ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও গোড়ানের একটি বাসার ছাদ থেকে নিচে পড়ে খাদিজা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন তার ফুপা ইসহাক মিয়া (৩০)।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থা দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে শিশুটি মারা যায়।
হাসপাতালে মৃত খাদিজার দাদি ফাতেমা বেগম বলেন, তাঁদের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায়। বাবা ফয়সাল আহমেদ, মা হিরা বেগমের একমাত্র সন্তান খাদিজা। বর্তমানে গোড়ান নবাবি মোড়ের একটি বাসায় ভাড়া থাকত।
বাসার পাঁচ তলার ছাদে কয়েকটি ঘর রয়েছে। সেখানেই তিনি তার ছেলের পরিবার ও মেয়ের পরিবার নিয়ে থাকেন। তবে ছাদের চার পাশের রেলিং একেবারে নিচু। দুপুরে সবাই যখন যার যার কাজে ব্যস্ত ছিল তখন অন্য বাচ্চাদের সঙ্গে ছাদে খেলছিল খাদিজা। খেলতে খেলতে রেলিংয়ের পাশে চলে গেলে সেখান থেকে বাইরে পড়ে যাচ্ছিল শিশুটি। এটি দেখে পাশে থাকা তার ফুপা ইসহাক মিয়া বাঁচাতে যায়। শিশুটির সঙ্গে ফুপা ইসহাকও ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে সেখানে শিশুটির মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন ইসহাক মিয়া।
ফাতেমা বেগম আরও জানান, শিশুটির বাবা ফয়সাল আহমেদ একটি বিস্কুট তৈরি কারখানায় চাকরি করেন। আহত ইসহাক মিয়া রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করেন। তার বাবার নাম মৃত জজ মিয়া। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায়। স্ত্রী পাপিয়া আক্তার ও দুই ছেলে এক মেয়েকে নিয়ে গোড়ানের ওই বাড়ির ছাদের ঘরে থাকেন তারা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, গোড়ান থেকে এক শিশুসহ দুজন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। আহত শিশুটির ফুপা হাসপাতালে ভর্তি আছে। স্বজনেরা বলেন, ছাদ থেকে পড়ে গিয়েছিল দুজন। শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে।

রাজধানীর খিলগাঁও গোড়ানের একটি বাসার ছাদ থেকে নিচে পড়ে খাদিজা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন তার ফুপা ইসহাক মিয়া (৩০)।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থা দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে শিশুটি মারা যায়।
হাসপাতালে মৃত খাদিজার দাদি ফাতেমা বেগম বলেন, তাঁদের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায়। বাবা ফয়সাল আহমেদ, মা হিরা বেগমের একমাত্র সন্তান খাদিজা। বর্তমানে গোড়ান নবাবি মোড়ের একটি বাসায় ভাড়া থাকত।
বাসার পাঁচ তলার ছাদে কয়েকটি ঘর রয়েছে। সেখানেই তিনি তার ছেলের পরিবার ও মেয়ের পরিবার নিয়ে থাকেন। তবে ছাদের চার পাশের রেলিং একেবারে নিচু। দুপুরে সবাই যখন যার যার কাজে ব্যস্ত ছিল তখন অন্য বাচ্চাদের সঙ্গে ছাদে খেলছিল খাদিজা। খেলতে খেলতে রেলিংয়ের পাশে চলে গেলে সেখান থেকে বাইরে পড়ে যাচ্ছিল শিশুটি। এটি দেখে পাশে থাকা তার ফুপা ইসহাক মিয়া বাঁচাতে যায়। শিশুটির সঙ্গে ফুপা ইসহাকও ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে সেখানে শিশুটির মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন ইসহাক মিয়া।
ফাতেমা বেগম আরও জানান, শিশুটির বাবা ফয়সাল আহমেদ একটি বিস্কুট তৈরি কারখানায় চাকরি করেন। আহত ইসহাক মিয়া রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করেন। তার বাবার নাম মৃত জজ মিয়া। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায়। স্ত্রী পাপিয়া আক্তার ও দুই ছেলে এক মেয়েকে নিয়ে গোড়ানের ওই বাড়ির ছাদের ঘরে থাকেন তারা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, গোড়ান থেকে এক শিশুসহ দুজন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। আহত শিশুটির ফুপা হাসপাতালে ভর্তি আছে। স্বজনেরা বলেন, ছাদ থেকে পড়ে গিয়েছিল দুজন। শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৫ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে