ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

অনিয়মের অভিযোগে স্থগিত হওয়া গরু বিতরণ কার্যক্রম নতুন করে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে সাতটি ইউনয়নের ৭০ জন উপকারভোগীর মধ্যে গরু বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর শেখ আরমান ইবনে ইদ্রিস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সারোয়ার হাসান, ভেটেরিনারি সার্জন সজীব হাওলাদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবীউল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পদক শাহাজুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মণ্ডল প্রমুখ।
এর আগে গত ১০ এপ্রিল দুপুরে একইভাবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক অয়োজিত সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থসামাজিক জীবনের মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সাতটি ইউনিয়নের ৭০ জন সুফলভোগীর মধ্যে এই বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। এ সময় অনিয়মের অভিযোগ ওঠায় বিতরণ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। সে সময় টেন্ডার অনুযায়ী ঠিকাদার কর্তৃক সরবরাহ করা প্রতিটি গরুর ওজন ১০০ কেজি করে হওয়ার কথা থাকলেও গড়ে প্রতিটি গরুর ওজন ৬৫-৭০ কেজি পর্যন্ত পাওয়া যায়। এতে জনরোষে পড়ে কর্তৃপক্ষ। টেন্ডার অনুযায়ী গরুর ওজন ঠিক না থাকায় স্থানীয় লোকজন উত্তপ্ত হলে তোপের মুখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসাহাক আলী বিতরণ কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। পরে গরুগুলো ফেরত নিতে বাধ্য হয় ঠিকাদারি প্রতিষ্ঠান।
জানতে চাইলে ঠিকাদারের প্রতিনিধি কামাল পাশা বলেন, আগের গরুগুলো যেসব ব্যবসায়ীর দ্বারা কেনা হয়েছিল, তাঁরাই ওজনে কম দিয়েছিলেন। তাই সেগুলো ফেরত দিয়ে নতুন করে গরু নেওয়া হয়েছে।
প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সারোয়ার হাসান বলেন, আগের গরুগুলোর ওজন কম থাকায় স্থানীয় লোকদের অভিযোগের ভিত্তিতে তা ফেরত দেওয়া হয়েছিল। এবার বিতরণের আগে গরুগুলোর ওজন নির্ণয় করা হয়েছে। ১২০ কেজি থেকে সর্বনিম্ন ৯০ কেজি পর্যন্ত গরু নেওয়া হয়েছে। সাতটি ইউনিয়নের ৭০ জন সুফলভোগীর মধ্যে প্রতিটি গরুর সঙ্গে ১০০ কেজি করে সুষম খাদ্য ও ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। পরে চারটি করে টিন ও খুঁটি দেওয়া হবে।

অনিয়মের অভিযোগে স্থগিত হওয়া গরু বিতরণ কার্যক্রম নতুন করে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে সাতটি ইউনয়নের ৭০ জন উপকারভোগীর মধ্যে গরু বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর শেখ আরমান ইবনে ইদ্রিস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সারোয়ার হাসান, ভেটেরিনারি সার্জন সজীব হাওলাদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবীউল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পদক শাহাজুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মণ্ডল প্রমুখ।
এর আগে গত ১০ এপ্রিল দুপুরে একইভাবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক অয়োজিত সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থসামাজিক জীবনের মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সাতটি ইউনিয়নের ৭০ জন সুফলভোগীর মধ্যে এই বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। এ সময় অনিয়মের অভিযোগ ওঠায় বিতরণ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। সে সময় টেন্ডার অনুযায়ী ঠিকাদার কর্তৃক সরবরাহ করা প্রতিটি গরুর ওজন ১০০ কেজি করে হওয়ার কথা থাকলেও গড়ে প্রতিটি গরুর ওজন ৬৫-৭০ কেজি পর্যন্ত পাওয়া যায়। এতে জনরোষে পড়ে কর্তৃপক্ষ। টেন্ডার অনুযায়ী গরুর ওজন ঠিক না থাকায় স্থানীয় লোকজন উত্তপ্ত হলে তোপের মুখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসাহাক আলী বিতরণ কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। পরে গরুগুলো ফেরত নিতে বাধ্য হয় ঠিকাদারি প্রতিষ্ঠান।
জানতে চাইলে ঠিকাদারের প্রতিনিধি কামাল পাশা বলেন, আগের গরুগুলো যেসব ব্যবসায়ীর দ্বারা কেনা হয়েছিল, তাঁরাই ওজনে কম দিয়েছিলেন। তাই সেগুলো ফেরত দিয়ে নতুন করে গরু নেওয়া হয়েছে।
প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সারোয়ার হাসান বলেন, আগের গরুগুলোর ওজন কম থাকায় স্থানীয় লোকদের অভিযোগের ভিত্তিতে তা ফেরত দেওয়া হয়েছিল। এবার বিতরণের আগে গরুগুলোর ওজন নির্ণয় করা হয়েছে। ১২০ কেজি থেকে সর্বনিম্ন ৯০ কেজি পর্যন্ত গরু নেওয়া হয়েছে। সাতটি ইউনিয়নের ৭০ জন সুফলভোগীর মধ্যে প্রতিটি গরুর সঙ্গে ১০০ কেজি করে সুষম খাদ্য ও ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। পরে চারটি করে টিন ও খুঁটি দেওয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে