নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুক্তিযুদ্ধের সময় আমরা সবাই একসঙ্গে দেশের জন্য রক্ত ঝরিয়েছি। এখানে কোনো হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ও মুসলিম পার্থক্য নেই। আমরা সবাই একসঙ্গে চলব, একসঙ্গে থাকব বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার ‘অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ’ স্লোগানে এবারের দ্বিবার্ষিক সম্মেলন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ দেশ সবার, সব ধর্মের মানুষের। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই জায়গায় চলে এসেছি। যত দিন এ দেশে সূর্য উঠবে, তত দিন সম্প্রীতি থাকবে।’
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার জন্য সম্মেলনে আসতে পারেনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অসুস্থতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাদের ভাই শারীরিকভাবে খুবই অসুস্থ। এ জন্য তিনি সম্মেলনে আসতে পারেননি। আমরা সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করি।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, খাদ্যমন্ত্রী শ্রী সাধন চন্দ্র মজুমদার, ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দরাইস্বামী, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী শ্রী স্বপন ভট্টাচার্য ও সংসদ সদস্য শ্রী অসীম কুমার উকিল।
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী কুমার দোরাইস্বামী বলেছেন, ধর্মনিরপেক্ষতা, সব ধর্মের মানুষের সমান অধিকার বাংলাদেশ ও ভারতকে পৃথিবীর সব দেশ থেকে অনন্য করে তুলেছে। এ ছাড়া সব ধর্মের মানুষ বাংলাদেশের লাল-সবুজ পতাকার তলে ঐক্যবদ্ধ।
পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত। এবারের সম্মেলনে সারা দেশ থেকে হিন্দু মহাজোটের নেতাকর্মীরা দ্বিবার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
লালবাগ জোনের ডিসি জসীম উদ্দীন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে ঢাকেশ্বরী মন্দিরের আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া আশপাশের এলাকায় বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মুক্তিযুদ্ধের সময় আমরা সবাই একসঙ্গে দেশের জন্য রক্ত ঝরিয়েছি। এখানে কোনো হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ও মুসলিম পার্থক্য নেই। আমরা সবাই একসঙ্গে চলব, একসঙ্গে থাকব বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার ‘অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ’ স্লোগানে এবারের দ্বিবার্ষিক সম্মেলন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ দেশ সবার, সব ধর্মের মানুষের। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই জায়গায় চলে এসেছি। যত দিন এ দেশে সূর্য উঠবে, তত দিন সম্প্রীতি থাকবে।’
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার জন্য সম্মেলনে আসতে পারেনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অসুস্থতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাদের ভাই শারীরিকভাবে খুবই অসুস্থ। এ জন্য তিনি সম্মেলনে আসতে পারেননি। আমরা সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করি।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, খাদ্যমন্ত্রী শ্রী সাধন চন্দ্র মজুমদার, ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দরাইস্বামী, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী শ্রী স্বপন ভট্টাচার্য ও সংসদ সদস্য শ্রী অসীম কুমার উকিল।
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী কুমার দোরাইস্বামী বলেছেন, ধর্মনিরপেক্ষতা, সব ধর্মের মানুষের সমান অধিকার বাংলাদেশ ও ভারতকে পৃথিবীর সব দেশ থেকে অনন্য করে তুলেছে। এ ছাড়া সব ধর্মের মানুষ বাংলাদেশের লাল-সবুজ পতাকার তলে ঐক্যবদ্ধ।
পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত। এবারের সম্মেলনে সারা দেশ থেকে হিন্দু মহাজোটের নেতাকর্মীরা দ্বিবার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
লালবাগ জোনের ডিসি জসীম উদ্দীন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে ঢাকেশ্বরী মন্দিরের আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া আশপাশের এলাকায় বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
১৩ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৩৩ মিনিট আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৪৩ মিনিট আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
১ ঘণ্টা আগে