Ajker Patrika

সিআরবি রক্ষায় অভিনব উপায়ে প্রতিবাদ

নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি 
সিআরবি রক্ষায় অভিনব উপায়ে প্রতিবাদ

সারা শরীরে ওষুধের প্যাকেট, মাথায় সুচ-সিরিঞ্জ, হাতে অক্সিজেন সিলিন্ডার, মুখে অক্সিজেন মাস্ক। তার সংযোগ সিলিন্ডারে নয়, হাতে ধরে রাখা সবুজ গাছের গোড়ায়। নিজের শরীরকে এভাবেই ওষুধে মুড়িয়ে প্রাণ-প্রকৃতি রক্ষার দাবিতে অভিনব পারফর্মিং আর্টের মাধ্যমে প্রতিবাদ করেন সমগীতের কেন্দ্রীয় সভাপতি শিল্পী অমল আকাশ। 

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের সিআরবি রক্ষার দাবিতে চাষাঢ়ায় কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত সমাবেশে এভাবেই প্রতিবাদ জানান শিল্পীরা। 

প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটভুক্ত বিভিন্ন সংগঠন গান, কবিতা ও নাটক পরিবেশন করে। এসব পরিবেশনায় সুন্দরবন, সিআরবিসহ প্রাকৃতিক পরিবেশ রক্ষার দাবি তোলা হয়। আবৃতি আলেখ্য পরিবেশন করে উন্নয়নের নামে প্রাণ-প্রকৃতি ধ্বংসের প্রতিবাদ জানায় শ্রুতি সাংস্কৃতিক একাডেমির খুদে তিন সদস্য মেঘ মালা, মহুয়া মাটি ও মেধা। 

এতে পারফর্মিং আর্ট পরিবেশন করেন শিল্পী অমল আকাশ। মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিশুদ্ধ পানি, বায়ু ছাড়া মানুষ বাঁচতে পারে না। বাতাসে বিষাক্ত কার্বন, সিসা আর পানিতে ডাইংয়ের কেমিক্যাল। সবার আগে পরিবেশ বাঁচানো প্রয়োজন। পরিবেশ বাঁচালে হাসপাতাল লাগবে না, ওষুধ লাগবে না। ওষুধ খেতে খেতে শরীর হয়েছে ওষুধের কারখানা। সুন্দরবন রক্ষা করো, সিআরবি রক্ষা করো। প্রাকৃতিক হাসপাতাল ধ্বংস করে কৃত্রিম হাসপাতাল চাই না, বিদ্যুৎ কেন্দ্র চাই না।’ 

সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, ‘সিআরবিতে শতবর্ষী অনেক গাছ রয়েছে। বিভিন্ন আন্দোলনের সাক্ষী এই সিআরবি। এটি চট্টগ্রামের ফুসফুস। যেই চট্টগ্রাম সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল সেইখানে উন্নয়নের নামে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। সিটি করপোরেশন, রেলওয়েসহ সবাই এই আয়োজনে যুক্ত ছিল। উন্নয়নের নামে অবকাঠামো নির্মাণের নামে প্রাকৃতিক জায়গা দখল চলছে। প্রাকৃতিক সম্পদের বিরুদ্ধে আগ্রাসনের এই মহাযজ্ঞের বিরুদ্ধে আমরা দাঁড়াব। তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পারব।’

নারায়নগন্য সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন কবি শাহেদ কায়েস, সংস্কৃতি কর্মী ধীমান সাহা জুয়েল, জিয়াউল ইসলাম, তরিকুল সুজন, কবি কাজল কানন প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত