সাভার (ঢাকা) প্রতিনিধি

বান্ধবী নিয়ে সাভারের এনায়েতপুরে ঘুরতে গিয়ে অপহরণের শিকার হলেন এক যুবক। স্থানীয় বখাটেরা তাদের আটক করে নির্জন স্থানে নিয়ে যায়। একপর্যায়ে মেয়েকে ছেড়ে দিয়ে ওই যুবককে আটক করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনাটি ঘটে গতকাল শনিবার আশুলিয়ার এনায়েতপুর প্রফেসরের টেক এলাকায়।
খবর পেয়ে র্যাব-৪ এর সিপিসি-২ ক্যাম্পের সদস্যরা বিকেলে অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার করে। এ সময় সাতজনকে আটক করে আশুলিয়া থানায় হস্তান্তর করেছে র্যাব।
ভুক্তভোগী যুবকের নাম সাকিব (২২)। তিনি পোশাক কারখানায় চাকরি করলেও বর্তমানে বেকার। গ্রামের বাড়ি পাবনা। বর্তমানে আশুলিয়ার এনায়েতপুর চালাবাড়ী এলাকায় ভাড়া থাকেন।
আজ রোববার গ্রেপ্তার সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে ভুক্তভোগী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন।
গ্রেপ্তাররা হলেন লোকমান হোসেন (২১), রোহান হোসেন (২০), শাকিল ইসলাম (২০), নাজমুল হোসেন (২০), আল আমিন (২০), রাহাত খান (২০), জিন্নাত (২০)।
সাকিব বলেন, ‘বান্ধবীকে নিয়ে এনায়েতপুরের প্রফেসরের টেক এলাকায় ঘুরতে বের হন সাকিব। সেখানে থাকা বখাটে যুবকেরা তাদের পথরোধ করে। পরে তাদের পাশের নির্জন স্থানে নিয়ে যায়। বান্ধবীকে ছেড়ে দিলেও তার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।’
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই শরীফ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার আসামিরা কেউ দাবি করছেন চাকরিজীবী, কেউ দাবি করেছেন শিক্ষার্থী। কিন্তু কেউ তাদের পেশার কোন প্রমাণপত্র দেখাতে পারেনি। তাই তাদের পেশা নিয়ে নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না।’
তিনি বলেন, বাদীর দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।’

বান্ধবী নিয়ে সাভারের এনায়েতপুরে ঘুরতে গিয়ে অপহরণের শিকার হলেন এক যুবক। স্থানীয় বখাটেরা তাদের আটক করে নির্জন স্থানে নিয়ে যায়। একপর্যায়ে মেয়েকে ছেড়ে দিয়ে ওই যুবককে আটক করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনাটি ঘটে গতকাল শনিবার আশুলিয়ার এনায়েতপুর প্রফেসরের টেক এলাকায়।
খবর পেয়ে র্যাব-৪ এর সিপিসি-২ ক্যাম্পের সদস্যরা বিকেলে অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার করে। এ সময় সাতজনকে আটক করে আশুলিয়া থানায় হস্তান্তর করেছে র্যাব।
ভুক্তভোগী যুবকের নাম সাকিব (২২)। তিনি পোশাক কারখানায় চাকরি করলেও বর্তমানে বেকার। গ্রামের বাড়ি পাবনা। বর্তমানে আশুলিয়ার এনায়েতপুর চালাবাড়ী এলাকায় ভাড়া থাকেন।
আজ রোববার গ্রেপ্তার সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে ভুক্তভোগী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন।
গ্রেপ্তাররা হলেন লোকমান হোসেন (২১), রোহান হোসেন (২০), শাকিল ইসলাম (২০), নাজমুল হোসেন (২০), আল আমিন (২০), রাহাত খান (২০), জিন্নাত (২০)।
সাকিব বলেন, ‘বান্ধবীকে নিয়ে এনায়েতপুরের প্রফেসরের টেক এলাকায় ঘুরতে বের হন সাকিব। সেখানে থাকা বখাটে যুবকেরা তাদের পথরোধ করে। পরে তাদের পাশের নির্জন স্থানে নিয়ে যায়। বান্ধবীকে ছেড়ে দিলেও তার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।’
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই শরীফ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার আসামিরা কেউ দাবি করছেন চাকরিজীবী, কেউ দাবি করেছেন শিক্ষার্থী। কিন্তু কেউ তাদের পেশার কোন প্রমাণপত্র দেখাতে পারেনি। তাই তাদের পেশা নিয়ে নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না।’
তিনি বলেন, বাদীর দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৫ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৬ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৬ ঘণ্টা আগে