সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় বৃষ্টি আক্তার (২৫) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। স্বামী নিজেই ফোনে স্ত্রীর পরিবারকে মৃত্যুর ঘটনা জানান। ঘটনার পর থেকে স্বামী আরশাদুল ইসলাম (২৮) পলাতক। এ ঘটনায় আরশাদুল ইসলামের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আজ শনিবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া এলাকার তাইজুউদ্দিন সরকারের মালিকানাধীন টিনশেড বাড়ির একটি ঘর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। স্বামী-স্ত্রী দুজনই আশুলিয়ার কাঠগড়া এলাকার টেক্সটাউন পোশাক কারখানায় চাকরি করতেন।
পলাতক স্বামী আরশাদুল ইসলাম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ফেরি নারায়ণপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে। বৃষ্টি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা গ্রামের আবুল কাশেমের মেয়ে।
পুলিশ জানায়, বৃষ্টির স্বজন ও স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল। নিহত ব্যক্তির শরীর ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃষ্টির মামা মোস্তাফিজুর রহমান রতন বলেন, গতকাল আরশাদুল বৃষ্টির খালা আসমা বেগমকে ফোনে জানান, বৃষ্টি অসুস্থ হয়ে মারা গেছেন। তাঁকে নিতে আশুলিয়ার কাঠগড়া সরকার বাড়ি এলাকায় আসতে বলে ফোন কেটে দিয়ে বন্ধ করেন দেন। পরে তাঁরা অনেক খোঁজাখুঁজির পর তাঁদের এই ঠিকানার সন্ধান পান। পরে তাঁরা জানতে পারেন বৃষ্টিকে হত্যা করেছেন তাঁর স্বামী আরশাদুল। এ ঘটনার আগেও আরশাদুলের মা এবং ফুফু বৃষ্টির বোনকে ফোন করে তাঁর খোঁজ নেওয়ার কথা জানিয়েছিলেন।
মোস্তাফিজুর আরও বলেন, ‘বৃষ্টির এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে বর্তমান স্বামী তাকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। আবার আরশাদুল পরকীয়ায় জড়িয়ে পড়লে এতে প্রতিবাদ করে বৃষ্টি। এসব ক্ষোভ থেকে বৃষ্টিকে হত্যা করেছে সে।’
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. তানিম হোসেন বলেন, ‘মরদেহ বিছানার ওপর পেয়েছি। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্বামী তাঁকে হত্যা করে পালিয়েছে। নিহত ব্যক্তির পরিবার থানায় এসেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আরশাদুলকে খুঁজে বের করতে অভিযান শুরু হবে দ্রুতই।’

সাভারের আশুলিয়ায় বৃষ্টি আক্তার (২৫) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। স্বামী নিজেই ফোনে স্ত্রীর পরিবারকে মৃত্যুর ঘটনা জানান। ঘটনার পর থেকে স্বামী আরশাদুল ইসলাম (২৮) পলাতক। এ ঘটনায় আরশাদুল ইসলামের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আজ শনিবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া এলাকার তাইজুউদ্দিন সরকারের মালিকানাধীন টিনশেড বাড়ির একটি ঘর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। স্বামী-স্ত্রী দুজনই আশুলিয়ার কাঠগড়া এলাকার টেক্সটাউন পোশাক কারখানায় চাকরি করতেন।
পলাতক স্বামী আরশাদুল ইসলাম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ফেরি নারায়ণপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে। বৃষ্টি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা গ্রামের আবুল কাশেমের মেয়ে।
পুলিশ জানায়, বৃষ্টির স্বজন ও স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল। নিহত ব্যক্তির শরীর ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃষ্টির মামা মোস্তাফিজুর রহমান রতন বলেন, গতকাল আরশাদুল বৃষ্টির খালা আসমা বেগমকে ফোনে জানান, বৃষ্টি অসুস্থ হয়ে মারা গেছেন। তাঁকে নিতে আশুলিয়ার কাঠগড়া সরকার বাড়ি এলাকায় আসতে বলে ফোন কেটে দিয়ে বন্ধ করেন দেন। পরে তাঁরা অনেক খোঁজাখুঁজির পর তাঁদের এই ঠিকানার সন্ধান পান। পরে তাঁরা জানতে পারেন বৃষ্টিকে হত্যা করেছেন তাঁর স্বামী আরশাদুল। এ ঘটনার আগেও আরশাদুলের মা এবং ফুফু বৃষ্টির বোনকে ফোন করে তাঁর খোঁজ নেওয়ার কথা জানিয়েছিলেন।
মোস্তাফিজুর আরও বলেন, ‘বৃষ্টির এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে বর্তমান স্বামী তাকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। আবার আরশাদুল পরকীয়ায় জড়িয়ে পড়লে এতে প্রতিবাদ করে বৃষ্টি। এসব ক্ষোভ থেকে বৃষ্টিকে হত্যা করেছে সে।’
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. তানিম হোসেন বলেন, ‘মরদেহ বিছানার ওপর পেয়েছি। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্বামী তাঁকে হত্যা করে পালিয়েছে। নিহত ব্যক্তির পরিবার থানায় এসেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আরশাদুলকে খুঁজে বের করতে অভিযান শুরু হবে দ্রুতই।’

পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এতে দুই শিশুসহ অন্তত ছয়জন আহত হন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
১৫ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩৪ মিনিট আগে
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে