Ajker Patrika

সংখ্যালঘুরা ভালো থাকলেই দেশ ভালো থাকে: অধ্যাপক রোবায়েত ফেরদৌস

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৯: ০৪
সংখ্যালঘুরা ভালো থাকলেই দেশ ভালো থাকে: অধ্যাপক রোবায়েত ফেরদৌস

একটি দেশের সংখ্যালঘুরা যদি ভালো থাকে, তাহলে সেই দেশ ভালো থাকে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

আজ শুক্রবার প্রেসক্লাবে হরিজন সম্প্রদায়ের আবাসন ও আউটসোর্সিং বাতিলের দাবিতে ‘হরিজন ঐক্য পরিষদ’ আয়োজিত সংবাদ সম্মেলনে অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রোবায়েত ফেরদৌস বলেন, ‘সংখ্যালঘুরা যদি ভালো না থাকে, তবে দেশ ভালো থাকে না। দেশের হরিজনসহ আদিবাসীদের ওপর নানা কৌশলে নির্যাতন-নিপীড়ন হচ্ছে। তাদের মৌলিক অধিকার ও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এ থেকে বোঝা যায় দেশ কোন পর্যায়ে আছে।’

এ সময় হরিজন সম্প্রদায়ের প্রতি তাদের শিশুদের শিক্ষিত করে তোলার আহ্বান জানান রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, ‘বাংলাদেশে সহজে কোনো কিছু পাওয়া যায় না। তাই আপনাদের নিত্য নতুন কর্মসূচি দিতে হবে, যাতে নীতিনির্ধারকেরা আপনাদের অধিকার, চাওয়া-পাওয়াকে গুরুত্ব দেয়।’

ঢাকা দক্ষিণ সিটির অ্যাস্কে ডেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ধীরেস চন্দ্র দাস বলেন, ‘চাকরি হারানোর ভয়ে অনেক পরিচ্ছন্নতাকর্মীকে ছয়য় থেকে সাত কিলোমিটার পর্যন্ত পরিষ্কার করতে হয়। এটা অমানবিক।’ তিনি বলেন, ‘ঢাকা উত্তর সিটির চেয়ে দক্ষিণ সিটিতে বৈষম্য বেশি। এই বৈষম্য দূর করতে হবে। ঠুনকো অজুহাতে অনেক পরিচ্ছন্নতাকর্মীর চাকরি চলে যাচ্ছে, এসব বন্ধ করতে হবে।’ তবে পরিচ্ছন্নতাকর্মী নামে সুন্দর একটি নাম দেওয়া ও বাসস্থানের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।

সংগঠনের সভাপতি কৃষ্ণলাল বলেন, ঝাড়ুদার, ক্লিনার, সুইপার পদে ৮০ শতাংশ কোটা বাস্তবায়ন, উৎসব ভাতা ও বৈশাখী ভাতা চালু করতে হবে। এসব দাবি মেনে না নিলে তাঁরা যদি রাস্তায় নামেন, তাহলে সরকারেরই বদনাম হবে বলেও উল্লেখ করেন। তিনি বলেন, ১৫ লাখের বেশি হরিজন বসবাস করে। তাদের সঠিকভাবে আদমশুমারিতে অন্তর্ভুক্ত পর্যন্ত করা হচ্ছে না। হরিজনদের থাকার জন্য যে জায়গা দেওয়া হয়েছে, তার এখনো কোনো দলিল দেওয়া হয়নি। তাই সরকারকে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের অনেক কিছু দিয়েছেন, বাসস্থানের ব্যবস্থা করেছেন। কিন্তু সরকারের ও সিটি করপোরেশনের কিছু কর্মকর্তার বৈষম্যমূলক আচরণের কারণে তাঁরা তা সঠিকভাবে পাচ্ছেন না। এর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব নির্মল চন্দ্র দাসসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত