নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৩৪ মাস ধরে বেতন বন্ধ থাকায় লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকেরা। আজ রোববার আগারগাঁওয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন তাঁরা।
আন্দোলনকারী শিক্ষকেরা জানান, প্রকল্প শেষে চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ২২ মে সদয় অনুমতি প্রদান করেন এবং সরকারের থোক বরাদ্দ থেকে ২০১৯-২০২০ অর্থবছরে বেতন-ভাতাও দেওয়া হয়। যা ২০২০ সালের জুন মাস পর্যন্ত চলমান ছিল। কিন্তু অজ্ঞাত কারণে তা বর্তমানে বন্ধ রয়েছে। আমাদের ফাইলটি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। তাঁরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয়ের মাধ্যমে সমস্যাটি দ্রুত সমাধান করে বেতন-ভাতা না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং দীর্ঘদিনের অবর্ণনীয় দুর্ভোগের অবসানের জন্য বকেয়া বেতন-ভাতা প্রদান ও চাকরি দ্রুত রাজস্ব খাতে আত্তীকরণের দাবি জানান।
জানা গেছে, ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের ৭৭৭ জন শিক্ষক ২০২০ সালের জুলাই থেকে বেতন-ভাতা পাচ্ছেন না। সে কারণে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেছেন। অবস্থান কর্মসূচির প্রথম দিনে অন্তত তিন শতাধিক শিক্ষক অংশ নেন।
মুক্তিযোদ্ধার সন্তান, কারিগরি শাখার সভাপতি মো. সুমন হায়দার বলেন, ‘অনেকে বেতন না হওয়ায় বাবা-মায়ের চিকিৎসা করাতে পারছে না, সন্তানকে স্কুলে পাঠাতে পারছে না। গত ৩৪ মাস পর্যন্ত আমাদের বেতন বন্ধ রাখা হয়েছে। তাই আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। যত দিন পর্যন্ত দাবি আদায় না হয়, তত দিন আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’

৩৪ মাস ধরে বেতন বন্ধ থাকায় লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকেরা। আজ রোববার আগারগাঁওয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন তাঁরা।
আন্দোলনকারী শিক্ষকেরা জানান, প্রকল্প শেষে চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ২২ মে সদয় অনুমতি প্রদান করেন এবং সরকারের থোক বরাদ্দ থেকে ২০১৯-২০২০ অর্থবছরে বেতন-ভাতাও দেওয়া হয়। যা ২০২০ সালের জুন মাস পর্যন্ত চলমান ছিল। কিন্তু অজ্ঞাত কারণে তা বর্তমানে বন্ধ রয়েছে। আমাদের ফাইলটি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। তাঁরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয়ের মাধ্যমে সমস্যাটি দ্রুত সমাধান করে বেতন-ভাতা না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং দীর্ঘদিনের অবর্ণনীয় দুর্ভোগের অবসানের জন্য বকেয়া বেতন-ভাতা প্রদান ও চাকরি দ্রুত রাজস্ব খাতে আত্তীকরণের দাবি জানান।
জানা গেছে, ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের ৭৭৭ জন শিক্ষক ২০২০ সালের জুলাই থেকে বেতন-ভাতা পাচ্ছেন না। সে কারণে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেছেন। অবস্থান কর্মসূচির প্রথম দিনে অন্তত তিন শতাধিক শিক্ষক অংশ নেন।
মুক্তিযোদ্ধার সন্তান, কারিগরি শাখার সভাপতি মো. সুমন হায়দার বলেন, ‘অনেকে বেতন না হওয়ায় বাবা-মায়ের চিকিৎসা করাতে পারছে না, সন্তানকে স্কুলে পাঠাতে পারছে না। গত ৩৪ মাস পর্যন্ত আমাদের বেতন বন্ধ রাখা হয়েছে। তাই আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। যত দিন পর্যন্ত দাবি আদায় না হয়, তত দিন আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’

কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
৫ মিনিট আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১১ মিনিট আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১৯ মিনিট আগে
মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
২৪ মিনিট আগে