টাঙ্গাইল প্রতিনিধি

মৃত ব্যক্তির (ভোটার) জাল স্বাক্ষর থাকায় টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী খন্দকার আহসান হাবিবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া একই আসনে স্বতন্ত্র প্রার্থী মেহেনিগার হোসেনের মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়।
মেহেনিগার হোসেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং খন্দকার আহসান হাবীব বিএনপির নির্বাহী কমিটির সদস্য ছিলেন। সম্প্রতি তাঁকে বহিষ্কার করা হয়।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন বলেন, ‘খন্দকার আহসান হাবিব ও মেহেনিগার হোসেনের জমা দেওয়া স্বাক্ষরগুলোর মধ্যে ১০ জন ভোটারের স্বাক্ষর ও তথ্য যাচাই-বাছাই করার জন্য অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়। সেখানে ভোটারের তথ্য সঠিক পাওয়া যায়নি। ফলে, স্বতন্ত্র প্রার্থীর সমর্থন যাচাই বিধিমালা ২০১১-এর ৫ বিধি লঙ্ঘিত হয়েছে। পরে আইন অনুযায়ী তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
জানা যায়, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্রী প্রার্থী খন্দকার আহসান হাবীব মনোনয়নপত্রে নির্বাচনী আসনের এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিয়েছিলেন। জমা দেওয়া ভোটারের স্বাক্ষরের মধ্যে ১০টি যাচাই-বাছাই করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ছয়জনের স্বাক্ষর মিল পাওয়া যায়নি। এ ছাড়া তিনি একজন মৃত ব্যক্তির (ভোটার) স্বাক্ষর দিয়েছেন।
খন্দকার আহসান হাবিব বলেন, ‘নির্বাচন আইনে কোথাও বলা নেই, স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের নাম দিতে হবে। তারপরও আমি পাঁচ হাজারের অধিক ভোটারের নাম জমা দিয়েছি। সেইখানে ম্যাজিস্ট্রেট পুলিশ নিয়ে বাড়িতে বাড়িতে যাওয়ায় ভোটাররা ভয় পেয়ে অস্বীকার করেছে। এ ছাড়া মৃত ভোটারের নামটা অনিচ্ছাকৃত। যেহেতু লোক দিয়ে কাজ করিয়েছি; সুতরাং এখানে একটু ভুল হয়েছে।’
অপর দিকে মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মেহেনিগার হোসেন মনোনয়নপত্রে নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিয়েছেন। জমা দেওয়া ভোটারের স্বাক্ষরের মধ্যে ১০টি যাচাই-বাছাই করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে একজনেরও স্বাক্ষর মিল পাওয়া যায়নি।

মৃত ব্যক্তির (ভোটার) জাল স্বাক্ষর থাকায় টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী খন্দকার আহসান হাবিবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া একই আসনে স্বতন্ত্র প্রার্থী মেহেনিগার হোসেনের মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়।
মেহেনিগার হোসেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং খন্দকার আহসান হাবীব বিএনপির নির্বাহী কমিটির সদস্য ছিলেন। সম্প্রতি তাঁকে বহিষ্কার করা হয়।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন বলেন, ‘খন্দকার আহসান হাবিব ও মেহেনিগার হোসেনের জমা দেওয়া স্বাক্ষরগুলোর মধ্যে ১০ জন ভোটারের স্বাক্ষর ও তথ্য যাচাই-বাছাই করার জন্য অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়। সেখানে ভোটারের তথ্য সঠিক পাওয়া যায়নি। ফলে, স্বতন্ত্র প্রার্থীর সমর্থন যাচাই বিধিমালা ২০১১-এর ৫ বিধি লঙ্ঘিত হয়েছে। পরে আইন অনুযায়ী তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
জানা যায়, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্রী প্রার্থী খন্দকার আহসান হাবীব মনোনয়নপত্রে নির্বাচনী আসনের এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিয়েছিলেন। জমা দেওয়া ভোটারের স্বাক্ষরের মধ্যে ১০টি যাচাই-বাছাই করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ছয়জনের স্বাক্ষর মিল পাওয়া যায়নি। এ ছাড়া তিনি একজন মৃত ব্যক্তির (ভোটার) স্বাক্ষর দিয়েছেন।
খন্দকার আহসান হাবিব বলেন, ‘নির্বাচন আইনে কোথাও বলা নেই, স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের নাম দিতে হবে। তারপরও আমি পাঁচ হাজারের অধিক ভোটারের নাম জমা দিয়েছি। সেইখানে ম্যাজিস্ট্রেট পুলিশ নিয়ে বাড়িতে বাড়িতে যাওয়ায় ভোটাররা ভয় পেয়ে অস্বীকার করেছে। এ ছাড়া মৃত ভোটারের নামটা অনিচ্ছাকৃত। যেহেতু লোক দিয়ে কাজ করিয়েছি; সুতরাং এখানে একটু ভুল হয়েছে।’
অপর দিকে মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মেহেনিগার হোসেন মনোনয়নপত্রে নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিয়েছেন। জমা দেওয়া ভোটারের স্বাক্ষরের মধ্যে ১০টি যাচাই-বাছাই করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে একজনেরও স্বাক্ষর মিল পাওয়া যায়নি।

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে