নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিত্যপণ্যের বাজারে অবৈধ সিন্ডিকেট ভাঙা ও পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় ভোক্তা অধিকার সংগঠন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। রাজধানীতে আজ শনিবার সকালে এক র্যালি শেষে এই কর্মসূচি পালন করা হয়।
ক্যাব জানায়, দেশের নিত্যপণ্যের বাজারে চলছে চরম অস্থিরতা। এ নিয়ন্ত্রণহীনতার জন্য বরাবরই অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করে আসছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতে অবৈধ সিন্ডিকেট ভেঙে জনস্বস্তি ফেরানোর আহ্বান জানিয়ে মানববন্ধন ও র্যালি করেছে ক্যাব। এ সময় ভোক্তার অধিকার রক্ষায় পৃথক মন্ত্রণালয় গঠনের ও আহ্বান জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টর কেন্দ্রীয় পার্কের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিভিন্ন সড়ক ঘুরে পার্কে সামনে এসে র্যালিটি শেষ হয়। এতে সভাপতিত্ব করেন ক্যাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হুমায়ূন কবির ভূঁইয়া।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শরিফুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুমতাজুল করিম।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ক্যাব উত্তরা শাখা কমিটির সভাপতি শাহিনা রহমান (পপি), সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, উত্তরা শাখা কমিটির উপদেষ্টা খলিলুর রহমান, প্রভাতি কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল কাদের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সমাজকর্মী মুনিশা খাতুন, মো. শাহজাহান মুন্সি, শওকত আলী খানসহ উত্তরার সচেতন নাগরিক এবং ক্যাবের সদস্যরা।
হুমায়ূন কবির ভূঁইয়া বলেন, ‘আজকের মানববন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে সারা দেশের মানুষের ভোক্তা অধিকার রক্ষা করা। আপনারা জানেন যে, আমাদের দেশে প্রচুর আইন আছে কিন্তু তার প্রয়োগ নেই। যারা অসাধু সিন্ডিকেট করে বাজার ব্যবস্থাকে অস্থির করে তুলেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সারা দেশের ভোক্তাদের পক্ষ থেকে ক্যাব জোর দাবি জানাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সিন্ডিকেটকারীদের আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারের হাত অনেক লম্বা, সরকার সবই জানে। সরকার ইচ্ছা করলে সিন্ডিকেট ভেঙে দিতে পারে। তাই ক্যাবের পক্ষ থেকে এই সিন্ডিকেট ভেঙে ক্রেতার জীবন সচ্ছল করতে এবং ভোক্তা অধিকার রক্ষা করার জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের জোর দাবি জানাচ্ছি।’

নিত্যপণ্যের বাজারে অবৈধ সিন্ডিকেট ভাঙা ও পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় ভোক্তা অধিকার সংগঠন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। রাজধানীতে আজ শনিবার সকালে এক র্যালি শেষে এই কর্মসূচি পালন করা হয়।
ক্যাব জানায়, দেশের নিত্যপণ্যের বাজারে চলছে চরম অস্থিরতা। এ নিয়ন্ত্রণহীনতার জন্য বরাবরই অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করে আসছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতে অবৈধ সিন্ডিকেট ভেঙে জনস্বস্তি ফেরানোর আহ্বান জানিয়ে মানববন্ধন ও র্যালি করেছে ক্যাব। এ সময় ভোক্তার অধিকার রক্ষায় পৃথক মন্ত্রণালয় গঠনের ও আহ্বান জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টর কেন্দ্রীয় পার্কের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিভিন্ন সড়ক ঘুরে পার্কে সামনে এসে র্যালিটি শেষ হয়। এতে সভাপতিত্ব করেন ক্যাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হুমায়ূন কবির ভূঁইয়া।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শরিফুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুমতাজুল করিম।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ক্যাব উত্তরা শাখা কমিটির সভাপতি শাহিনা রহমান (পপি), সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, উত্তরা শাখা কমিটির উপদেষ্টা খলিলুর রহমান, প্রভাতি কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল কাদের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সমাজকর্মী মুনিশা খাতুন, মো. শাহজাহান মুন্সি, শওকত আলী খানসহ উত্তরার সচেতন নাগরিক এবং ক্যাবের সদস্যরা।
হুমায়ূন কবির ভূঁইয়া বলেন, ‘আজকের মানববন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে সারা দেশের মানুষের ভোক্তা অধিকার রক্ষা করা। আপনারা জানেন যে, আমাদের দেশে প্রচুর আইন আছে কিন্তু তার প্রয়োগ নেই। যারা অসাধু সিন্ডিকেট করে বাজার ব্যবস্থাকে অস্থির করে তুলেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সারা দেশের ভোক্তাদের পক্ষ থেকে ক্যাব জোর দাবি জানাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সিন্ডিকেটকারীদের আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারের হাত অনেক লম্বা, সরকার সবই জানে। সরকার ইচ্ছা করলে সিন্ডিকেট ভেঙে দিতে পারে। তাই ক্যাবের পক্ষ থেকে এই সিন্ডিকেট ভেঙে ক্রেতার জীবন সচ্ছল করতে এবং ভোক্তা অধিকার রক্ষা করার জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের জোর দাবি জানাচ্ছি।’

ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
৮ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
১১ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে, পিটিয়ে দুই পা থেঁতলে দেওয়া হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের।
২৮ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে