নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কারওয়ান বাজারে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আঞ্চলিক কার্যালয়ের সেবা কার্যক্রম। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিএনসিসি অঞ্চল-৫ কার্যালয়ের ভবনটিতে একাধিক জায়গায় ছাদের আস্তর খসে রড বেরিয়ে গেছে। সিঁড়িতে ও দেয়ালে দেখা দিয়েছে ফাটল। যেকোনো সময় ভবনটি ভেঙে পড়ার আশঙ্কা করছে।
ডিএনসিসির সূত্রে জানা গেছে, সম্প্রতি ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কক্ষের ছাদের একাংশ খসে পড়েছে। তবে এতে কেউ হতাহত হননি। কক্ষটি বর্তমানে তালাবন্ধ করে রাখা হয়েছে। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোতাকাব্বীর আহমেদ এখন অন্য একজন কর্মকর্তার রুম ভাগাভাগি করে অফিস করেন।
আজ সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কারওয়ান বাজারে রংচটা দুই তলা ভবনটির সিঁড়ি বেয়ে উঠতে চোখে পড়েছে দেয়াল ফাটলের চিহ্ন। ভবনের এমন পরিস্থিতিতেও আঞ্চলিক কার্যালয়ের সেবা কার্যক্রম থেমে নেই।
ওই কার্যালয়ে কথা হয় ফার্মগেটের ব্যবসায়ী আশিকুজ্জামানের সঙ্গে। তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স করতে এসেছেন। আশিকুজ্জামান জানান, ‘বেশ ঝুঁকিপূর্ণ ভবন। ট্রেড লাইসেন্সটা খুব প্রয়োজন, তাই এখানে আসতে হয়েছে।’
মেয়ের জন্ম নিবন্ধনের কাজে এসেছেন কলাবাগান এলাকার বাসিন্দা নার্গিস আক্তার। তিনি বলেন, ‘ভবনটি অনেক পুরোনো। তবে এটা ভেঙে পড়তে পারে এমন ধারণা তাঁর ছিল না।’
ঝুঁকির কথা জেনেও কারওয়ান বাজার আঞ্চলিক কার্যালয়ে প্রতিদিন অফিস করেন উপ-সহকারী প্রকৌশলী রোটন ভৌমিক। তিনি বলেন, ‘ভয় তো লাগেই। না এসে তো উপায় নেই।’
ডিএনসিসির অঞ্চল-৫ এর তথ্যমতে, আঞ্চলিক এই কার্যালয়টিতে ডিএনসিসির প্রায় ১৫০ কর্মী কাজ করে। এতে প্রতিদিন সেবা নিতে আসে ডিএনসিসির ৯টি ওয়ার্ডের (২৬-৩৪ ওয়ার্ড) এক হাজারের বেশি সেবাগ্রহীতা।
এ বিষয়ে জানতে চাইলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোতাকাব্বীর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত অনেক আগে থেকেই। সম্প্রতি ভবনের ছাদ থেকে আস্তরণ খসে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইতিমধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ভবনটি পরিদর্শন করেছেন।’
আঞ্চলিক কার্যালয় শিগগিরই স্থানান্তর করা হবে জানিয়ে মোতাকাব্বীর আহমেদ বলেন, ‘কারওয়ান বাজার থেকে আঞ্চলিক কার্যালয় দ্রুত স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। মোহাম্মদপুর শিয়া মসজিদের পাশে ডিএনসিসির কমিউনিটি সেন্টারে অফিস হবে আঞ্চলিক কার্যালয় সরিয়ে নেওয়া হবে। ওখানে এখন র্যাব অফিস রয়েছে, সেটা সরানো হবে। ৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে মিটিং হয়েছে। অফিস স্থানান্তর করতে আরও ১৫ দিন সময় লাগবে।’
২০১৩ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কারওয়ান বাজারের আঞ্চলিক কার্যালয়ের ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। এর সঙ্গে ঢাকা উত্তর সিটির মালিকানাধীন আরও ১১টি মার্কেট ভবনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এর মধ্যে কয়েকটি ভবন পুরোপুরি ভেঙে ফেলার, কয়েকটি রেট্রোফিটিংয়ের (নির্মিত ভবনের সক্ষমতা বাড়ানো) সুপারিশ দেয় বুয়েট। ঢাকা উত্তর সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের বাজার শাখার তালিকায়ও ওই মার্কেট ভবনকে পরিত্যক্ত দেখানো হয়েছে।

রাজধানীর কারওয়ান বাজারে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আঞ্চলিক কার্যালয়ের সেবা কার্যক্রম। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিএনসিসি অঞ্চল-৫ কার্যালয়ের ভবনটিতে একাধিক জায়গায় ছাদের আস্তর খসে রড বেরিয়ে গেছে। সিঁড়িতে ও দেয়ালে দেখা দিয়েছে ফাটল। যেকোনো সময় ভবনটি ভেঙে পড়ার আশঙ্কা করছে।
ডিএনসিসির সূত্রে জানা গেছে, সম্প্রতি ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কক্ষের ছাদের একাংশ খসে পড়েছে। তবে এতে কেউ হতাহত হননি। কক্ষটি বর্তমানে তালাবন্ধ করে রাখা হয়েছে। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোতাকাব্বীর আহমেদ এখন অন্য একজন কর্মকর্তার রুম ভাগাভাগি করে অফিস করেন।
আজ সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কারওয়ান বাজারে রংচটা দুই তলা ভবনটির সিঁড়ি বেয়ে উঠতে চোখে পড়েছে দেয়াল ফাটলের চিহ্ন। ভবনের এমন পরিস্থিতিতেও আঞ্চলিক কার্যালয়ের সেবা কার্যক্রম থেমে নেই।
ওই কার্যালয়ে কথা হয় ফার্মগেটের ব্যবসায়ী আশিকুজ্জামানের সঙ্গে। তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স করতে এসেছেন। আশিকুজ্জামান জানান, ‘বেশ ঝুঁকিপূর্ণ ভবন। ট্রেড লাইসেন্সটা খুব প্রয়োজন, তাই এখানে আসতে হয়েছে।’
মেয়ের জন্ম নিবন্ধনের কাজে এসেছেন কলাবাগান এলাকার বাসিন্দা নার্গিস আক্তার। তিনি বলেন, ‘ভবনটি অনেক পুরোনো। তবে এটা ভেঙে পড়তে পারে এমন ধারণা তাঁর ছিল না।’
ঝুঁকির কথা জেনেও কারওয়ান বাজার আঞ্চলিক কার্যালয়ে প্রতিদিন অফিস করেন উপ-সহকারী প্রকৌশলী রোটন ভৌমিক। তিনি বলেন, ‘ভয় তো লাগেই। না এসে তো উপায় নেই।’
ডিএনসিসির অঞ্চল-৫ এর তথ্যমতে, আঞ্চলিক এই কার্যালয়টিতে ডিএনসিসির প্রায় ১৫০ কর্মী কাজ করে। এতে প্রতিদিন সেবা নিতে আসে ডিএনসিসির ৯টি ওয়ার্ডের (২৬-৩৪ ওয়ার্ড) এক হাজারের বেশি সেবাগ্রহীতা।
এ বিষয়ে জানতে চাইলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোতাকাব্বীর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত অনেক আগে থেকেই। সম্প্রতি ভবনের ছাদ থেকে আস্তরণ খসে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইতিমধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ভবনটি পরিদর্শন করেছেন।’
আঞ্চলিক কার্যালয় শিগগিরই স্থানান্তর করা হবে জানিয়ে মোতাকাব্বীর আহমেদ বলেন, ‘কারওয়ান বাজার থেকে আঞ্চলিক কার্যালয় দ্রুত স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। মোহাম্মদপুর শিয়া মসজিদের পাশে ডিএনসিসির কমিউনিটি সেন্টারে অফিস হবে আঞ্চলিক কার্যালয় সরিয়ে নেওয়া হবে। ওখানে এখন র্যাব অফিস রয়েছে, সেটা সরানো হবে। ৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে মিটিং হয়েছে। অফিস স্থানান্তর করতে আরও ১৫ দিন সময় লাগবে।’
২০১৩ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কারওয়ান বাজারের আঞ্চলিক কার্যালয়ের ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। এর সঙ্গে ঢাকা উত্তর সিটির মালিকানাধীন আরও ১১টি মার্কেট ভবনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এর মধ্যে কয়েকটি ভবন পুরোপুরি ভেঙে ফেলার, কয়েকটি রেট্রোফিটিংয়ের (নির্মিত ভবনের সক্ষমতা বাড়ানো) সুপারিশ দেয় বুয়েট। ঢাকা উত্তর সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের বাজার শাখার তালিকায়ও ওই মার্কেট ভবনকে পরিত্যক্ত দেখানো হয়েছে।

অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১৩ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে