বিশেষ প্রতিনিধি, ঢাকা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বর্তমানে সব আন্তর্জাতিক ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। তবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলমান খারাপ আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে কিছু ফ্লাইটে সাময়িক বিলম্ব লক্ষ্য করা গেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো ফ্লাইটকে বিকল্প গন্তব্যে ডাইভার্ট করতে হয়নি। যা যাত্রী ও সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর জন্য একটি স্বস্তিকর দিক। তবে পরিস্থিতির অবনতি হলে সম্ভাব্য বিকল্প ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে।
এই পরিস্থিতিতে যেকোনো সম্ভাব্য চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ সার্বক্ষণিকভাবে এয়ারলাইনস, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করে যাচ্ছে।
ঢাকার বনানী ও গাজীপুরসহ আশপাশের অঞ্চল থেকে বিমানবন্দরের দিকে আসা যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সড়ক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
যেসব যাত্রী খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের ফ্লাইট মিস করেছেন বা করতে পারেন, তাদের পরবর্তী ফ্লাইটে দ্রুততম সময়ে স্থানান্তরের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনায় রেখে প্রযোজ্য ফি মওকুফের বিষয়েও সব এয়ারলাইনসকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।
এই প্রসঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, ‘আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে পরিস্থিতি মোকাবিলা করছি। ফ্লাইট অপারেশন স্বাভাবিক রাখতে এবং যাত্রীসেবার মান নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয়ে কাজ করছি। যাত্রীরা যেন ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার। আমি সব সম্মানিত যাত্রীদের ধৈর্য ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সহযোগিতা কামনা করছি।’
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও দিকনির্দেশনায় তারা দৃঢ়ভাবে যাত্রীসেবার মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বর্তমানে সব আন্তর্জাতিক ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। তবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলমান খারাপ আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে কিছু ফ্লাইটে সাময়িক বিলম্ব লক্ষ্য করা গেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো ফ্লাইটকে বিকল্প গন্তব্যে ডাইভার্ট করতে হয়নি। যা যাত্রী ও সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর জন্য একটি স্বস্তিকর দিক। তবে পরিস্থিতির অবনতি হলে সম্ভাব্য বিকল্প ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে।
এই পরিস্থিতিতে যেকোনো সম্ভাব্য চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ সার্বক্ষণিকভাবে এয়ারলাইনস, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করে যাচ্ছে।
ঢাকার বনানী ও গাজীপুরসহ আশপাশের অঞ্চল থেকে বিমানবন্দরের দিকে আসা যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সড়ক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
যেসব যাত্রী খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের ফ্লাইট মিস করেছেন বা করতে পারেন, তাদের পরবর্তী ফ্লাইটে দ্রুততম সময়ে স্থানান্তরের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনায় রেখে প্রযোজ্য ফি মওকুফের বিষয়েও সব এয়ারলাইনসকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।
এই প্রসঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, ‘আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে পরিস্থিতি মোকাবিলা করছি। ফ্লাইট অপারেশন স্বাভাবিক রাখতে এবং যাত্রীসেবার মান নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয়ে কাজ করছি। যাত্রীরা যেন ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার। আমি সব সম্মানিত যাত্রীদের ধৈর্য ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সহযোগিতা কামনা করছি।’
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও দিকনির্দেশনায় তারা দৃঢ়ভাবে যাত্রীসেবার মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
১ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
২ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
৩ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৩ ঘণ্টা আগে