গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ছয়দানা এলাকায় বাসচাপায় তিনজন আহত হয়েছেন। এ ঘটনার পর দুটি গাড়িতে অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় তাইরুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজন সম্পর্কে নানি–নাতি।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানাধীন ছয়দানা এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানাধীন ছয়দানা এলাকায় নানি-নাতিসহ তিনজন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অনাবিল পরিবহনের একটি গাড়ি ঢাকামুখী লেনে তাঁদের চাপা দেয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে তাইরুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।’
পুলিশ কর্মকর্তা আলমগীর আরও বলেন, ‘এ সময় উত্তেজিত জনতা অনাবিল পরিবহনসহ দুটি গাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন নিভিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।’
তাইরুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আশরাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আহতদের অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।’

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ছয়দানা এলাকায় বাসচাপায় তিনজন আহত হয়েছেন। এ ঘটনার পর দুটি গাড়িতে অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় তাইরুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজন সম্পর্কে নানি–নাতি।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানাধীন ছয়দানা এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানাধীন ছয়দানা এলাকায় নানি-নাতিসহ তিনজন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অনাবিল পরিবহনের একটি গাড়ি ঢাকামুখী লেনে তাঁদের চাপা দেয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে তাইরুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।’
পুলিশ কর্মকর্তা আলমগীর আরও বলেন, ‘এ সময় উত্তেজিত জনতা অনাবিল পরিবহনসহ দুটি গাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন নিভিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।’
তাইরুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আশরাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আহতদের অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।’

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হেলাল, মজিবর, আকবরসহ অনেকে বলেন, ‘দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত জামির উদ্দিন ঠিকমতো চলাফেরা করতে পারেন না। এসআই হাবিবুর রহমান তাঁকে আটক করে থানায় নিয়ে যান। আমরা এসআই হাবিবুরকে জামির উদ্দিন অসুস্থ, এ কথা বলেছি। কিন্তু তিনি তা তোয়াক্কা করেননি।’
১৮ মিনিট আগে
ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১ ঘণ্টা আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
১ ঘণ্টা আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
১ ঘণ্টা আগে