নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রোববার রাতে রাজধানীর তুরাগ, বনশ্রী, গুলশান এবং কারওয়ান বাজার এলাকায় পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঢাকা মহানগর উত্তর ৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. সফুর উদ্দিন (৫০), যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. তাজ উদ্দিন আহমেদ (৫২), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাসির হোসেন (৬৯) এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য মো. শহীদ মাহমুদ হেমী (৪২)।
আজ সোমবার (৫ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
ডিবি সূত্রে জানা যায়, উত্তরা ডিবি বিভাগের একটি টিম তুরাগ থানাধীন খালপাড় এলাকা থেকে সফুর উদ্দিনকে, মতিঝিল ডিবি বিভাগের একটি দল বনশ্রী এলাকা থেকে তাজ উদ্দিন আহমেদকে, সাইবার ডিবি বিভাগের সদস্যরা গুলশান এলাকা থেকে নাসির হোসেনকে এবং রমনা ডিবি বিভাগের সদস্যরা কারওয়ান বাজার এলাকা থেকে শহীদ মাহমুদ হেমীকে গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রোববার রাতে রাজধানীর তুরাগ, বনশ্রী, গুলশান এবং কারওয়ান বাজার এলাকায় পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঢাকা মহানগর উত্তর ৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. সফুর উদ্দিন (৫০), যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. তাজ উদ্দিন আহমেদ (৫২), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাসির হোসেন (৬৯) এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য মো. শহীদ মাহমুদ হেমী (৪২)।
আজ সোমবার (৫ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
ডিবি সূত্রে জানা যায়, উত্তরা ডিবি বিভাগের একটি টিম তুরাগ থানাধীন খালপাড় এলাকা থেকে সফুর উদ্দিনকে, মতিঝিল ডিবি বিভাগের একটি দল বনশ্রী এলাকা থেকে তাজ উদ্দিন আহমেদকে, সাইবার ডিবি বিভাগের সদস্যরা গুলশান এলাকা থেকে নাসির হোসেনকে এবং রমনা ডিবি বিভাগের সদস্যরা কারওয়ান বাজার এলাকা থেকে শহীদ মাহমুদ হেমীকে গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১৯ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
২১ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
৪১ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
১ ঘণ্টা আগে