Ajker Patrika

মসজিদের ইমামকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
মসজিদের ইমামকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারন্দিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. ওসমান গণিকে (৫৮) উপহার বক্সে কাফনের কাপড় আর হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। এ ঘটনায় কালিহাতী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। 

মাওলানা মো. ওসমান গণি টাঙ্গাইলের মধুপুর উপজেলার মেহাবী গ্রামের আব্দুল কাদেরের ছেলে। 

সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, গত শনিবার সকালে অজ্ঞাত নামা এক ব্যক্তি নারান্দিয়া মাদ্রাসার ছাত্র সালমানের (৬) কাছে একটি উপহার বক্স দিয়ে চলে যান। বক্সটি খুলে ভেতরে কাফনের কাপড় আর হত্যার হুমকি দেওয়া একটি চিঠি পান মাওলানা মো. ওসমান গণি। চিঠিতে মসজিদ ও মাদ্রাসার অর্থ লোপাটের অভিযোগ করে তাঁকে আসন্ন রমজানের আগেই মসজিদ ও মাদ্রাসার দায়িত্ব ছেড়ে চলে যেতে বলা হয়েছে। অন্যথায় তাঁকে হত্যার হুমকি বা অপমান জনক বিদায়ের কথা বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঘটনার বিষয়ে আজকের পত্রিকাকে জানান মাওলানা মো. ওসমান গণি। 

মসজিদ বা মাদ্রাসার অর্থ লোপাটের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, গত ১৯ মার্চ সকালে অজ্ঞাত নামা এক ব্যক্তি আমার নারান্দিয়া মাদ্রাসার সালমান (৬) নামের এক ছাত্রের কাছে আমার জন্য একটি উপহার বক্স রেখে যান। বক্সটি খুলে আমি দেখতে পাই ভেতরে কাফনের কাপড় আর হত্যার হুমকি দিয়ে লেখা একটি চিঠি। এ বিষয়ে ২১ মার্চ আমি কালিহাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। এরপর থেকে আমি চরম নিরাপত্তাহীন ভুগছি। 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১২০ বছরে ৩৬ দেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র, পরিণতি ভয়াবহ

সঞ্চয়পত্রের মুনাফার হার কমছে না, প্রজ্ঞাপনের অপেক্ষা

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক

ব্যবসায়ী নেতাদের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিল বিএনপি

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিকেলে নেওয়ার সিদ্ধান্তে দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত