টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি সম্পর্কে অবগত না থেকেও যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া সেই রাজ তালুকদারকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্যসচিব আব্দুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডুমুরিয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রেজোয়ান রহমান রাজ তালুকদারকে যুগ্ম আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়া হল। সেই সঙ্গে দলের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার কয়েক ঘণ্টা পর ব্যক্তিগত ফেসবুক আইডিতে রাজ তালুকদার লেখেন, ‘আসসালামু আলাইকুম, আমি রাজ তালুকদার। আজকে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে আমাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। ওই কমিটি সম্পর্কে আমি অবগত নই। আমি আগেও কোনো রাজনীতির সঙ্গে ছিলাম না, ভবিষ্যতেও থাকব না।’
জানতে চাইলে রাজ তালুকদার বলেন, ‘আমি ছাত্রদলের পদ কোনো সিভি জমা দেইনি। আমরা নামে কেউ সিভি জমা দিয়ে থাকতে পারে। আগে আমি রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, আর ভবিষ্যতে রাজনীতির সঙ্গে থাকব না। এটিই আমরা বক্তব্য।’
এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন জানান, রাজ ছাত্রদলের কমিটিতে পদ পেতে আমার কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছিল। তাকে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়। পদ পাওয়ার পর ফেসবুকে দেওয়া স্ট্যাটাস দলীয় শৃঙ্খলাপরিপন্থী। তাই তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি সম্পর্কে অবগত না থেকেও যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া সেই রাজ তালুকদারকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্যসচিব আব্দুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডুমুরিয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রেজোয়ান রহমান রাজ তালুকদারকে যুগ্ম আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়া হল। সেই সঙ্গে দলের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার কয়েক ঘণ্টা পর ব্যক্তিগত ফেসবুক আইডিতে রাজ তালুকদার লেখেন, ‘আসসালামু আলাইকুম, আমি রাজ তালুকদার। আজকে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে আমাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। ওই কমিটি সম্পর্কে আমি অবগত নই। আমি আগেও কোনো রাজনীতির সঙ্গে ছিলাম না, ভবিষ্যতেও থাকব না।’
জানতে চাইলে রাজ তালুকদার বলেন, ‘আমি ছাত্রদলের পদ কোনো সিভি জমা দেইনি। আমরা নামে কেউ সিভি জমা দিয়ে থাকতে পারে। আগে আমি রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, আর ভবিষ্যতে রাজনীতির সঙ্গে থাকব না। এটিই আমরা বক্তব্য।’
এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন জানান, রাজ ছাত্রদলের কমিটিতে পদ পেতে আমার কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছিল। তাকে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়। পদ পাওয়ার পর ফেসবুকে দেওয়া স্ট্যাটাস দলীয় শৃঙ্খলাপরিপন্থী। তাই তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
৪ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা বিসিকসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি চলন্ত মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটির পেছনের দরজা ছিটকে গিয়ে পেছনে থাকা একটি অটোরিকশার চালকসহ অন্তত তিনজন দগ্ধ হয়েছেন।
৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
২২ মিনিট আগে
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুকের ৬ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ রয়েছে। নগদ রয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। বিদেশি মুদ্রা রয়েছে ১১ লাখ ৩০ হাজার ৬০৭ মার্কিন ডলার। আর ওয়াশিংটনে ৫৫ হাজার ডলার মূল্যের স্থাবর সম্পদ রয়েছে।
২২ মিনিট আগে