Ajker Patrika

গোয়ালে পরিণত হয়েছে স্কুল!  

প্রতিনিধি, নবাবগঞ্জ
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৪: ৩৮
গোয়ালে পরিণত হয়েছে স্কুল!  

করোনাভাইরাস মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দিনাজপুরের নবাবগঞ্জ উপেজলার ভাদুরিয়া ইউনিয়নের হরিনাথপুর ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গোয়ালে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা না আসায় স্কুলটির ভেতরে বেঁধে রাখা হচ্ছে গরু-ছাগল। 

সরেজমিনে দেখা যায়, স্কুলটির বারান্দায় প্রবেশের গ্রিলের দরজা নেই। পাশাপাশি বারান্দাতেও গরু ছাগলের মলমূত্রতে  ঠাসা ।  পাশাপাশি স্কুলের ভেতরও কয়েক টি ছাগলের বিশ্রাম নিতে দেখা যায়।

স্থানীয় মো. শরিফুল ইসলাম জানান, বিদ্যালয়ের পাশের কয়েকটি পরিবার স্কুল মাঠে গবাদিপশু চড়ান, হঠাৎ বৃষ্টি নামলে স্কুলের বারান্দায় রাখেন । এতেই বিদ্যালয় নোংরা হয়েছে। স্কুল খোলা থাকলে তো তারা সে সুযোগ পাবে না।

এ বিষয়ে জানতে চাইলে হরিনাথপুর ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার মোহাম্মদ হাসান রেজা জানান, শিক্ষার্থীরা গেটের গ্রিলে দোল খেয়ে তা ভেঙে ফেলছে। মেরামত করার জন্য লোক পাচ্ছি না । খুব  শিগগিরই মেরামত করা হবে ।

গরু-ছাগল রাখার বিষয়ে তিনি জানান, স্থানীয় লোকজনদের সঙ্গে আমরা পেরে উঠছি না, তারা প্রতিষ্ঠানটিকে নিজেদের সম্পত্তি মনে করে । বিদ্যালয়ের সীমানা প্রাচীরের জন্য আবেদন করেছি । আশা করি চারদিকে প্রাচীর হলে এমন সমস্যা এড়ানো সম্ভব হবে। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, আমরা প্রতিষ্ঠানগুলোকে আগেই বলে দিয়েছি যেন কোনো  স্কুলে গরু-ছাগল না রাখে । এখনই ওই প্রতিষ্ঠানকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তাগিদ দিচ্ছি। শিগগিরই সীমানা প্রাচীরের জন্য ব্যবস্থা করা হবে ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ