সংগ্রহ, প্রদর্শন ও সংরক্ষণ করা দণ্ডনীয় অপরাধ।

বন অধিদপ্তর সব অবৈধ মিনি চিড়িয়াখানা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে বন্য প্রাণী আটকে রাখার তথ্য নিকটস্থ বন বিভাগ বা বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটকে জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট মো. সাদেকুল ইসলাম, গাজীপুর সাফারি পার্কের কর্মকর্তা শেখ জসিমসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
৮ মিনিট আগে
বাদীর অভিযোগ, ওই বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তাঁর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতা-কর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়।
১৩ মিনিট আগে
এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
৩৭ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে