Ajker Patrika

শ্রীপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিককে হাতেনাতে ধরে হত্যার বর্ণনা দিলেন আসামি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
শ্রীপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিককে হাতেনাতে ধরে হত্যার বর্ণনা দিলেন আসামি
র‍্যাবের হাতে গ্রেপ্তার আজিজুল ইসলাম। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিককে নিজ ঘরে হাতেনাতে ধরে ফেলার পর কীভাবে হত্যা করেছেন, র‍্যাবের কাছে সেই বর্ণনা দিয়েছেন গ্রেপ্তার নির্মাণশ্রমিক আজিজুল ইসলাম। গতকাল সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে র‍্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তার আজিজুল ইসলাম (৩৪) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাজাবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে থেকে নির্মাণশ্রমিকের কাজ করেন। নিহত আশরাফুল ইসলাম (২৫) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আসগ্রামের আব্দুল ওয়াহাব বিশ্বাসের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভা এলাকায় ভাড়া থেকে একটি কারখানা পরিচালনা করতেন।

আজ মঙ্গলবার দুপুরে র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

র‍্যাবের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ নভেম্বর সকালে আজিজুল ইসলাম কাজে চলে যান। সেখানে গিয়ে দেখেন কয়েকটি যন্ত্রাংশ নেননি। এরপর তিনি আবার বাড়িতে ফেরেন। ঘরের দরজা বন্ধ পেয়ে ভেতরে স্ত্রীর মোবাইল ফোনে কথোপকথন শুনতে পান। এ সময় স্ত্রী তাঁর পরকীয়া প্রেমিক আশরাফুল ইসলামকে আসতে বলেন। বলেন, তাঁর স্বামী কাজে চলে গেছেন, সন্ধ্যায় বাড়ি আসবেন। স্ত্রীর এসব কথোপকথন শুনে আজিজুল বাড়ির ভেতর একটি টয়লেটে বসে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর আশরাফুল এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে টেলিভিশনের ভলিউম বাড়িয়ে দেন।

পরে আজিজুল কড়া নাড়লে স্ত্রী ঘরের দরজা খুলে দেন। ঘরে ঢুকে তিনি আশরাফুলকে দেখতে পান। এ সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আজিজুল ধারালো বঁটি নিয়ে আশরাফুলকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় তাসলিমা বাধা দিতে গেলে তাঁকেও কুপিয়ে জখম করেন। আশরাফুলের মৃত্যু নিশ্চিত হলে বঁটি দিয়ে অণ্ডকোষ ও পুরুষাঙ্গ কেটে ফেলেন আজিজুল। পরে ঘরে তালা দিয়ে তিনি পালিয়ে যান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আশরাফুল ইসলামের কারখানায় চাকরির সুবাদে অনেক আগে থেকেই আজিজুলের স্ত্রীর সঙ্গে তাঁর পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। কারখানা ছুটির দিনে তাঁরা দুজন অনৈতিক কাজে লিপ্ত হতেন।

র‍্যাবের কোম্পানি কমান্ডার আজকের পত্রিকাকে বলেন, স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যার ঘটনায় গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠালি গ্রাম থেকে আজিজুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি। আসামিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, নিহতের বাবা আব্দুল ওয়াহাব বিশ্বাস বাদী হয়ে হত্যা মামলা করেছেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজিজুল হককে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত