ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থী জসিম খানের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে ১ নম্বর রামভদ্রপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভাটিতা গ্রামে ভোট চাইতে ভোটারের বাড়ি যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
এতে চেয়ারম্যান পদপ্রার্থীর স্ত্রী বুবলি আক্তারসহ তিনজন আহত হয়েছেন। পরে ঘটনার প্রতিকার চেয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে রাস্তায় বসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা। এরপর নির্বাহী কর্মকর্তা সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে অবস্থান দেন।
আহতদের কাছ থেকে জানা যায়, সোমবার সকালে প্রার্থীর সহধর্মিণী পাঁচজন নারী কর্মীসহ ৩ নম্বর ওয়ার্ডের ভাটিতা গ্রামে গেলে তাঁদের চশমা প্রতীকের চেয়ারম্যান বিপ্লব সিকদারের সমর্থকেরা বাধা দেন এবং মারধর করেন। এরপর তাঁদের সঙ্গে থাকা নারী কর্মীদের ব্যাগ খুলে চেক করেন। ব্যাগ খুলতে বাধা দিলে আরও ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান পদপ্রার্থীর স্ত্রীর ওপর হামলা করেন। এতে তিনি অচেতন হয়ে পড়ে যান। এরপর হামলাকারীরা পালিয়ে যান। স্থানীয়রা আহত নারীদের নিয়ে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর দেখে আহত বুবলি আক্তারকে ঢাকা মেডিকেলে রেফার করেন। এ বিষয়ে ভেদরগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে।
আহত রুনা বেগম বলেন, ‘আমরা ৩ নম্বর ওয়ার্ডে ভোট চাইতে গেলে আমাদের সামনে নাসির এসে বলে ৩ নম্বর ওয়ার্ডে কোনো ভোট চাইতে পারবেন না। আপনারা চলে যান। আমরা না শুনলে আমাদের ধাক্কা দিতে থাকেন। পরে ক্ষিপ্ত হয়ে মারধর করেন। আমাদের বুবলি আপা বুকে ব্যথা পেয়ে অচেতন হয়ে যান। পরে ওরা পালিয়ে যায়। আমরা এই হামলার বিচার চাই।’
চেয়ারম্যান পদপ্রার্থী জসিম খান বলেন, ‘আমাদের ওপর এর আগেও হামলা হয়েছিল। আজ আমার সহধর্মিণীসহ পাঁচ-ছয়জন মহিলা কর্মী ভোট চাইতে যাওয়ার সময় চশমা প্রতীকের সমর্থক নাসির সরদার, বখতিয়ারসহ অনেকে বাধা দেয় এবং হামলা চালায়। আমার স্ত্রী আহত হয়ে শুয়ে আছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। প্রশাসনের কাছে আমি চাই একটি সুষ্ঠু নির্বাচন।’
এ বিষয়ে চশমা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বিপ্লব শিকদার বলেন, ‘বিষটা আমার জানা নেই। তবে দুই ভাই একসঙ্গে থাকলে ধস্তাধস্তি হয়ে থাকে। তবে আমার সমর্থক কি না, তা আমি এখনো জানি না।’
এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনাটি ঘটে রামভদ্রপুরের ভাটিতা গ্রামে। পরে হাসপাতালে গিয়ে আমরা পরিদর্শন করি। প্রার্থীর স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক, তাই জরুরিভাবে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করলে আমরা যথাযথ ব্যবস্থা নেব।’
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ধাপে ইউপি নির্বাচন।

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থী জসিম খানের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে ১ নম্বর রামভদ্রপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভাটিতা গ্রামে ভোট চাইতে ভোটারের বাড়ি যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
এতে চেয়ারম্যান পদপ্রার্থীর স্ত্রী বুবলি আক্তারসহ তিনজন আহত হয়েছেন। পরে ঘটনার প্রতিকার চেয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে রাস্তায় বসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা। এরপর নির্বাহী কর্মকর্তা সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে অবস্থান দেন।
আহতদের কাছ থেকে জানা যায়, সোমবার সকালে প্রার্থীর সহধর্মিণী পাঁচজন নারী কর্মীসহ ৩ নম্বর ওয়ার্ডের ভাটিতা গ্রামে গেলে তাঁদের চশমা প্রতীকের চেয়ারম্যান বিপ্লব সিকদারের সমর্থকেরা বাধা দেন এবং মারধর করেন। এরপর তাঁদের সঙ্গে থাকা নারী কর্মীদের ব্যাগ খুলে চেক করেন। ব্যাগ খুলতে বাধা দিলে আরও ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান পদপ্রার্থীর স্ত্রীর ওপর হামলা করেন। এতে তিনি অচেতন হয়ে পড়ে যান। এরপর হামলাকারীরা পালিয়ে যান। স্থানীয়রা আহত নারীদের নিয়ে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর দেখে আহত বুবলি আক্তারকে ঢাকা মেডিকেলে রেফার করেন। এ বিষয়ে ভেদরগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে।
আহত রুনা বেগম বলেন, ‘আমরা ৩ নম্বর ওয়ার্ডে ভোট চাইতে গেলে আমাদের সামনে নাসির এসে বলে ৩ নম্বর ওয়ার্ডে কোনো ভোট চাইতে পারবেন না। আপনারা চলে যান। আমরা না শুনলে আমাদের ধাক্কা দিতে থাকেন। পরে ক্ষিপ্ত হয়ে মারধর করেন। আমাদের বুবলি আপা বুকে ব্যথা পেয়ে অচেতন হয়ে যান। পরে ওরা পালিয়ে যায়। আমরা এই হামলার বিচার চাই।’
চেয়ারম্যান পদপ্রার্থী জসিম খান বলেন, ‘আমাদের ওপর এর আগেও হামলা হয়েছিল। আজ আমার সহধর্মিণীসহ পাঁচ-ছয়জন মহিলা কর্মী ভোট চাইতে যাওয়ার সময় চশমা প্রতীকের সমর্থক নাসির সরদার, বখতিয়ারসহ অনেকে বাধা দেয় এবং হামলা চালায়। আমার স্ত্রী আহত হয়ে শুয়ে আছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। প্রশাসনের কাছে আমি চাই একটি সুষ্ঠু নির্বাচন।’
এ বিষয়ে চশমা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বিপ্লব শিকদার বলেন, ‘বিষটা আমার জানা নেই। তবে দুই ভাই একসঙ্গে থাকলে ধস্তাধস্তি হয়ে থাকে। তবে আমার সমর্থক কি না, তা আমি এখনো জানি না।’
এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনাটি ঘটে রামভদ্রপুরের ভাটিতা গ্রামে। পরে হাসপাতালে গিয়ে আমরা পরিদর্শন করি। প্রার্থীর স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক, তাই জরুরিভাবে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করলে আমরা যথাযথ ব্যবস্থা নেব।’
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ধাপে ইউপি নির্বাচন।

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১৩ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে