নিজস্ব প্রতিবেদক ও সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় চার বছর আগে বন্ধ হয়ে যাওয়া কারখানার শ্রমিকেরা তাঁদের দীর্ঘদিনের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ করছেন। আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (ডিইপিজেড) এলাকায় শ্রমিকেরা নবীনগর-চন্দ্রা সড়কে বিক্ষোভ করছেন।
অবরোধের কারণে নবীনগর-চন্দ্রা হয়ে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের যান চলাচল বন্ধ রয়েছে। অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকেরা বলেন, চার বছর আগে লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলস কারখানা বন্ধ হয়ে যায়। এরপর বেপজা কর্তৃপক্ষ সেই কারখানা দুটির একটি বিক্রি করে দেয়, কিন্তু তারা শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করেনি।
শ্রমিকেরা আরও বলেন, চার বছর ধরে বেপজা কর্তৃপক্ষ নানা অজুহাতে তাঁদের ঘোরাচ্ছে। বারবার বকেয়া পাওনা পরিশোধের আশ্বাস দিয়েও তারা দেয়নি। গত ৯ সেপ্টেম্বর বেপজার পক্ষ থেকে ৩০ নভেম্বরের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হয়। কিন্তু গতকাল সোমবার আবার জানানো হয়, ৩০ নভেম্বরের পর পাওনা পরিশোধ করা হবে। এ কারণে তাঁরা আন্দোলনের পথ বেছে নিয়েছেন।
মো. আজাদ নামের এক শ্রমিক বলেন, ‘বারবার আশ্বাস দেওয়ার পরও বেতন-ভাতাসহ অন্যান্য পাওনা পরিশোধ না করায় আমরা হতাশ। বাধ্য হয়ে আমরা আজ সড়ক অবরোধ করেছি। ৩০ নভেম্বরের মধ্যে সমুদয় পাওনা পরিশোধের আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না।’

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, শ্রমিকেরা ডিইপিজেডের সামনে মহাসড়ক অবরোধ করায় যানজটের সৃষ্টি হয়েছে। ওই সড়ক ব্যবহারকারীরা যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহার করছেন।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা আজ মঙ্গলবার সড়ক অবরোধ করেছেন। আগেও তাঁরা একই দাবিতে সড়ক অবরোধ করলে আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছিলাম। আজও বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে বেপজার জনসংযোগ কর্মকর্তা আনোয়ার পারভেজ আজকের পত্রিকাকে বলেন, করোনাকালীন বন্ধ হয়ে যাওয়া লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলসের শ্রমিকদের পাওনাদি পরিশোধের জন্য কাজ করছে বেপজা কর্তৃপক্ষ। অপর কারখানাটি নিলামের মাধ্যমে বিক্রি করার প্রক্রিয়া চলছে। বিক্রি প্রক্রিয়া শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হবে।

ঢাকার আশুলিয়ায় চার বছর আগে বন্ধ হয়ে যাওয়া কারখানার শ্রমিকেরা তাঁদের দীর্ঘদিনের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ করছেন। আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (ডিইপিজেড) এলাকায় শ্রমিকেরা নবীনগর-চন্দ্রা সড়কে বিক্ষোভ করছেন।
অবরোধের কারণে নবীনগর-চন্দ্রা হয়ে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের যান চলাচল বন্ধ রয়েছে। অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকেরা বলেন, চার বছর আগে লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলস কারখানা বন্ধ হয়ে যায়। এরপর বেপজা কর্তৃপক্ষ সেই কারখানা দুটির একটি বিক্রি করে দেয়, কিন্তু তারা শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করেনি।
শ্রমিকেরা আরও বলেন, চার বছর ধরে বেপজা কর্তৃপক্ষ নানা অজুহাতে তাঁদের ঘোরাচ্ছে। বারবার বকেয়া পাওনা পরিশোধের আশ্বাস দিয়েও তারা দেয়নি। গত ৯ সেপ্টেম্বর বেপজার পক্ষ থেকে ৩০ নভেম্বরের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হয়। কিন্তু গতকাল সোমবার আবার জানানো হয়, ৩০ নভেম্বরের পর পাওনা পরিশোধ করা হবে। এ কারণে তাঁরা আন্দোলনের পথ বেছে নিয়েছেন।
মো. আজাদ নামের এক শ্রমিক বলেন, ‘বারবার আশ্বাস দেওয়ার পরও বেতন-ভাতাসহ অন্যান্য পাওনা পরিশোধ না করায় আমরা হতাশ। বাধ্য হয়ে আমরা আজ সড়ক অবরোধ করেছি। ৩০ নভেম্বরের মধ্যে সমুদয় পাওনা পরিশোধের আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না।’

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, শ্রমিকেরা ডিইপিজেডের সামনে মহাসড়ক অবরোধ করায় যানজটের সৃষ্টি হয়েছে। ওই সড়ক ব্যবহারকারীরা যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহার করছেন।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা আজ মঙ্গলবার সড়ক অবরোধ করেছেন। আগেও তাঁরা একই দাবিতে সড়ক অবরোধ করলে আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছিলাম। আজও বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে বেপজার জনসংযোগ কর্মকর্তা আনোয়ার পারভেজ আজকের পত্রিকাকে বলেন, করোনাকালীন বন্ধ হয়ে যাওয়া লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলসের শ্রমিকদের পাওনাদি পরিশোধের জন্য কাজ করছে বেপজা কর্তৃপক্ষ। অপর কারখানাটি নিলামের মাধ্যমে বিক্রি করার প্রক্রিয়া চলছে। বিক্রি প্রক্রিয়া শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হবে।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে