নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির এক সদস্যের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের এক ছাত্রীকে নিপীড়নের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে গতকাল বুধবার ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
এই অভিযোগসংশ্লিষ্ট কেন্দ্রীয় আলোচনার বিষয়বস্তু সম্প্রতি ফাঁস হওয়া এক ভিডিও। সেখানে এক কিশোরীর সঙ্গে ক্যামেরায় অদৃশ্য বয়স্ক এক পুরুষকণ্ঠ যেভাবে কথা বলছিলেন এবং যে আচরণ করছিলেন, তা স্পষ্টতই হয়রানিমূলক। গভর্নিং বডির একাধিক সদস্যের দাবি, ওই কিশোরী তাদের প্রতিষ্ঠানের ছাত্রী এবং ক্যামেরায় অদৃশ্য বয়স্ক পুরুষকণ্ঠ গভর্নিং বডিরই একজন সদস্য।
সংশ্লিষ্ট কিশোরী বা তাঁর অভিভাবক শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের কাছে বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো অভিযোগ করেছেন বলে এখনও জানা যায়নি। তবে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি বুধবার বিকালের বৈঠকে ঘটনাটি নিয়ে আলোচনা করে।
এই বিষয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব ফাওজিয়া রাশেদী আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগমের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য এক মাস সময় দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেবে পরিচালনা পর্ষদ।’
আর গভর্নিং বডির সভাপতি ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান বলেন, বিষয়টি তদন্ত হবে এবং এ ক্ষেত্রে সব ধরনের আইনগত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গভর্নিং বডির তদন্তাধীন সদস্য অভিযোগটি অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেছেন, ‘এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির এক সদস্যের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের এক ছাত্রীকে নিপীড়নের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে গতকাল বুধবার ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
এই অভিযোগসংশ্লিষ্ট কেন্দ্রীয় আলোচনার বিষয়বস্তু সম্প্রতি ফাঁস হওয়া এক ভিডিও। সেখানে এক কিশোরীর সঙ্গে ক্যামেরায় অদৃশ্য বয়স্ক এক পুরুষকণ্ঠ যেভাবে কথা বলছিলেন এবং যে আচরণ করছিলেন, তা স্পষ্টতই হয়রানিমূলক। গভর্নিং বডির একাধিক সদস্যের দাবি, ওই কিশোরী তাদের প্রতিষ্ঠানের ছাত্রী এবং ক্যামেরায় অদৃশ্য বয়স্ক পুরুষকণ্ঠ গভর্নিং বডিরই একজন সদস্য।
সংশ্লিষ্ট কিশোরী বা তাঁর অভিভাবক শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের কাছে বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো অভিযোগ করেছেন বলে এখনও জানা যায়নি। তবে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি বুধবার বিকালের বৈঠকে ঘটনাটি নিয়ে আলোচনা করে।
এই বিষয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব ফাওজিয়া রাশেদী আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগমের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য এক মাস সময় দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেবে পরিচালনা পর্ষদ।’
আর গভর্নিং বডির সভাপতি ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান বলেন, বিষয়টি তদন্ত হবে এবং এ ক্ষেত্রে সব ধরনের আইনগত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গভর্নিং বডির তদন্তাধীন সদস্য অভিযোগটি অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেছেন, ‘এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২৯ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে