শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে কারখানার সুতাভর্তি কাভার্ড ভ্যান আটকে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। কয়েকটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ ও ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে চলে যায়। কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয়দের।
শনিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের বড়চাল এলাকায় এ ঘটনা ঘটে।
কাভার্ড ভ্যানচালক জাহিদুল ইসলাম বলেন, স্থানীয় রিদিশা গ্রুপের ফর্মুলা-১ স্পিনিং লিমিটেড কারখানার নিজস্ব কাভার্ড ভ্যান ভর্তি করে সুতা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে যাচ্ছিলাম। ধনুয়া বড়চালা দাখিল মাদ্রাসার মোড় ক্রসের একটু সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে কয়েকটি মোটরসাইকেল এসে গতিরোধ করে ফাঁকা গুলি ছোড়ে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। সঙ্গে সঙ্গে গাড়িতে অগ্নিসংযোগ করে মোটরসাইকেলে চলে যায়।
স্থানীয় বাসিন্দা সুমন হাসান বলেন, ‘কয়েকদিন ধরে রিদিশা গ্রুপের কারখানার ঝুট ব্যবসা নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপের নেতাদের মধ্যে বিরোধ চলছে। আমরা ধারণা করছি, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। তা ছাড়া শনিবার সকালে কারখানার ঝুটভর্তি দুটি গাড়ি বের হয়েছে।
ফর্মুলা-১ স্পিনিং লিমিটেড কারখানার মানবসম্পদ কর্মকর্তা সারোয়ার হোসেন বলেন, ‘আজ শনিবার দুপুরের দিকে সুতাভর্তি আমাদের একটি কাভার্ড ভ্যান কারখানা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর এমন ঘটনার শিকার হয়েছে। তবে কী কারণে গাড়িতে আগুন দেওয়া হয়েছে, সে ব্যাপারে কিছুই আমি বলতে পারব না। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কারখানার লোকজন নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করি। চারটি ককটেলের খোসা উদ্ধার করে বালতিতে রাখি। পাশাপাশি পুলিশে খবর দেই।’ তিনি আরও জানান, মোরশেদ আলম নামের এক ব্যক্তি বৈধভাবে কারখানার ঝুট ব্যবসা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই। কয়েকটি ককটেলের খোসা উদ্ধার করেছি। তা ছাড়া একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়েছে।’
গাজীপুরের শ্রীপুরে কারখানার সুতাভর্তি কাভার্ড ভ্যান আটকে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। কয়েকটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ ও ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে চলে যায়। কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয়দের।
শনিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের বড়চাল এলাকায় এ ঘটনা ঘটে।
কাভার্ড ভ্যানচালক জাহিদুল ইসলাম বলেন, স্থানীয় রিদিশা গ্রুপের ফর্মুলা-১ স্পিনিং লিমিটেড কারখানার নিজস্ব কাভার্ড ভ্যান ভর্তি করে সুতা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে যাচ্ছিলাম। ধনুয়া বড়চালা দাখিল মাদ্রাসার মোড় ক্রসের একটু সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে কয়েকটি মোটরসাইকেল এসে গতিরোধ করে ফাঁকা গুলি ছোড়ে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। সঙ্গে সঙ্গে গাড়িতে অগ্নিসংযোগ করে মোটরসাইকেলে চলে যায়।
স্থানীয় বাসিন্দা সুমন হাসান বলেন, ‘কয়েকদিন ধরে রিদিশা গ্রুপের কারখানার ঝুট ব্যবসা নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপের নেতাদের মধ্যে বিরোধ চলছে। আমরা ধারণা করছি, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। তা ছাড়া শনিবার সকালে কারখানার ঝুটভর্তি দুটি গাড়ি বের হয়েছে।
ফর্মুলা-১ স্পিনিং লিমিটেড কারখানার মানবসম্পদ কর্মকর্তা সারোয়ার হোসেন বলেন, ‘আজ শনিবার দুপুরের দিকে সুতাভর্তি আমাদের একটি কাভার্ড ভ্যান কারখানা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর এমন ঘটনার শিকার হয়েছে। তবে কী কারণে গাড়িতে আগুন দেওয়া হয়েছে, সে ব্যাপারে কিছুই আমি বলতে পারব না। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কারখানার লোকজন নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করি। চারটি ককটেলের খোসা উদ্ধার করে বালতিতে রাখি। পাশাপাশি পুলিশে খবর দেই।’ তিনি আরও জানান, মোরশেদ আলম নামের এক ব্যক্তি বৈধভাবে কারখানার ঝুট ব্যবসা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই। কয়েকটি ককটেলের খোসা উদ্ধার করেছি। তা ছাড়া একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়েছে।’
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে ১০ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। আজ শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কুশলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেফেনীর কসকা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন রিকশার দুই যাত্রী। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজির দিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির বিরুদ্ধে একাধিক অনৈতিক কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগ তুলে অবিলম্বে কমিটি বিলুপ্তির দাবি একাংশের নেতা-কর্মীরা। তাঁরা সংবাদ সম্মেলন করে নতুন কমিটি গঠনসহ পাঁচ দফা দাবি জানান। একই সঙ্গে দাবি আদায়ের জন্য ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করেন তাঁরা।
১ ঘণ্টা আগেআসামিদের বিরুদ্ধে ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ক্ষমতার অপব্যবহার করে অ্যাডহক ভিত্তিতে মোট ২২০ জনকে সম্পূর্ণ অস্থায়ীভাবে নিয়োগ ও তাঁদের মেয়াদ বৃদ্ধির অভিযোগ আনা হয়েছে। প্রাক্তন উপাচার্য ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ক্ষমতার অপব্যবহার করে অতিরিক্ত ১৪১ জনকে নিয়োগ দিয়েছেন।
১ ঘণ্টা আগে