নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন কথাসাহিত্যিক ও শব্দঘর সম্পাদক মোহিত কামাল। এ সময় আগস্ট মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ অন্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মোহিত কামাল বলেন, ‘আমরা মোবাইল দেখব কিন্তু সেটা সব সময় দেখব না, বই পড়ব, খেলাধুলা করব, উল্লাস করব, তাহলে আমাদের মন বিকশিত হবে।’
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভিডিওর মাধ্যমে অংশ নেন বিশিষ্ট অর্থনীতিবিদ সেলিম জাহান। তিনি বলেন, ‘বই হচ্ছে মানুষের আজীবনের বন্ধু, যা কখনো প্রতারণা করে না। বই মানুষকে পৃথিবীর বিভিন্ন দেশ, মানুষ ও সংস্কৃতি সম্পর্কে জানতে সাহায্য করে। বই মানুষকে স্বপ্ন দেখতে, অনুপ্রেরণা জোগাতে এবং এগিয়ে যেতে সাহায্য করে।’
আরও বক্তব্য দেন অনুবাদক ও শিক্ষক এলহাম হোসেন। তিনি বলেন, ‘আমরা শুধু জ্ঞান অর্জনের জন্য বই পড়ব না, অনুধাবনচর্চা করার জন্য বই পড়ব, তাহলে আমাদের জীবন সার্থক হবে।’
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ বুক অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক আবু সাঈদ, আলোকচিত্রী সাহাদাত পারভেজ, হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম আমান উর রশিদসহ অনেকে।
বুক অলিম্পিয়াডে মোট ২০০ জন শিক্ষার্থী অংশ নেয়, যাদের মধ্য থেকে ২২ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের বই এবং সনদ দেওয়া হয়। শিক্ষার্থীরা গান, আবৃত্তি ও নাচ পরিবেশন শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষার্থীদের জন্য ছিল বই প্রদর্শনীও।
এই আয়োজনে সহযোগিতা করে স্বপ্ন ’৭১ প্রকাশন, বইচারিতা, কাঠবিড়ালি ও শব্দঘর।

‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন কথাসাহিত্যিক ও শব্দঘর সম্পাদক মোহিত কামাল। এ সময় আগস্ট মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ অন্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মোহিত কামাল বলেন, ‘আমরা মোবাইল দেখব কিন্তু সেটা সব সময় দেখব না, বই পড়ব, খেলাধুলা করব, উল্লাস করব, তাহলে আমাদের মন বিকশিত হবে।’
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভিডিওর মাধ্যমে অংশ নেন বিশিষ্ট অর্থনীতিবিদ সেলিম জাহান। তিনি বলেন, ‘বই হচ্ছে মানুষের আজীবনের বন্ধু, যা কখনো প্রতারণা করে না। বই মানুষকে পৃথিবীর বিভিন্ন দেশ, মানুষ ও সংস্কৃতি সম্পর্কে জানতে সাহায্য করে। বই মানুষকে স্বপ্ন দেখতে, অনুপ্রেরণা জোগাতে এবং এগিয়ে যেতে সাহায্য করে।’
আরও বক্তব্য দেন অনুবাদক ও শিক্ষক এলহাম হোসেন। তিনি বলেন, ‘আমরা শুধু জ্ঞান অর্জনের জন্য বই পড়ব না, অনুধাবনচর্চা করার জন্য বই পড়ব, তাহলে আমাদের জীবন সার্থক হবে।’
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ বুক অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক আবু সাঈদ, আলোকচিত্রী সাহাদাত পারভেজ, হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম আমান উর রশিদসহ অনেকে।
বুক অলিম্পিয়াডে মোট ২০০ জন শিক্ষার্থী অংশ নেয়, যাদের মধ্য থেকে ২২ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের বই এবং সনদ দেওয়া হয়। শিক্ষার্থীরা গান, আবৃত্তি ও নাচ পরিবেশন শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষার্থীদের জন্য ছিল বই প্রদর্শনীও।
এই আয়োজনে সহযোগিতা করে স্বপ্ন ’৭১ প্রকাশন, বইচারিতা, কাঠবিড়ালি ও শব্দঘর।

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
৩১ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে