Ajker Patrika

কোটি টাকার ঋণ জালিয়াতি, ১১ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ২২: ২৬
কোটি টাকার ঋণ জালিয়াতি, ১১ জনের কারাদণ্ড

সোনালী ব্যাংকে জালিয়াতি করে ১ কোটি ৪২ লাখ টাকা ঋণ নেওয়ার অভিযোগের মামলায় ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আরিফুজ্জামান এ রায় দেন। 

কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন ডিএন স্পোর্টস লিমিটেডের চেয়ারম্যান মোতাহার উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান জন, পরিচালক ফাহিদা হক, সোনালী ব্যাংকের জিএম মীর মহিদুর রহমান, এজিএম সাইফুল হাসান, এমডি ননী গোপাল নাথ, ডিজিএম শেখ আলতাফ হোসেন, ডিজিএম মোহাম্মদ শফিজ উদ্দিন আহমেদ, এজিএম কামরুল হোসেন খান, ডিএমডি মোহাম্মদ মাইনুল হক ও সিইও হুমায়ুন কবির। 

রায়ে পৃথক দুই ধারায় আসামি মোতাহার, শফিকুর ও ফাহিদাকে মোট ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে উভয় সাজা একসঙ্গে চলবে বিধায় তাঁদের ৫ বছরের সাজা ভোগ করতে হবে। এ ছাড়া অপর ৮ আসামির ৩ বছর করে কারাদণ্ড দেন আদালত। 

জালিয়াতি করে ঋণ নেওয়ার অভিযোগে রাজধানীর রমনা থানায় মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মামলার অভিযোগে বলা হয়েছে, সোনালী ব্যাংকের রমনা শাখা থেকে ডিএন স্পোর্টস লিমিটেড ১ কোটি ৪২ লাখ টাকা ঋণ নেয়। বিএম স্পোর্টস লিমিটেডের কর্মকর্তা ও সোনালী ব্যাংকের কর্মকর্তারা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে ঋণ দেওয়া-নেওয়া করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত