নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুর বেনারসি পল্লিতে গতকাল মঙ্গলবার একটি দোকানের তালা ভেঙে শাড়ি ও লেহেঙ্গাসহ টাকা পয়সা চুরি করে চারজনের চোর চক্র। চারজনের এই চোর চক্রের মূলহোতা আজিজুল হক ফকির (৪৭)। তিনি আবারা মাদারীপুর সদর উপজেলার শিরখাঁড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। তার নেতৃত্বে চক্রটি সাদা প্রাইভেটকারে ঘুরে ঘুরে দোকান ও বাসাবাড়িতে চুরি করে আসছিল।
গত সোমবার মধ্যরাতে গাড়ি নিয়ে চুরি করে পালানোর সময় মিরপুর বিভাগের কাফরুল থানার একটি টহল টিমের হাতে গ্রেপ্তার হন আজিজুল হক ফকির। গাড়িসহ মূলহোতা আজিজুল গ্রেপ্তার হলেও পালিয়ে যায় তাঁর সহকারীরা। এ সময় চুরির কাজে ব্যবহৃত সাদা গাড়ি, তালা, গ্রিল কাটার যন্ত্র ও নকল নম্বর প্লেট জব্দ করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চুরি করা নগদ ২ হাজার ৮৪৮ টাকা ও ১২টি শাড়ি পাওয়া যায়।
আজ বুধবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য জানান।
এ কে এম হাফিজ আক্তার বলেন, দীর্ঘদিন ধরে আজিজুল হক ফকিরের নেতৃত্বে চারজনের একটি দল রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে চুরি করত। আর এই চুরিতে আজিজুল হক ফকিরের নিজের একটি সাদা রঙের গাড়ি ব্যবহৃত হতো। তবে গাড়িটি নিয়ে চুরি করতে বের হওয়ার সময়ে আসল নম্বর প্লেট পরিবর্তন করে নকল আরেকটি নম্বর প্লেট লাগানো হতো। এই গাড়ি নিয়ে বিভিন্নস্থান রেকি করে চুরি করত তারা। এই চক্রের সদস্য চারজন। মূলহোতা গ্রেপ্তার হলেও পালিয়ে গেছে তার সহযোগীরা।
কাফরুল থানার প্রাথমিক জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া অন্য চোরদের নাম ও পরিচয় বিস্তারিত জানা গেছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গ্রেপ্তার আজিজুল হক তার সহযোগীদের নিয়ে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গ্রিল কেটে ৫০০টি চুরির ঘটনা ঘটিয়েছেন। গতকাল মঙ্গলবারও সেনপাড়া ও পল্লবীর বেনারসি পল্লির শাড়ির দোকানে চুরি করেছেন। গ্রেপ্তার আজিজুলের বিরুদ্ধে বনানী থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া মাদারীপুরে একটি চুরির মামলার আসামি তিনি।
এক প্রশ্নের জবাবে হাফিজ আক্তার বলেন, জনপ্রতিনিধি হয়েও আজিজুল চোর চক্রের প্রধান হিসেবে কাজ করছিল। এমনকি তার মূল পেশাই চুরি করা। তার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হবে। গ্রেপ্তার আজিজুলের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

রাজধানীর মিরপুর বেনারসি পল্লিতে গতকাল মঙ্গলবার একটি দোকানের তালা ভেঙে শাড়ি ও লেহেঙ্গাসহ টাকা পয়সা চুরি করে চারজনের চোর চক্র। চারজনের এই চোর চক্রের মূলহোতা আজিজুল হক ফকির (৪৭)। তিনি আবারা মাদারীপুর সদর উপজেলার শিরখাঁড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। তার নেতৃত্বে চক্রটি সাদা প্রাইভেটকারে ঘুরে ঘুরে দোকান ও বাসাবাড়িতে চুরি করে আসছিল।
গত সোমবার মধ্যরাতে গাড়ি নিয়ে চুরি করে পালানোর সময় মিরপুর বিভাগের কাফরুল থানার একটি টহল টিমের হাতে গ্রেপ্তার হন আজিজুল হক ফকির। গাড়িসহ মূলহোতা আজিজুল গ্রেপ্তার হলেও পালিয়ে যায় তাঁর সহকারীরা। এ সময় চুরির কাজে ব্যবহৃত সাদা গাড়ি, তালা, গ্রিল কাটার যন্ত্র ও নকল নম্বর প্লেট জব্দ করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চুরি করা নগদ ২ হাজার ৮৪৮ টাকা ও ১২টি শাড়ি পাওয়া যায়।
আজ বুধবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য জানান।
এ কে এম হাফিজ আক্তার বলেন, দীর্ঘদিন ধরে আজিজুল হক ফকিরের নেতৃত্বে চারজনের একটি দল রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে চুরি করত। আর এই চুরিতে আজিজুল হক ফকিরের নিজের একটি সাদা রঙের গাড়ি ব্যবহৃত হতো। তবে গাড়িটি নিয়ে চুরি করতে বের হওয়ার সময়ে আসল নম্বর প্লেট পরিবর্তন করে নকল আরেকটি নম্বর প্লেট লাগানো হতো। এই গাড়ি নিয়ে বিভিন্নস্থান রেকি করে চুরি করত তারা। এই চক্রের সদস্য চারজন। মূলহোতা গ্রেপ্তার হলেও পালিয়ে গেছে তার সহযোগীরা।
কাফরুল থানার প্রাথমিক জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া অন্য চোরদের নাম ও পরিচয় বিস্তারিত জানা গেছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গ্রেপ্তার আজিজুল হক তার সহযোগীদের নিয়ে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গ্রিল কেটে ৫০০টি চুরির ঘটনা ঘটিয়েছেন। গতকাল মঙ্গলবারও সেনপাড়া ও পল্লবীর বেনারসি পল্লির শাড়ির দোকানে চুরি করেছেন। গ্রেপ্তার আজিজুলের বিরুদ্ধে বনানী থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া মাদারীপুরে একটি চুরির মামলার আসামি তিনি।
এক প্রশ্নের জবাবে হাফিজ আক্তার বলেন, জনপ্রতিনিধি হয়েও আজিজুল চোর চক্রের প্রধান হিসেবে কাজ করছিল। এমনকি তার মূল পেশাই চুরি করা। তার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হবে। গ্রেপ্তার আজিজুলের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
২ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৩ ঘণ্টা আগে