সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পদ্মার শাখা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে দুর্ঘটনাস্থলের কাছেই নদীতে ভাসমান অবস্থায় তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন জেলার সিরাজদীখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. হারুন অর রশিদ (৫৫) ও রাজধানীর ধানমন্ডি এলাকার বাসিন্দা লতিফুর রহমানের ছেলে মাহফুজুর রহমান (৩৫)। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল চারজনে।
এদিকে আজ মঙ্গলবার বেলা ২টার দিকে তালতলা বাজার জামে মসজিদ মাঠে জানাজা হয় হারুন অর রশিদের। এরপর গোড়াপীপাড়া কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামে তাঁর বাড়িতে গেলে স্বজনদের আহাজারি করতে দেখা যায়। এ সময় হারুন অর রশিদের স্বজনেরা বলেন, প্রতিনিয়তই বাল্কহেডের কারণে মুন্সিগঞ্জসহ অনেক স্থানে অকালে মানুষের প্রাণ ঝরে যাচ্ছে। এরপরও বাল্কহেড অবাধে চলাচল বন্ধ করতে পারছে না প্রশাসন। এ দুর্ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
সদরের চর আব্দুল্লাহ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাসনাত জামান বলেন, ভোরে ডুবে যাওয়া ট্রলারের অল্প দূরেই নিখোঁজ দুই ব্যক্তির মৃতদেহ ভেসে উঠলে এলাকাবাসী খবর দেন। পরে ঘটনাস্থল থেকে নৌ-পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার এবং স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে।
প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার হাসাইলসংলগ্ন পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় অন্তত ৪০ যাত্রী নিয়ে পারাপারের ট্রলার ডুবে যায়। দুর্ঘটনার পর অধিকাংশরাই সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও ঘটনাস্থল থেকে ফাইজা আক্তার (৬) ও শিফা (১৫) নামের দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ ছিলেন দুজন। এদিকে ঘটনার পরদিন নদীর ৩০ ফুট নিচ থেকে ট্রলার উদ্ধার হয়। দুর্ঘটনার পর জব্দ করা হয় বাল্কহেড, আটক করা হয়েছে তিনজনকে।

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পদ্মার শাখা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে দুর্ঘটনাস্থলের কাছেই নদীতে ভাসমান অবস্থায় তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন জেলার সিরাজদীখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. হারুন অর রশিদ (৫৫) ও রাজধানীর ধানমন্ডি এলাকার বাসিন্দা লতিফুর রহমানের ছেলে মাহফুজুর রহমান (৩৫)। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল চারজনে।
এদিকে আজ মঙ্গলবার বেলা ২টার দিকে তালতলা বাজার জামে মসজিদ মাঠে জানাজা হয় হারুন অর রশিদের। এরপর গোড়াপীপাড়া কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামে তাঁর বাড়িতে গেলে স্বজনদের আহাজারি করতে দেখা যায়। এ সময় হারুন অর রশিদের স্বজনেরা বলেন, প্রতিনিয়তই বাল্কহেডের কারণে মুন্সিগঞ্জসহ অনেক স্থানে অকালে মানুষের প্রাণ ঝরে যাচ্ছে। এরপরও বাল্কহেড অবাধে চলাচল বন্ধ করতে পারছে না প্রশাসন। এ দুর্ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
সদরের চর আব্দুল্লাহ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাসনাত জামান বলেন, ভোরে ডুবে যাওয়া ট্রলারের অল্প দূরেই নিখোঁজ দুই ব্যক্তির মৃতদেহ ভেসে উঠলে এলাকাবাসী খবর দেন। পরে ঘটনাস্থল থেকে নৌ-পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার এবং স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে।
প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার হাসাইলসংলগ্ন পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় অন্তত ৪০ যাত্রী নিয়ে পারাপারের ট্রলার ডুবে যায়। দুর্ঘটনার পর অধিকাংশরাই সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও ঘটনাস্থল থেকে ফাইজা আক্তার (৬) ও শিফা (১৫) নামের দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ ছিলেন দুজন। এদিকে ঘটনার পরদিন নদীর ৩০ ফুট নিচ থেকে ট্রলার উদ্ধার হয়। দুর্ঘটনার পর জব্দ করা হয় বাল্কহেড, আটক করা হয়েছে তিনজনকে।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১৬ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
১৫ জানুয়ারি ২০২৬ তারিখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা চান, ওই সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫-এর হালনাগাদ করা খসড়ার অনুমোদন দেওয়া হোক এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হোক।
৩৩ মিনিট আগে