নুরুল আমিন হাসান, উত্তরা

আমাগো পেট আছে, খাওয়া লাগবো। উপোস তো থাকতে পারব না। মা ও ছোট দুই বোন নিয়া থাকতে হয়। নিজে না খেয়ে থাকলেও তো তাঁদেরকে না খাইয়ে রাখা যাবে না। তাই গাড়ি নিয়া বের হইছি। ঈদুল আজহার পর সরকার ঘোষিত সর্বাত্মক কঠোরতম লকডাউনের নিষেধাজ্ঞার প্রথম দিন গতকাল শুক্রবার দিবাগত রাতে আজকের পত্রিকাকে এভাবেই বলছিলেন মরকুনের অটোরিকশা চালক দীন ইসলাম।
তিনি বলেন, যাত্রী নিয়ে আসছি। যাত্রীদের ব্রিজের গোড়ায় নামাইয়া দিছি। পরে স্যারেরা (পুলিশ) আমাকে আটক করছে।
সরেজমিনে রাজধানীর অন্যতম প্রবেশপথ আবদুল্লাহপুরে দেখা যায়, লকডাউন অমান্য করে অটো রিকশা ও ইজিবাইক নিয়ে মহাসড়কে বের অভিযোগে উত্তরার আবদুল্লাহপুরে বেশ কয়েকটি ইজিবাইক ও অটোরিকশা আটক করে পুলিশ। পরবর্তীতে তাদের সাজা স্বরূপ কয়েক ঘণ্টা আটক রেখে ছেড়ে দেওয়া হয়।
এ সময় টঙ্গীর এরশাদ নগরের ইজিবাইক চালক কুরবান আলী আজকের পত্রিকাকে বলেন, আধা ঘণ্টা আগে পুলিশের হাতে ধরা খাইছি। আমি তো জানি না, অটোরিকশা নিষেধ। তাই গাড়ি নিয়ে বের হইছি।
গাজীপুরের গাজীপুরা সাতাইশ এলাকার মিশুক চালক ইকবাল ইসলামের গাড়িও আটক করে পুলিশ। এ সময় তিনি পুলিশকে আকুতি মিনতি করে পুলিশকে বলেন, স্যার আমার ভুল হইয়া গেছে। স্যার এবারের মত মাফ করে দেন। আর জীবনেও আসব না।
উত্তরার কামড়পাড়ার ইজিবাইক চালক কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, আপনারা তো সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছেন। আপনারা কী করে বুঝবেন আমাদের দুঃখ কষ্ট। গাড়ির চাকা ঘুরিয়েই আমাদের সংসার চলে। গাড়ির চাকা ঘুরলে বউ বাচ্চা নিয়ে খেতে পাই। আর না ঘুরলে তাদের নিয়ে না খেয়েই থাকতে হয়।
এদিকে আবদুল্লাহপুরে কর্তব্যরত উত্তরা পূর্ব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দুলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, সরকার ঘোষিত লকডাউনের মধ্যে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যেসব ইঞ্জিল চালিত রিকশা বের হয়েছে, সেগুলো কয়েক ঘণ্টা আটক রেখে ছেড়ে দেওয়া হচ্ছে। যেন তারা দ্বিতীয়বার বের না হয়।

আমাগো পেট আছে, খাওয়া লাগবো। উপোস তো থাকতে পারব না। মা ও ছোট দুই বোন নিয়া থাকতে হয়। নিজে না খেয়ে থাকলেও তো তাঁদেরকে না খাইয়ে রাখা যাবে না। তাই গাড়ি নিয়া বের হইছি। ঈদুল আজহার পর সরকার ঘোষিত সর্বাত্মক কঠোরতম লকডাউনের নিষেধাজ্ঞার প্রথম দিন গতকাল শুক্রবার দিবাগত রাতে আজকের পত্রিকাকে এভাবেই বলছিলেন মরকুনের অটোরিকশা চালক দীন ইসলাম।
তিনি বলেন, যাত্রী নিয়ে আসছি। যাত্রীদের ব্রিজের গোড়ায় নামাইয়া দিছি। পরে স্যারেরা (পুলিশ) আমাকে আটক করছে।
সরেজমিনে রাজধানীর অন্যতম প্রবেশপথ আবদুল্লাহপুরে দেখা যায়, লকডাউন অমান্য করে অটো রিকশা ও ইজিবাইক নিয়ে মহাসড়কে বের অভিযোগে উত্তরার আবদুল্লাহপুরে বেশ কয়েকটি ইজিবাইক ও অটোরিকশা আটক করে পুলিশ। পরবর্তীতে তাদের সাজা স্বরূপ কয়েক ঘণ্টা আটক রেখে ছেড়ে দেওয়া হয়।
এ সময় টঙ্গীর এরশাদ নগরের ইজিবাইক চালক কুরবান আলী আজকের পত্রিকাকে বলেন, আধা ঘণ্টা আগে পুলিশের হাতে ধরা খাইছি। আমি তো জানি না, অটোরিকশা নিষেধ। তাই গাড়ি নিয়ে বের হইছি।
গাজীপুরের গাজীপুরা সাতাইশ এলাকার মিশুক চালক ইকবাল ইসলামের গাড়িও আটক করে পুলিশ। এ সময় তিনি পুলিশকে আকুতি মিনতি করে পুলিশকে বলেন, স্যার আমার ভুল হইয়া গেছে। স্যার এবারের মত মাফ করে দেন। আর জীবনেও আসব না।
উত্তরার কামড়পাড়ার ইজিবাইক চালক কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, আপনারা তো সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছেন। আপনারা কী করে বুঝবেন আমাদের দুঃখ কষ্ট। গাড়ির চাকা ঘুরিয়েই আমাদের সংসার চলে। গাড়ির চাকা ঘুরলে বউ বাচ্চা নিয়ে খেতে পাই। আর না ঘুরলে তাদের নিয়ে না খেয়েই থাকতে হয়।
এদিকে আবদুল্লাহপুরে কর্তব্যরত উত্তরা পূর্ব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দুলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, সরকার ঘোষিত লকডাউনের মধ্যে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যেসব ইঞ্জিল চালিত রিকশা বের হয়েছে, সেগুলো কয়েক ঘণ্টা আটক রেখে ছেড়ে দেওয়া হচ্ছে। যেন তারা দ্বিতীয়বার বের না হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে