নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকম ট্রাস্টের পক্ষ থেকে এনবিআরকে প্রায় ৫৪ কোটি টাকা পরিশোধ করতে হচ্ছে। তাহলেই তারা রেফারেন্স মামলা করতে পারবে। গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে আজ সোমবার এমন রায় দিয়েছেন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ।
জানা গেছে, গ্রামীণ টেলিকম ট্রাস্টের কাছে ২০১১-১২ অর্থ বছরে ১৭ কোটি ৩৭ লাখ ৬৩ হাজার ৭৭৯ টাকা ও ২০১২-২০১৩ অর্থবছরে ১৯৭ কোটি ৭০ লাখ ৯১ হাজার ২১৯ টাকা আয়কর দাবি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নোটিশ দেয়।
এ নোটিশের বিরুদ্ধে প্রথমে কমিশনার অব ট্যাক্সেসে আপিল করলে সেটি খারিজ হয়। পরে ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালে গেলে সেখানেও তাদের আবেদন খারিজ হয়।
এদিকে গ্রামীণ টেলিকম ট্রাস্টের পক্ষ থেকে হাইকোর্টে আয়কর রেফারেন্স মামলা করার শর্ত হিসেবে ২৫ ভাগ টাকা জমা দেওয়ার শর্ত মওকূফ চেয়ে এনবিআরে আবেদন করা হয়। সেটি খারিজ হলে রিভিউ আবেদন করেন তারা। তবে তাও খারিজ করে দেয় এনবিআর। আর ওই রিভিউ খারিজের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ২০২০ সালে রিট করলে রুল জারি করেন হাইকোর্ট। শুনানি শেষে সেই রুল সোমবার খারিজ করে রায় দেন আদালত।
আদালতে ড. ইউনূসের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি। মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্ট বলেছেন নিয়ম অনুযায়ী ২৫ শতাংশ টাকা জমা দিয়ে রেফারেন্স মামলা করতে।
সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাহমিনা পলি আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টে রেফারেন্স আপিল করতে হলে ২৫ শতাংশ টাকা জমা দিতে হয়। গ্রামীণ টেলিকম ট্রাস্টের পক্ষ থেকে ২৫ শতাংশ টাকা জমা দেওয়ার শর্ত মওকুফ চেয়ে এনবিআরে আবেদন করা হয়েছিল। সেটি খারিজ হলে রিভিউ আবেদন করা হয়। তাও খারিজ করে দেয় এনবিআর। আর ওই রিভিউ খারিজের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ২০২০ সালে রিট করলে রুল জারি করেন হাইকোর্ট। শুনানি শেষে সেই রুল আজ সোমবার খারিজ করে রায় দেন আদালত।

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকম ট্রাস্টের পক্ষ থেকে এনবিআরকে প্রায় ৫৪ কোটি টাকা পরিশোধ করতে হচ্ছে। তাহলেই তারা রেফারেন্স মামলা করতে পারবে। গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে আজ সোমবার এমন রায় দিয়েছেন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ।
জানা গেছে, গ্রামীণ টেলিকম ট্রাস্টের কাছে ২০১১-১২ অর্থ বছরে ১৭ কোটি ৩৭ লাখ ৬৩ হাজার ৭৭৯ টাকা ও ২০১২-২০১৩ অর্থবছরে ১৯৭ কোটি ৭০ লাখ ৯১ হাজার ২১৯ টাকা আয়কর দাবি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নোটিশ দেয়।
এ নোটিশের বিরুদ্ধে প্রথমে কমিশনার অব ট্যাক্সেসে আপিল করলে সেটি খারিজ হয়। পরে ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালে গেলে সেখানেও তাদের আবেদন খারিজ হয়।
এদিকে গ্রামীণ টেলিকম ট্রাস্টের পক্ষ থেকে হাইকোর্টে আয়কর রেফারেন্স মামলা করার শর্ত হিসেবে ২৫ ভাগ টাকা জমা দেওয়ার শর্ত মওকূফ চেয়ে এনবিআরে আবেদন করা হয়। সেটি খারিজ হলে রিভিউ আবেদন করেন তারা। তবে তাও খারিজ করে দেয় এনবিআর। আর ওই রিভিউ খারিজের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ২০২০ সালে রিট করলে রুল জারি করেন হাইকোর্ট। শুনানি শেষে সেই রুল সোমবার খারিজ করে রায় দেন আদালত।
আদালতে ড. ইউনূসের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি। মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্ট বলেছেন নিয়ম অনুযায়ী ২৫ শতাংশ টাকা জমা দিয়ে রেফারেন্স মামলা করতে।
সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাহমিনা পলি আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টে রেফারেন্স আপিল করতে হলে ২৫ শতাংশ টাকা জমা দিতে হয়। গ্রামীণ টেলিকম ট্রাস্টের পক্ষ থেকে ২৫ শতাংশ টাকা জমা দেওয়ার শর্ত মওকুফ চেয়ে এনবিআরে আবেদন করা হয়েছিল। সেটি খারিজ হলে রিভিউ আবেদন করা হয়। তাও খারিজ করে দেয় এনবিআর। আর ওই রিভিউ খারিজের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ২০২০ সালে রিট করলে রুল জারি করেন হাইকোর্ট। শুনানি শেষে সেই রুল আজ সোমবার খারিজ করে রায় দেন আদালত।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে