রাজবাড়ী প্রতিনিধি

বাসমালিক সমিতির অনুমতি ছাড়া রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে বিরোধের জের ধরে রাজবাড়ী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শনিবার দুপুর থেকে রাজবাড়ী থেকে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়াসহ সব রুটেই অনির্দিষ্ট সময়ের জন্য বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
সরেজমিনে শহরের মুরগির ফার্ম এলাকায় গিয়ে দেখা যায়, রাজবাড়ী থেকে দূরপাল্লার পরিবহনসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ছোট ছোট যানবাহনে তাঁদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এ জন্য অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
পাবনা থেকে আসা সেলিম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর ১টার সময় রাজবাড়ীর মুরগির ফার্ম এলাকায় এসে জানতে পারি, বাস চলাচল করছে না। জরুরি কাজে ফরিদপুর যেতেই হবে। এখন তো বিপদে পড়ে গেলাম। ব্যাটারিচালিত অটোরিকশায় ৬০ টাকার ভাড়া চাচ্ছে ১০০ টাকা।’
অপর এক যাত্রী শেফালী আক্তার বলেন, ‘ঢাকাতে ভাইয়ের বাসায় যাচ্ছি বাড়ির গাছের আম নিয়ে। মুরগির ফার্মে এসে দেখছি, ঢাকাতে কোনো বাস যাচ্ছে না। কেন যাচ্ছে না কয়েক জনকে জিজ্ঞাসা করলাম, তারাও কিছু বলতে পারছে না। ইঞ্জিনচালিত মাহেন্দ্র দৌলতদিয়া ফেরিঘাট পর্যন্ত ভাড়া নিচ্ছে ৭০ টাকা। অথচ বাসে ভাড়া লাগে ৫০ টাকা। বাস চলাচল বন্ধ থাকায় আমরা সাধারণ যাত্রীরা বিপদে আছি।’
কুষ্টিয়ার খোকসা থেকে আসা ওয়াসিম আজকের পত্রিকাকে বলেন, ‘খোকসা থেকে রাজবাড়ীর মুরগির ফার্ম পর্যন্ত বাসে আসলাম। এখানে পৌঁছানোর পর শুনছি, বাস আর যাবে না। এখন অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশায় যেতে হবে। বিকল্প তো আর কিছু নাই। পান থেকে চুন খসলেও বাস চলাচল বন্ধ।’
এ বিষয়ে রাজবাড়ী বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন আজকের পত্রিকাকে বলেন, ‘গোল্ডেন লাইন পরিবহন রাজবাড়ী বাসমালিক সমিতি থেকে অনুমতি না নিয়েই এই রুটে চলাচল করছে। এ জন্য বাসমালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, এই জেলা থেকে সব রুটে দূরপাল্লা ও আন্তজেলা বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।’
আব্দুর রাজ্জাক লিটন আরও বলেন, ‘এ বিষয়ে ঢাকায় মিটিং চলছে। মিটিং শেষে বলা যাবে কখন থেকে বাস চলাচল শুরু হবে।’

বাসমালিক সমিতির অনুমতি ছাড়া রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে বিরোধের জের ধরে রাজবাড়ী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শনিবার দুপুর থেকে রাজবাড়ী থেকে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়াসহ সব রুটেই অনির্দিষ্ট সময়ের জন্য বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
সরেজমিনে শহরের মুরগির ফার্ম এলাকায় গিয়ে দেখা যায়, রাজবাড়ী থেকে দূরপাল্লার পরিবহনসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ছোট ছোট যানবাহনে তাঁদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এ জন্য অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
পাবনা থেকে আসা সেলিম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর ১টার সময় রাজবাড়ীর মুরগির ফার্ম এলাকায় এসে জানতে পারি, বাস চলাচল করছে না। জরুরি কাজে ফরিদপুর যেতেই হবে। এখন তো বিপদে পড়ে গেলাম। ব্যাটারিচালিত অটোরিকশায় ৬০ টাকার ভাড়া চাচ্ছে ১০০ টাকা।’
অপর এক যাত্রী শেফালী আক্তার বলেন, ‘ঢাকাতে ভাইয়ের বাসায় যাচ্ছি বাড়ির গাছের আম নিয়ে। মুরগির ফার্মে এসে দেখছি, ঢাকাতে কোনো বাস যাচ্ছে না। কেন যাচ্ছে না কয়েক জনকে জিজ্ঞাসা করলাম, তারাও কিছু বলতে পারছে না। ইঞ্জিনচালিত মাহেন্দ্র দৌলতদিয়া ফেরিঘাট পর্যন্ত ভাড়া নিচ্ছে ৭০ টাকা। অথচ বাসে ভাড়া লাগে ৫০ টাকা। বাস চলাচল বন্ধ থাকায় আমরা সাধারণ যাত্রীরা বিপদে আছি।’
কুষ্টিয়ার খোকসা থেকে আসা ওয়াসিম আজকের পত্রিকাকে বলেন, ‘খোকসা থেকে রাজবাড়ীর মুরগির ফার্ম পর্যন্ত বাসে আসলাম। এখানে পৌঁছানোর পর শুনছি, বাস আর যাবে না। এখন অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশায় যেতে হবে। বিকল্প তো আর কিছু নাই। পান থেকে চুন খসলেও বাস চলাচল বন্ধ।’
এ বিষয়ে রাজবাড়ী বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন আজকের পত্রিকাকে বলেন, ‘গোল্ডেন লাইন পরিবহন রাজবাড়ী বাসমালিক সমিতি থেকে অনুমতি না নিয়েই এই রুটে চলাচল করছে। এ জন্য বাসমালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, এই জেলা থেকে সব রুটে দূরপাল্লা ও আন্তজেলা বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।’
আব্দুর রাজ্জাক লিটন আরও বলেন, ‘এ বিষয়ে ঢাকায় মিটিং চলছে। মিটিং শেষে বলা যাবে কখন থেকে বাস চলাচল শুরু হবে।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে