শ্যামপুর-কদমতলী, প্রতিনিধি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার সঙ্গে জড়িত ছিলেন। তিনি বঙ্গবন্ধু হত্যাকারীদের আশ্রয় ও প্রশ্রয় দিয়েছিলেন এবং তিনিই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও ষড়যন্ত্রকারী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ সোমবার দুপুরে ডিএসসিসির ৫৯ নম্বর ওয়ার্ডের মেরাজনগর সুপার মার্কেটে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। পরে ছিন্নমূল মানুষের মাঝে ভোজের আয়োজন করা হয়।
এ সময় মেয়র বলেন, বঙ্গবন্ধু হত্যার দায়ে বিচারকার্যে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। জিয়াউর রহমান বেঁচে থাকলে তাঁকেও ফাঁসির কাষ্ঠে ঝোলানো হতো।
মেয়র তাপস আরও বলেন, খুনিরা অপারেশন শেষ করে জিয়াউর রহমানের কাছে গেলে তিনি তাদের বলেন, এগিয়ে যান। এতে বোঝা যায় তিনিও খুনি। যারা ১৫ আগস্ট এ ঘটনা ঘটিয়েছে তাদের জিয়া পুরস্কৃত করেছেন। আর যারা এই ঘটনার বিরুদ্ধে কথা বলেছেন, তাঁদের নানাভাবে শাস্তি দেওয়া হয়েছে। ১৫ আগস্টের এই মর্মাহত ঘটনার পরও তিনি অনুতপ্ত হননি।
তাপস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনাকে থামিয়ে রাখতে পারবে না।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ ////মন্নাফী। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ কুমার ভৌমিকের উদ্যোগে ও সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার দিলীপ কুমার রায়।
এ সময় কদমতলী থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন ওয়ার্ড-ইউনিট আওয়ামী লীগের নেতারা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার সঙ্গে জড়িত ছিলেন। তিনি বঙ্গবন্ধু হত্যাকারীদের আশ্রয় ও প্রশ্রয় দিয়েছিলেন এবং তিনিই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও ষড়যন্ত্রকারী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ সোমবার দুপুরে ডিএসসিসির ৫৯ নম্বর ওয়ার্ডের মেরাজনগর সুপার মার্কেটে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। পরে ছিন্নমূল মানুষের মাঝে ভোজের আয়োজন করা হয়।
এ সময় মেয়র বলেন, বঙ্গবন্ধু হত্যার দায়ে বিচারকার্যে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। জিয়াউর রহমান বেঁচে থাকলে তাঁকেও ফাঁসির কাষ্ঠে ঝোলানো হতো।
মেয়র তাপস আরও বলেন, খুনিরা অপারেশন শেষ করে জিয়াউর রহমানের কাছে গেলে তিনি তাদের বলেন, এগিয়ে যান। এতে বোঝা যায় তিনিও খুনি। যারা ১৫ আগস্ট এ ঘটনা ঘটিয়েছে তাদের জিয়া পুরস্কৃত করেছেন। আর যারা এই ঘটনার বিরুদ্ধে কথা বলেছেন, তাঁদের নানাভাবে শাস্তি দেওয়া হয়েছে। ১৫ আগস্টের এই মর্মাহত ঘটনার পরও তিনি অনুতপ্ত হননি।
তাপস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনাকে থামিয়ে রাখতে পারবে না।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ ////মন্নাফী। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ কুমার ভৌমিকের উদ্যোগে ও সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার দিলীপ কুমার রায়।
এ সময় কদমতলী থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন ওয়ার্ড-ইউনিট আওয়ামী লীগের নেতারা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে