Ajker Patrika

ইউপি নির্বাচনে চেয়ারম্যানে পদে দাঁড়িয়েছেন ২ প্রার্থীর ছেলেরাও

মুন্সিগঞ্জ প্রতিনিধি
ইউপি নির্বাচনে চেয়ারম্যানে পদে দাঁড়িয়েছেন ২ প্রার্থীর ছেলেরাও

আগামী ১৩ মার্চ মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে দুই প্রার্থীর ছেলেরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলি আহমেদ শেখ ও তাঁর ছেলে সাগর আহমেদ শেখ। অন্যদিকে একই ইউনিয়নের হাজী মঞ্জুর আলী শেখ ও তাঁর ছেলে শেখ ফরিদ হাসান নাহিদ চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।

আজ রোববার টংগিবাড়ী উপজেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা যায়। আগামী ১৩ মার্চ ওই ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে  মোট ১০জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী হাজী মঞ্জুর আলী শেখ বলেন, ‘এর আগেও আমি চেয়ারম্যান প্রার্থী হয়ে ছিলাম। জনগণ আমাকে ভোট দিয়েছিল, তবে আমি পাস করিনি। এবার জনগণের ভোটে আমি পাস করব। এ ছাড়া আমার ছেলে শেখ ফরিদ হাসান নাহিদও চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছে।’

আরেক চেয়ারম্যান প্রার্থী আলি আহমেদ শেখ বলেন, ‘আমার ব্যাংক লোন ছিল আমি পরিশোধ করে দিয়েছি। লোনের কারণে ছেলেকে প্রার্থী করেছিলাম। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আমার ছেলের মনোনয়ন প্রত্যাহার করে নিবে।’

ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী এইচ এম সুমন হাওলাদার। এ ছাড়া চেয়ারম্যান প্রার্থী হয়েছেন—সাবেক চেয়ারম্যান মিলেনুর রহমান হাওলাদার, শেখ মো. সেলিম, মিজানুর রহমান মোল্লা, ইসলামী আন্দোলনের মোস্তফা বেপারী ও আলী জাফর। এদিকে সাধারণ সদস্য পদে ৩৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ১০ জন প্রার্থী হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত