ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেলেন মো. আবু তালেব ফরাজী। তিনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (মধ্যপাড়া পাথরখনির) (এমজিএমসিএল) পিইপিঅ্যান্ডএম বিভাগে মহাব্যবস্থাপক (কারিগরি ক্যাডার) পদে কর্মরত।
রোববার (৩ আগস্ট) পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (প্রশাসন) জাভেদ ইবনে শাহেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) আওতাধীন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের পিইপিঅ্যান্ডএম বিভাগে কর্মরত মহাব্যবস্থাপক (কারিগরি ক্যাডার) মো. আবু তালেব ফরাজীকে কাজের স্বার্থে সংস্থার আওতাধীন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদের চলতি দায়িত্ব প্রদান করা হলো।
এ ক্ষেত্রে শর্তযুক্ত হবে যে এ চলতি দায়িত্ব একটি সাময়িক ব্যবস্থা এবং তা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের পারস্পরিক জ্যেষ্ঠতার ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না এবং নিয়মিত পদোন্নতির ক্ষেত্রে কারও কোনো অধিকার সৃষ্টি বা ক্ষুণ্ন করবে না। এ ছাড়া, চলতি দায়িত্ব প্রদানের পর ওই ব্যবস্থাপনা পরিচালক পদে কোনো কর্মকর্তা নিয়োগ/বদলি/পদোন্নতি/পদায়ন করা হলে মো. আবু তালেব ফরাজী তাঁর পূর্বতন পদ বা মূলপদ অর্থাৎ মহাব্যবস্থাপক পদে ফিরে যাবেন। সে অনুযায়ী, তিনি বিসিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক পদে চলতি দায়িত্বে যোগদান করবেন।
এদিকে একই দিনে পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (প্রশাসন) জাভেদ ইবনে শাহেদ স্বাক্ষরিত অপর এক অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) আওতাধীন বিসিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. সাইফুল ইসলাম সরকারকে কাজের স্বার্থে পেট্রোবাংলায় বদলিপূর্বক ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে সংস্থার পরিচালকের (অপারেশন অ্যান্ড মাইন্স) দপ্তরে সংযুক্ত করা হলো। সে অনুযায়ী, তিনি পেট্রোবাংলার পরিচালকের (অপারেশন অ্যান্ড মাইন্স) দপ্তরে যোগদান করবেন।

দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেলেন মো. আবু তালেব ফরাজী। তিনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (মধ্যপাড়া পাথরখনির) (এমজিএমসিএল) পিইপিঅ্যান্ডএম বিভাগে মহাব্যবস্থাপক (কারিগরি ক্যাডার) পদে কর্মরত।
রোববার (৩ আগস্ট) পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (প্রশাসন) জাভেদ ইবনে শাহেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) আওতাধীন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের পিইপিঅ্যান্ডএম বিভাগে কর্মরত মহাব্যবস্থাপক (কারিগরি ক্যাডার) মো. আবু তালেব ফরাজীকে কাজের স্বার্থে সংস্থার আওতাধীন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদের চলতি দায়িত্ব প্রদান করা হলো।
এ ক্ষেত্রে শর্তযুক্ত হবে যে এ চলতি দায়িত্ব একটি সাময়িক ব্যবস্থা এবং তা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের পারস্পরিক জ্যেষ্ঠতার ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না এবং নিয়মিত পদোন্নতির ক্ষেত্রে কারও কোনো অধিকার সৃষ্টি বা ক্ষুণ্ন করবে না। এ ছাড়া, চলতি দায়িত্ব প্রদানের পর ওই ব্যবস্থাপনা পরিচালক পদে কোনো কর্মকর্তা নিয়োগ/বদলি/পদোন্নতি/পদায়ন করা হলে মো. আবু তালেব ফরাজী তাঁর পূর্বতন পদ বা মূলপদ অর্থাৎ মহাব্যবস্থাপক পদে ফিরে যাবেন। সে অনুযায়ী, তিনি বিসিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক পদে চলতি দায়িত্বে যোগদান করবেন।
এদিকে একই দিনে পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (প্রশাসন) জাভেদ ইবনে শাহেদ স্বাক্ষরিত অপর এক অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) আওতাধীন বিসিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. সাইফুল ইসলাম সরকারকে কাজের স্বার্থে পেট্রোবাংলায় বদলিপূর্বক ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে সংস্থার পরিচালকের (অপারেশন অ্যান্ড মাইন্স) দপ্তরে সংযুক্ত করা হলো। সে অনুযায়ী, তিনি পেট্রোবাংলার পরিচালকের (অপারেশন অ্যান্ড মাইন্স) দপ্তরে যোগদান করবেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে