নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত ভোট দেবেন গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের ৬৩ নম্বর কেন্দ্রে। তবে কেন্দ্রটি ঘুরে দেখা গেছে, কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই। সকাল ১০ পর্যন্ত দুই ঘণ্টায় ৬৩ নম্বর কেন্দ্রে মোট ভোট পড়েছে মাত্র ২৪টি অন্যদিকে ৬৫ নম্বর কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ১০টি। কেন্দ্রের কোনো কক্ষেই ভোটারদের লাইন দেখা যায়নি।
আজ সোমবার সকাল ১০টায় ৬৩ ও ৬৫ নম্বর কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের বাইরে লোকজনের সমাগম থাকলেও কেন্দ্রের ভেতরে নেই ভোটার উপস্থিতি। কেন্দ্রের একটি কক্ষের সামনে এক পুলিশ সদস্য তাঁর ঊর্ধ্বতনকে বলতে শোনা যায়, ‘ভোটারের চেয়ে গণমাধ্যমকর্মীদের চাপ বেশি স্যার।’
৬৩ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বাবুল চন্দ্র সাহা জানান, সকাল ১০টা পর্যন্ত ২৪টি ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৮৮ জন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে ভোটার উপস্থিতি কম ছিল। তবে ১০ পর থেকে কিছুটা বাড়ছে।’
৬৫ নম্বর কেন্দ্রের ১ ও ৩ নম্বর কক্ষের সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকে ভোটারদের অপেক্ষায় রয়েছেন তাঁরা। তাদের আশা, দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে।
সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. মনোয়ার হোসেন জানান, ৩ নম্বর কক্ষে সকাল থেকে ভোট পড়েছে ৬টি। সকাল ৮টায় ভোট দিতে এসেছেন ২ জন।
অন্যদিকে ১ নম্বর কক্ষের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সেলিম মোল্লা তাঁর কক্ষের পরিস্থিতি জানিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত কেউ ভোট দিতে আসে নাই।’
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সৈয়দ আবদুল্লাহ ওমর নাসিফ আজকের পত্রিকাকে জানান, কেন্দ্রটিতে মোট ভোটার ২ হাজার ৫৩৯ জন। তবে সকাল ১০টা পর্যন্ত ভোট দিয়েছেন মাত্র ১০ জন ভোটার। তিনি বলেন, ‘সকালে বৃষ্টির কারণে ভোটার কম এসেছে। এ ছাড়াও ছুটির কারণে হয়তো দুপুরের দিকে ভোটার আসবে। গ্রাম এলাকার দিকে সকালে ভোট দিতে আসে। তবে এখানে হয়তো দুপুরের পর ভোটাররা আসবেন।’
গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আশিকুল ইসলাম নির্ঝর আজকের পত্রিকাকে বলেন, ‘এদিকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে জানতাম না। এখন গুলশান ২ পর্যন্ত হেঁটে যেতে হচ্ছে।’

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত ভোট দেবেন গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের ৬৩ নম্বর কেন্দ্রে। তবে কেন্দ্রটি ঘুরে দেখা গেছে, কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই। সকাল ১০ পর্যন্ত দুই ঘণ্টায় ৬৩ নম্বর কেন্দ্রে মোট ভোট পড়েছে মাত্র ২৪টি অন্যদিকে ৬৫ নম্বর কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ১০টি। কেন্দ্রের কোনো কক্ষেই ভোটারদের লাইন দেখা যায়নি।
আজ সোমবার সকাল ১০টায় ৬৩ ও ৬৫ নম্বর কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের বাইরে লোকজনের সমাগম থাকলেও কেন্দ্রের ভেতরে নেই ভোটার উপস্থিতি। কেন্দ্রের একটি কক্ষের সামনে এক পুলিশ সদস্য তাঁর ঊর্ধ্বতনকে বলতে শোনা যায়, ‘ভোটারের চেয়ে গণমাধ্যমকর্মীদের চাপ বেশি স্যার।’
৬৩ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বাবুল চন্দ্র সাহা জানান, সকাল ১০টা পর্যন্ত ২৪টি ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৮৮ জন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে ভোটার উপস্থিতি কম ছিল। তবে ১০ পর থেকে কিছুটা বাড়ছে।’
৬৫ নম্বর কেন্দ্রের ১ ও ৩ নম্বর কক্ষের সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকে ভোটারদের অপেক্ষায় রয়েছেন তাঁরা। তাদের আশা, দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে।
সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. মনোয়ার হোসেন জানান, ৩ নম্বর কক্ষে সকাল থেকে ভোট পড়েছে ৬টি। সকাল ৮টায় ভোট দিতে এসেছেন ২ জন।
অন্যদিকে ১ নম্বর কক্ষের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সেলিম মোল্লা তাঁর কক্ষের পরিস্থিতি জানিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত কেউ ভোট দিতে আসে নাই।’
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সৈয়দ আবদুল্লাহ ওমর নাসিফ আজকের পত্রিকাকে জানান, কেন্দ্রটিতে মোট ভোটার ২ হাজার ৫৩৯ জন। তবে সকাল ১০টা পর্যন্ত ভোট দিয়েছেন মাত্র ১০ জন ভোটার। তিনি বলেন, ‘সকালে বৃষ্টির কারণে ভোটার কম এসেছে। এ ছাড়াও ছুটির কারণে হয়তো দুপুরের দিকে ভোটার আসবে। গ্রাম এলাকার দিকে সকালে ভোট দিতে আসে। তবে এখানে হয়তো দুপুরের পর ভোটাররা আসবেন।’
গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আশিকুল ইসলাম নির্ঝর আজকের পত্রিকাকে বলেন, ‘এদিকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে জানতাম না। এখন গুলশান ২ পর্যন্ত হেঁটে যেতে হচ্ছে।’

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৪৪ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে