জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মো. জহির উদ্দিন আরিফের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আগামীকাল সোমবার বেলা ১১টা পর্যন্ত এই আলটিমেটাম দেওয়া হয়েছে।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে বিভাগটির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এই আলটিমেটাম দেন। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাশেদ আহমেদ বলেন, ‘সরকার পতনের পর থেকেই সাধারণ শিক্ষার্থীরা মুখ খুলতে শুরু করে এবং এর ধারাবাহিকতায় তারা বিভাগ সংস্কারের ঘোষণা দেয়। এই সংস্কারে প্রথম এবং প্রধান দাবি ছিল বিভাগের চেয়ারম্যান মহোদয়ের পদত্যাগ। গত ১৫ আগস্ট বিভাগের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা মিলে রেজিস্ট্রার এবং ট্রেজারার বরাবর চিঠি দেওয়া হয় এবং চেয়ারম্যানের পদত্যাগ দাবি করা হয়। আজ ১৮ আগস্ট, বর্তমান শিক্ষার্থীরা চেয়ারম্যান মহোদয়কে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয়। যদি চেয়ারম্যান মহোদয় স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনে যাবে বলে ঘোষণা দিয়েছে। বিভাগের সার্বিক উন্নয়নে এবং শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমি মনে করি চেয়ারম্যান মহোদয়ের উচিত এই মুহূর্তে দাবি মেনে তাঁর পদ থেকে সরে যাওয়া। কারণ, যদি উনি পদ না ছাড়েন শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনে যাবে।’
পরবর্তীকালে বিক্ষোভরত শিক্ষার্থীদের কাছে আসেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে ইন্টারেকশনের (সম্পর্ক) বিষয়টা হলো শিক্ষক হিসেবে আমার সবচেয়ে বেশি গর্বের জায়গা। আমি জানি, মার্কেটিং বিভাগে আপনারা চেয়ারম্যানের কারণে ভোগান্তিতে আছেন। আপনাদের কিছু যৌক্তিক দাবিদাওয়া আমার কাছে এসেছে। চেয়ারম্যানকে বরখাস্ত করতে কিছু আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তবে বিভাগের শিক্ষক হিসেবে চেয়ারম্যানের পদত্যাগের বিষয়টি আমি নিশ্চিত করব।’
চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ‘স্পষ্ট বিবৃতি’ শিরোনামে একটি বিবৃতিও দিয়েছে বিভাগের শিক্ষার্থীরা। বিবৃতিতে বলা হয়, ‘আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সব শিক্ষার্থী, গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে এই বিবৃতি প্রকাশ করছি যে আমাদের চেয়ারম্যান চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীর বিপক্ষে অবস্থান করেন এবং আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে ভয়ভীতিমূলক আচরণ করেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ছাড়া চেয়ারম্যান জহির উদ্দিন আরিফের কারণে বিভাগের শিক্ষার মান হ্রাস পেয়েছে এবং শিক্ষার্থীদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। যার মাধ্যমে শিক্ষার্থীরা অবহেলার শিকার হয়ে আসছে। অতএব, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চেয়ারম্যানকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। অন্যথায়, আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মো. জহির উদ্দিন আরিফের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আগামীকাল সোমবার বেলা ১১টা পর্যন্ত এই আলটিমেটাম দেওয়া হয়েছে।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে বিভাগটির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এই আলটিমেটাম দেন। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাশেদ আহমেদ বলেন, ‘সরকার পতনের পর থেকেই সাধারণ শিক্ষার্থীরা মুখ খুলতে শুরু করে এবং এর ধারাবাহিকতায় তারা বিভাগ সংস্কারের ঘোষণা দেয়। এই সংস্কারে প্রথম এবং প্রধান দাবি ছিল বিভাগের চেয়ারম্যান মহোদয়ের পদত্যাগ। গত ১৫ আগস্ট বিভাগের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা মিলে রেজিস্ট্রার এবং ট্রেজারার বরাবর চিঠি দেওয়া হয় এবং চেয়ারম্যানের পদত্যাগ দাবি করা হয়। আজ ১৮ আগস্ট, বর্তমান শিক্ষার্থীরা চেয়ারম্যান মহোদয়কে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয়। যদি চেয়ারম্যান মহোদয় স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনে যাবে বলে ঘোষণা দিয়েছে। বিভাগের সার্বিক উন্নয়নে এবং শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমি মনে করি চেয়ারম্যান মহোদয়ের উচিত এই মুহূর্তে দাবি মেনে তাঁর পদ থেকে সরে যাওয়া। কারণ, যদি উনি পদ না ছাড়েন শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনে যাবে।’
পরবর্তীকালে বিক্ষোভরত শিক্ষার্থীদের কাছে আসেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে ইন্টারেকশনের (সম্পর্ক) বিষয়টা হলো শিক্ষক হিসেবে আমার সবচেয়ে বেশি গর্বের জায়গা। আমি জানি, মার্কেটিং বিভাগে আপনারা চেয়ারম্যানের কারণে ভোগান্তিতে আছেন। আপনাদের কিছু যৌক্তিক দাবিদাওয়া আমার কাছে এসেছে। চেয়ারম্যানকে বরখাস্ত করতে কিছু আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তবে বিভাগের শিক্ষক হিসেবে চেয়ারম্যানের পদত্যাগের বিষয়টি আমি নিশ্চিত করব।’
চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ‘স্পষ্ট বিবৃতি’ শিরোনামে একটি বিবৃতিও দিয়েছে বিভাগের শিক্ষার্থীরা। বিবৃতিতে বলা হয়, ‘আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সব শিক্ষার্থী, গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে এই বিবৃতি প্রকাশ করছি যে আমাদের চেয়ারম্যান চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীর বিপক্ষে অবস্থান করেন এবং আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে ভয়ভীতিমূলক আচরণ করেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ছাড়া চেয়ারম্যান জহির উদ্দিন আরিফের কারণে বিভাগের শিক্ষার মান হ্রাস পেয়েছে এবং শিক্ষার্থীদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। যার মাধ্যমে শিক্ষার্থীরা অবহেলার শিকার হয়ে আসছে। অতএব, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চেয়ারম্যানকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। অন্যথায়, আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে