নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এ-ব্লক এলাকায় ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে বাসায় ফেরার পথে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তাররা হলেন-মীর হোসেন (৪০) ও জসীমউদ্দীন জর্জি (৩৫)। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিটি করপোরেশনের লোগোসহ দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
আজ শুক্রবার সকালে রাজধানীর শ্যামলীতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের এইচএম আজিমুল হক।
আজিমুল হক বলেন, গত ১৫ অক্টোবর রাতে মোহাম্মদপুর থানার লালমাটিয়ায় সানরাইজ প্লাজার পাশে ঢাকা কলেজের শিক্ষার্থী মো. স্বাধীন সরকার ও তার চাচাতো ভাইয়ের কাছ থেকে ৪৫ হাজার টাকা ছিনতাই হয়। এই ঘটনায় স্বাধীন সরকার মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন।
মামলায় তিনি উল্লেখ করেন, ঢাকা কলেজ থেকে রিকশাযোগে আদাবরে বাসায় ফেরার পথে চার যুবক পথরোধ করে। রাস্তা আটকানোর কারণ জানতে চাইলে তারা মারধর করেন এবং পেছনে পিস্তল ঠেকিয়ে গুলি করার ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নিয়ে যায়।
উপ-পুলিশ কমিশনার আরও বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলের আশপাশের এলাকার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করে ঘটনায় জড়িতদের শনাক্ত করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা আসামিদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হই এবং লালমাটিয়া, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জসীমউদ্দিন ও মীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।’
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে জড়িত আরও দুই আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এ-ব্লক এলাকায় ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে বাসায় ফেরার পথে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তাররা হলেন-মীর হোসেন (৪০) ও জসীমউদ্দীন জর্জি (৩৫)। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিটি করপোরেশনের লোগোসহ দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
আজ শুক্রবার সকালে রাজধানীর শ্যামলীতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের এইচএম আজিমুল হক।
আজিমুল হক বলেন, গত ১৫ অক্টোবর রাতে মোহাম্মদপুর থানার লালমাটিয়ায় সানরাইজ প্লাজার পাশে ঢাকা কলেজের শিক্ষার্থী মো. স্বাধীন সরকার ও তার চাচাতো ভাইয়ের কাছ থেকে ৪৫ হাজার টাকা ছিনতাই হয়। এই ঘটনায় স্বাধীন সরকার মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন।
মামলায় তিনি উল্লেখ করেন, ঢাকা কলেজ থেকে রিকশাযোগে আদাবরে বাসায় ফেরার পথে চার যুবক পথরোধ করে। রাস্তা আটকানোর কারণ জানতে চাইলে তারা মারধর করেন এবং পেছনে পিস্তল ঠেকিয়ে গুলি করার ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নিয়ে যায়।
উপ-পুলিশ কমিশনার আরও বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলের আশপাশের এলাকার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করে ঘটনায় জড়িতদের শনাক্ত করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা আসামিদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হই এবং লালমাটিয়া, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জসীমউদ্দিন ও মীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।’
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে জড়িত আরও দুই আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
২০ মিনিট আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
২৫ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
৩৬ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবির। আগামী জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচনের দাবি জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে