Ajker Patrika

৮ মাস আগে মৃত বাবার লাশ তুলে দুই দফা দাফন ছেলের

মাদারীপুর প্রতিনিধি
কবরস্থান থেকে মৃত বাবার লাশ তুলে দুই দফা দাফন ছেলের। ছবি: আজকের পত্রিকা
কবরস্থান থেকে মৃত বাবার লাশ তুলে দুই দফা দাফন ছেলের। ছবি: আজকের পত্রিকা

মৃত্যুর আট মাস পর কবরস্থান থেকে নিজের বাবার লাশ তুলে ঘরের বারান্দায়, পরে বাড়ির পাশে কবর দিয়েছেন ছেলে রুবেল শেখ। তাঁর দাবি, তিনি স্বপ্নে দেখেছেন বাবা জীবিত, তাই এই কাজ করেছেন। আজ শনিবার জানাজানি হলে এলাকাবাসী ওই বাড়িতে ভিড় জমায়।

ঘটনাটি ঘটে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরদ্দিরচর গ্রামে।

গতকাল শুক্রবার গভীর রাতে রুবেল শেখ একা পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করে ঘরের বারান্দায় দাফন করেন। পরে আজ আবার লাশ উত্তোলন করে বাড়ির পাশে দাফন করেন।

রুবেল শেখ বলেন, ‘আমি স্বপ্নে দেখতে পাই, আমার বাবা মৃত সোহরাব শেখ কবরে জীবিত আছেন। তিনি মারা যাননি। তাই আমি তাঁর লাশ কবর থেকে উত্তোলন করেছি। তবে পরে আবার তাঁকে কবর দিয়েছি।’

কয়েকজন গ্রামবাসী জানায়, সোহরাব শেখ আট মাস আগে মারা গেছেন। তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কিন্তু তাঁর ছেলে স্বপ্নে দেখেন, তাঁর বাবা জীবিত আছেন। তাই ছেলে রুবেল শেখ শুক্রবার গভীর রাতে একা পারিবারিক কবরস্থান থেকে বাবার লাশ উত্তোলন করেন। রুবেল প্রথমে তাঁর নিজ ঘরের বারান্দায় লাশ দাফন করেন। পরে আজ (শনিবার) দুপুরে পুনরায় ঘরের বারান্দা থেকে লাশ উত্তোলন করে বাড়ির পাশে দাফন করেন। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাড়িতে লোকজন ভিড় করে।’

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, ‘আমরা জানতে পেরেছি, নিহত এক ব্যক্তির লাশ কবর থেকে তাঁর ছেলে উত্তোলন করে পুনরায় দাফন করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত