ফরিদপুর প্রতিনিধি

মহাসড়ক ধরে দ্রুতগতিতে চলছিল দূরপাল্লার বাসটি। আরোহীদের মধ্যে কেউ হয়তো মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন, কেউবা চোখ বন্ধ করে ঝিমুনি দিচ্ছিলেন। এর মধ্যে আস্ত একটি বিদ্যুতের খুঁটি বাসটির সামনে দিয়ে ঢুকে পেছন দিক দিয়ে বের হয়ে আটকে যায়। চোখের পলকে ক্ষতবিক্ষত হয়ে কাতরানো শুরু করেন যাত্রীরা।
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুবের গঙ্গাবর্দী নামক স্থানে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ঘটে ভয়ানক এ দুর্ঘটনা। এতে একজন নিহত ও কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৩৮)। তিনি মুন্সিগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ এলাকার রাজ্জাকের ছেলে। আহত হয়েছেন মো. আশরাফ (৭০), মো. সাজু আহম্মেদ (২২) ও তপন (৪৫) নামের তিন ব্যক্তি।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও বাসটির আরোহীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়কের পাশে ফেলে রাখা বিদ্যুতের খুঁটি ওঠানো হচ্ছিল ক্রেন দিয়ে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা তালুকদার পরিবহনের বাসটি দ্রুতগতিতে চলছিল। কিছু বুঝে ওঠার আগেই খুঁটির সরু দিকটা ঢুকে যায় বাসের সামনের দিক দিয়ে। পুরো বাস এফোঁড়-ওফোঁড় করে পেছনের দিক দিয়ে বের হয় খুঁটি। এ সময় বিপরীত দিক থেকে আসা মেহেরপুর থেকে ঢাকাগামী জে আর পরিবহনের একটি বাস তালুকদার পরিবহনের বাসটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদের কিনারায় পড়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে বাসযাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শংকর কুমার জানান, খুঁটির আঘাতে তালুকদার পরিবহনের বাসটির অন্তত ১০-১২ জন যাত্রী আহত হন। অন্য বাসটিরও পাঁচ যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

মহাসড়ক ধরে দ্রুতগতিতে চলছিল দূরপাল্লার বাসটি। আরোহীদের মধ্যে কেউ হয়তো মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন, কেউবা চোখ বন্ধ করে ঝিমুনি দিচ্ছিলেন। এর মধ্যে আস্ত একটি বিদ্যুতের খুঁটি বাসটির সামনে দিয়ে ঢুকে পেছন দিক দিয়ে বের হয়ে আটকে যায়। চোখের পলকে ক্ষতবিক্ষত হয়ে কাতরানো শুরু করেন যাত্রীরা।
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুবের গঙ্গাবর্দী নামক স্থানে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ঘটে ভয়ানক এ দুর্ঘটনা। এতে একজন নিহত ও কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৩৮)। তিনি মুন্সিগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ এলাকার রাজ্জাকের ছেলে। আহত হয়েছেন মো. আশরাফ (৭০), মো. সাজু আহম্মেদ (২২) ও তপন (৪৫) নামের তিন ব্যক্তি।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও বাসটির আরোহীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়কের পাশে ফেলে রাখা বিদ্যুতের খুঁটি ওঠানো হচ্ছিল ক্রেন দিয়ে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা তালুকদার পরিবহনের বাসটি দ্রুতগতিতে চলছিল। কিছু বুঝে ওঠার আগেই খুঁটির সরু দিকটা ঢুকে যায় বাসের সামনের দিক দিয়ে। পুরো বাস এফোঁড়-ওফোঁড় করে পেছনের দিক দিয়ে বের হয় খুঁটি। এ সময় বিপরীত দিক থেকে আসা মেহেরপুর থেকে ঢাকাগামী জে আর পরিবহনের একটি বাস তালুকদার পরিবহনের বাসটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদের কিনারায় পড়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে বাসযাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শংকর কুমার জানান, খুঁটির আঘাতে তালুকদার পরিবহনের বাসটির অন্তত ১০-১২ জন যাত্রী আহত হন। অন্য বাসটিরও পাঁচ যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে