মুন্সিগঞ্জ প্রতিনিধি

আগামী ১৩ মার্চ মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে দুই প্রার্থীর ছেলেরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলি আহমেদ শেখ ও তাঁর ছেলে সাগর আহমেদ শেখ। অন্যদিকে একই ইউনিয়নের হাজী মঞ্জুর আলী শেখ ও তাঁর ছেলে শেখ ফরিদ হাসান নাহিদ চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।
আজ রোববার টংগিবাড়ী উপজেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা যায়। আগামী ১৩ মার্চ ওই ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে মোট ১০জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী হাজী মঞ্জুর আলী শেখ বলেন, ‘এর আগেও আমি চেয়ারম্যান প্রার্থী হয়ে ছিলাম। জনগণ আমাকে ভোট দিয়েছিল, তবে আমি পাস করিনি। এবার জনগণের ভোটে আমি পাস করব। এ ছাড়া আমার ছেলে শেখ ফরিদ হাসান নাহিদও চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছে।’
আরেক চেয়ারম্যান প্রার্থী আলি আহমেদ শেখ বলেন, ‘আমার ব্যাংক লোন ছিল আমি পরিশোধ করে দিয়েছি। লোনের কারণে ছেলেকে প্রার্থী করেছিলাম। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আমার ছেলের মনোনয়ন প্রত্যাহার করে নিবে।’
ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী এইচ এম সুমন হাওলাদার। এ ছাড়া চেয়ারম্যান প্রার্থী হয়েছেন—সাবেক চেয়ারম্যান মিলেনুর রহমান হাওলাদার, শেখ মো. সেলিম, মিজানুর রহমান মোল্লা, ইসলামী আন্দোলনের মোস্তফা বেপারী ও আলী জাফর। এদিকে সাধারণ সদস্য পদে ৩৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ১০ জন প্রার্থী হয়েছেন।

আগামী ১৩ মার্চ মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে দুই প্রার্থীর ছেলেরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলি আহমেদ শেখ ও তাঁর ছেলে সাগর আহমেদ শেখ। অন্যদিকে একই ইউনিয়নের হাজী মঞ্জুর আলী শেখ ও তাঁর ছেলে শেখ ফরিদ হাসান নাহিদ চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।
আজ রোববার টংগিবাড়ী উপজেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা যায়। আগামী ১৩ মার্চ ওই ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে মোট ১০জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী হাজী মঞ্জুর আলী শেখ বলেন, ‘এর আগেও আমি চেয়ারম্যান প্রার্থী হয়ে ছিলাম। জনগণ আমাকে ভোট দিয়েছিল, তবে আমি পাস করিনি। এবার জনগণের ভোটে আমি পাস করব। এ ছাড়া আমার ছেলে শেখ ফরিদ হাসান নাহিদও চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছে।’
আরেক চেয়ারম্যান প্রার্থী আলি আহমেদ শেখ বলেন, ‘আমার ব্যাংক লোন ছিল আমি পরিশোধ করে দিয়েছি। লোনের কারণে ছেলেকে প্রার্থী করেছিলাম। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আমার ছেলের মনোনয়ন প্রত্যাহার করে নিবে।’
ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী এইচ এম সুমন হাওলাদার। এ ছাড়া চেয়ারম্যান প্রার্থী হয়েছেন—সাবেক চেয়ারম্যান মিলেনুর রহমান হাওলাদার, শেখ মো. সেলিম, মিজানুর রহমান মোল্লা, ইসলামী আন্দোলনের মোস্তফা বেপারী ও আলী জাফর। এদিকে সাধারণ সদস্য পদে ৩৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ১০ জন প্রার্থী হয়েছেন।

শূন্য ভিটার ওপর দাঁড়িয়ে আছে বসতঘরের অবকাঠামো। নেই বেড়া, ছাউনি। বৃষ্টির পানিতে ভিটার মাটি ধুয়ে সমতলে মিশে গেছে অনেক আগে। এসব ঘরে এখন আর মানুষ বসবাস করে না। এমন দৃশ্য নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরের গুচ্ছগ্রামের ঘরগুলোর।
৫ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জলাতঙ্ক ইউনিটের দরজায় তালা ঝুলিয়ে সাঁটানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজেকশন-র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘ইনজেকশন-আরআইজি’ সরকারি সরবরাহ বন্ধ রয়েছে।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক খুনোখুনি থামছেই না। গত ১৬ মাসে উপজেলায় খুন হয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ৮ জন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং একজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী।
৬ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
৭ ঘণ্টা আগে