নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার সাভার থেকে ইসলামী ব্যাংকের ১১ লাখ টাকা ছিনতাই এর ঘটনায় গ্রেপ্তার তিনজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান রিমান্ড মঞ্জুর করেন।
তিন আসামি হলেন শিমুল (৩৬), তাওহিদ ইসলাম (৪৫) ও জসিম উদ্দিন (৪৫)। বিকেলে তাদের আদালতে হাজির করে সাভার থানা-পুলিশ। তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিন মঞ্জুর করেন।
গত শনিবার পটুয়াখালী থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে জসিমের দেওয়া তথ্য অনুযায়ী রাতেই নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় শিমুল ও তাওহিদ ইসলাম নামে আরও দুজনকে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেই ছিনতাইয়ের ১১ লাখ টাকাসহ ছিনতাই কাজে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করা হয়।
গত ৭ মে দুপুর পৌনে ১২টার দিকে ইসলামী ব্যাংকের বিপণন কর্মকর্তা হাবিবুর রহমান ও নিরাপত্তাকর্মী নাঈম ইসলাম ২৫ লাখ টাকা নিয়ে সাভার থেকে হেমায়েতপুর শাখায় যাচ্ছিলেন। টাকা নিয়ে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। একটি কালো থলের ভেতরে টাকা বহন করছিলেন নিরাপত্তাকর্মী নাঈম ইসলাম। এ সময় ছিনতাইকারীরা একটি ব্যক্তিগত গাড়িতে করে এসে নাঈমের কাছে থাকা টাকার থলে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান। ঘটনার পরদিন ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের মালিক ফয়জুল হক সাভার থানায় মামলা দায়ের করেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, টাকা ছিনতাই এর ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা একটি সঙ্গবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। দলের অন্যদের গ্রেপ্তার করার জন্য তাদেরকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

ঢাকার সাভার থেকে ইসলামী ব্যাংকের ১১ লাখ টাকা ছিনতাই এর ঘটনায় গ্রেপ্তার তিনজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান রিমান্ড মঞ্জুর করেন।
তিন আসামি হলেন শিমুল (৩৬), তাওহিদ ইসলাম (৪৫) ও জসিম উদ্দিন (৪৫)। বিকেলে তাদের আদালতে হাজির করে সাভার থানা-পুলিশ। তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিন মঞ্জুর করেন।
গত শনিবার পটুয়াখালী থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে জসিমের দেওয়া তথ্য অনুযায়ী রাতেই নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় শিমুল ও তাওহিদ ইসলাম নামে আরও দুজনকে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেই ছিনতাইয়ের ১১ লাখ টাকাসহ ছিনতাই কাজে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করা হয়।
গত ৭ মে দুপুর পৌনে ১২টার দিকে ইসলামী ব্যাংকের বিপণন কর্মকর্তা হাবিবুর রহমান ও নিরাপত্তাকর্মী নাঈম ইসলাম ২৫ লাখ টাকা নিয়ে সাভার থেকে হেমায়েতপুর শাখায় যাচ্ছিলেন। টাকা নিয়ে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। একটি কালো থলের ভেতরে টাকা বহন করছিলেন নিরাপত্তাকর্মী নাঈম ইসলাম। এ সময় ছিনতাইকারীরা একটি ব্যক্তিগত গাড়িতে করে এসে নাঈমের কাছে থাকা টাকার থলে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান। ঘটনার পরদিন ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের মালিক ফয়জুল হক সাভার থানায় মামলা দায়ের করেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, টাকা ছিনতাই এর ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা একটি সঙ্গবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। দলের অন্যদের গ্রেপ্তার করার জন্য তাদেরকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
৮ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে