দিনাজপুর প্রতিনিধি

তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের জেলা দিনাজপুরের ওপর দিয়ে। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত এখানকার জনজীবন। রাত থেকে শুরু করে অনেক বেলা অবধি বৃষ্টির মতো ঝরছে শিশির । আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ রোববার সকাল ৯টায় দিনাজপুরে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
উল্লেখ্য, দুই সপ্তাহের বেশি সময় ধরেই উত্তরাঞ্চলের জেলাটিতে প্রচণ্ড শীত পড়ছে। সেই সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। উষ্ণতার খোঁজে ছিন্নমূল আর গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে ধীরগতিতে। এদিকে তীব্র শীতে বিপাকে পড়েছেন কৃষকেরা। কৃষিশ্রমিক পাওয়া যাচ্ছে না। যাদের পাওয়া যাচ্ছে, তাদের দিতে হচ্ছে বেশি টাকা। এতে বেড়ে যাচ্ছে খরচ।
গ্রাম থেকে কাজের সন্ধানে দিনাজপুর শহরের রামনগর মোড়ে এসেছেন হোসেন আলী। তিনি বলেন, শীতের সকালে কাজের আশায় গত দুই দিন ধরে এখানে বসে থেকে থেকে চলে যাচ্ছি। কাজ পাচ্ছি না। এই কনকনে ঠান্ডায় কাজ না পেয়ে তাই আজকেও ফিরে যাচ্ছি বাড়িতে। শীতে কাজ করতে অনেক কষ্ট। কিন্তু কাজ না পাইলে তো না খায়া থাকতে হবে।
অটোরিকশাচালক ইসাহাক আলী বলেন, আগে সকাল ১০টা বাজতে বাজতে দেড় শ থেকে দুই শ টাকা ইনকাম হইত। এই শীতে দুপুর পার হয়ে গেলেও ২০০ টাকা ভাড়া মারতে পারি না। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাড়ি থেকে বের না হয়। তাই আয় কমে গেছে। কষ্ট করে সংসার চালাতে হচ্ছে।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আজ রোববার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৬ ভাগ। চলতি মৌসুমে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা ।
বিস্তীর্ণ এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।

তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের জেলা দিনাজপুরের ওপর দিয়ে। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত এখানকার জনজীবন। রাত থেকে শুরু করে অনেক বেলা অবধি বৃষ্টির মতো ঝরছে শিশির । আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ রোববার সকাল ৯টায় দিনাজপুরে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
উল্লেখ্য, দুই সপ্তাহের বেশি সময় ধরেই উত্তরাঞ্চলের জেলাটিতে প্রচণ্ড শীত পড়ছে। সেই সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। উষ্ণতার খোঁজে ছিন্নমূল আর গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে ধীরগতিতে। এদিকে তীব্র শীতে বিপাকে পড়েছেন কৃষকেরা। কৃষিশ্রমিক পাওয়া যাচ্ছে না। যাদের পাওয়া যাচ্ছে, তাদের দিতে হচ্ছে বেশি টাকা। এতে বেড়ে যাচ্ছে খরচ।
গ্রাম থেকে কাজের সন্ধানে দিনাজপুর শহরের রামনগর মোড়ে এসেছেন হোসেন আলী। তিনি বলেন, শীতের সকালে কাজের আশায় গত দুই দিন ধরে এখানে বসে থেকে থেকে চলে যাচ্ছি। কাজ পাচ্ছি না। এই কনকনে ঠান্ডায় কাজ না পেয়ে তাই আজকেও ফিরে যাচ্ছি বাড়িতে। শীতে কাজ করতে অনেক কষ্ট। কিন্তু কাজ না পাইলে তো না খায়া থাকতে হবে।
অটোরিকশাচালক ইসাহাক আলী বলেন, আগে সকাল ১০টা বাজতে বাজতে দেড় শ থেকে দুই শ টাকা ইনকাম হইত। এই শীতে দুপুর পার হয়ে গেলেও ২০০ টাকা ভাড়া মারতে পারি না। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাড়ি থেকে বের না হয়। তাই আয় কমে গেছে। কষ্ট করে সংসার চালাতে হচ্ছে।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আজ রোববার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৬ ভাগ। চলতি মৌসুমে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা ।
বিস্তীর্ণ এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে