Ajker Patrika

প্রায় ৪ বছর পর ভারমুক্ত হলেন জাবি প্রক্টর

জাবি প্রতিনিধি
প্রায় ৪ বছর পর ভারমুক্ত হলেন জাবি প্রক্টর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসানকে এক বছরের জন্য প্রক্টরের পূর্ণ দায়িত্ব দিয়েছে সিন্ডিকেট। তিনি ২০১৯ সালের ১ জানুয়ারি রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পান। সে হিসেবে ৩ বছর ১০ মাস পর ভারমুক্ত হলেন সরকার ও রাজনীতি বিভাগের এই শিক্ষক। 

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সিন্ডিকেট এই সিদ্ধান্ত গ্রহণ করে। বিষয়টি নিশ্চিত করেন শিক্ষক সমিতির সভাপতি ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ। 

অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ জানান, ‘সিন্ডিকেট সভায় ভারপ্রাপ্ত প্রক্টরকে এক বছরের জন্য স্থায়ী নিয়েগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আল-বেরুণী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ রফিক-জব্বার, শহীদ সালাম-বরকত, আ ফ ম কামালউদ্দীন, মাওলানা ভাসানী আবাসিক হলের প্রভোস্টদের দুই বছরের জন্য স্থায়ীভাবে নিয়োগের সিদ্ধান্ত হয়।’

প্রক্টর ফিরোজ-উল-হাসান বলেন, ‘দীর্ঘ অভিজ্ঞতার প্রেক্ষিতে আগামী এক বছর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা ও একাডেমিক স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করব।’ 

প্রশাসনের বিভিন্ন পর্যায়ের পদসূহকে ভারমুক্ত করা হবে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অধিক দায়িত্বশীল ও গতিশীল করতে সবকিছু করা হবে। প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিরতার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত