নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা পৃথক আরও একটি মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। তবে জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না তিনি। আমীর খসরুর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার দুই থানার চার মামলায় আমীর খসরুকে জামিন দেওয়া হয়। ওই দিন চার মামলার মূল নথি মহানগর দায়রা জজ আদালতে একই মামলার অন্য আসামির জামিন শুনানির জন্য থাকায় আমীর খসরুর জামিন শুনানি হয়নি। পরে গত রোববার চার মামলার জামিন শুনানির জন্য দিন ধার্য করা হয়। ওই দিন পল্টন থানার এক মামলায় ও রমনা থানার এক মামলায় তাঁকে জামিন দেওয়া হয়। বাকি দুটি মামলার জামিন শুনানির জন্য আজ দিন ধার্য করা হয়।
খসরুর পক্ষে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, মহসীন মিয়া, আব্দুল লতিফ তালুকদার, ইকবাল হোসেন, ওমর ফারুক ফারুকী ও জয়নুল আবেদীন মেজবাহ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) এসি মো. নুরুল মুত্তাকিন ও হাসান রাশেদ পরাগ জামিনের বিরোধিতা করেন।
এ সময় খসরুর পক্ষে আইনজীবীরা আদালতকে বলেন, ‘আসামি ৭৬ বছর বয়স্ক। তিনি বিভিন্ন রোগে ভুগছেন। তিনি সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য। তিনি মর্যাদাসম্পন্ন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। জামিনে মুক্তি দিলে তিনি পালাবেন না।’ পরে শুনানি শেষে আদালত পল্টন থানার এক মামলায় জামিন দেন। অন্যদিকে রমনা থানার এক মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেন।
জয়নুল আবেদীন বলেন, ‘গত বৃহস্পতিবার চারটি মামলায় জামিন দেওয়া হয়েছে। রোববার দুই মামলায় জামিন দেওয়া হয়েছে। আজ বুধবার পল্টন থানার আরেক মামলায় জামিন দেওয়া হয়। রমনা থানার অন্য একটি মামলায় তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়।’
গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতার যে মামলাগুলো হয়েছিল তার মধ্যে ১০টি মামলায় আমীর খসরুকে গ্রেপ্তার দেখানো হয়। এ পর্যন্ত ৯ মামলায় জামিন পেয়েছেন খসরু। রমনা থানার একটি মামলায় জামিন না হওয়ায় তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বলেও জানান জয়নুল আবেদীন।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়। পরে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। খসরুর আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরে বাকি আট মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে, পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তারের পর গত ৩ নভেম্বর খসরুকে আদালতে হাজির করা হয়। এ মামলায় তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ১০ নভেম্বর আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর পল্টন থানার নাশকতার আরেক মামলায় গত ১৮ ডিসেম্বর গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে, এই আট মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে জামিনের আবেদন করা হয়। কিন্তু মামলাগুলোতে রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার দেখানোর আবেদন না করায় জামিন আবেদন ফেরত দেওয়া হয়। পরে আমীর খসরুর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়। হাইকোর্ট তাঁর জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ দেন নিম্ন আদালতকে।

রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা পৃথক আরও একটি মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। তবে জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না তিনি। আমীর খসরুর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার দুই থানার চার মামলায় আমীর খসরুকে জামিন দেওয়া হয়। ওই দিন চার মামলার মূল নথি মহানগর দায়রা জজ আদালতে একই মামলার অন্য আসামির জামিন শুনানির জন্য থাকায় আমীর খসরুর জামিন শুনানি হয়নি। পরে গত রোববার চার মামলার জামিন শুনানির জন্য দিন ধার্য করা হয়। ওই দিন পল্টন থানার এক মামলায় ও রমনা থানার এক মামলায় তাঁকে জামিন দেওয়া হয়। বাকি দুটি মামলার জামিন শুনানির জন্য আজ দিন ধার্য করা হয়।
খসরুর পক্ষে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, মহসীন মিয়া, আব্দুল লতিফ তালুকদার, ইকবাল হোসেন, ওমর ফারুক ফারুকী ও জয়নুল আবেদীন মেজবাহ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) এসি মো. নুরুল মুত্তাকিন ও হাসান রাশেদ পরাগ জামিনের বিরোধিতা করেন।
এ সময় খসরুর পক্ষে আইনজীবীরা আদালতকে বলেন, ‘আসামি ৭৬ বছর বয়স্ক। তিনি বিভিন্ন রোগে ভুগছেন। তিনি সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য। তিনি মর্যাদাসম্পন্ন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। জামিনে মুক্তি দিলে তিনি পালাবেন না।’ পরে শুনানি শেষে আদালত পল্টন থানার এক মামলায় জামিন দেন। অন্যদিকে রমনা থানার এক মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেন।
জয়নুল আবেদীন বলেন, ‘গত বৃহস্পতিবার চারটি মামলায় জামিন দেওয়া হয়েছে। রোববার দুই মামলায় জামিন দেওয়া হয়েছে। আজ বুধবার পল্টন থানার আরেক মামলায় জামিন দেওয়া হয়। রমনা থানার অন্য একটি মামলায় তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়।’
গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতার যে মামলাগুলো হয়েছিল তার মধ্যে ১০টি মামলায় আমীর খসরুকে গ্রেপ্তার দেখানো হয়। এ পর্যন্ত ৯ মামলায় জামিন পেয়েছেন খসরু। রমনা থানার একটি মামলায় জামিন না হওয়ায় তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বলেও জানান জয়নুল আবেদীন।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়। পরে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। খসরুর আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরে বাকি আট মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে, পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তারের পর গত ৩ নভেম্বর খসরুকে আদালতে হাজির করা হয়। এ মামলায় তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ১০ নভেম্বর আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর পল্টন থানার নাশকতার আরেক মামলায় গত ১৮ ডিসেম্বর গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে, এই আট মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে জামিনের আবেদন করা হয়। কিন্তু মামলাগুলোতে রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার দেখানোর আবেদন না করায় জামিন আবেদন ফেরত দেওয়া হয়। পরে আমীর খসরুর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়। হাইকোর্ট তাঁর জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ দেন নিম্ন আদালতকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
১ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর পরিচয় শনাক্ত হয়েছে। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায়।
২ ঘণ্টা আগে