নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. ইশরাক হোসেন (২৭)। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে রামপুরা ব্রিজের অদূরে হাতিরঝিল পাবলিক টয়লেটের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে রাত পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মিজানুর রহমান বলেন, ‘রামপুরা ব্রিজের পাশে সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তিনি। সেখানে অনেক লোকজনের ভিড় ছিল, কিন্তু তাঁকে কেউ হাসপাতালে নেননি। কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে। যতটুকু শুনেছি, গুলশানের দিক থেকে রামপুরা ব্রিজের দিকে আসছিলেন, সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যান।’
নিহতের ছোট ভাই ইফতেখার হোসেন জানান, গতকাল রাতে বাসা থেকে বের হয়েছিলেন নিকেতনে এক বন্ধুর বাসায় যাবেন বলে। বাসায় মোবাইল ফোন রেখে গিয়েছিলেন। পরে সেখান থেকে বাসায় ফিরছিলেন। রাতে তাঁর মোবাইলে ফোনে কল আসছিল। ওই ফোন কলের মাধ্যমে খবর পাই তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, ওই যুবক গুলশানের দিক থেকে মোটরসাইকেলে পুরান ঢাকায় তাঁর বাসায় ফিরছিলেন। রামপুরা ব্রিজের অদূরে হাতিরঝিল এলাকায় পাবলিক টয়লেটের বিপরীত পাশে সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় সিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ইশরাক ঢাকার ওয়ারী ৮ নম্বর গুপি কিষান লেনের স্থায়ী বাসিন্দা ইমরান হোসেনের ছেলে। তাঁর বাবা মেটালক্রাফট কেমিক্যালের মালিক। ইশরাক বাবার ব্যবসা দেখাশোনা করতেন। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়।

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. ইশরাক হোসেন (২৭)। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে রামপুরা ব্রিজের অদূরে হাতিরঝিল পাবলিক টয়লেটের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে রাত পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মিজানুর রহমান বলেন, ‘রামপুরা ব্রিজের পাশে সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তিনি। সেখানে অনেক লোকজনের ভিড় ছিল, কিন্তু তাঁকে কেউ হাসপাতালে নেননি। কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে। যতটুকু শুনেছি, গুলশানের দিক থেকে রামপুরা ব্রিজের দিকে আসছিলেন, সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যান।’
নিহতের ছোট ভাই ইফতেখার হোসেন জানান, গতকাল রাতে বাসা থেকে বের হয়েছিলেন নিকেতনে এক বন্ধুর বাসায় যাবেন বলে। বাসায় মোবাইল ফোন রেখে গিয়েছিলেন। পরে সেখান থেকে বাসায় ফিরছিলেন। রাতে তাঁর মোবাইলে ফোনে কল আসছিল। ওই ফোন কলের মাধ্যমে খবর পাই তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, ওই যুবক গুলশানের দিক থেকে মোটরসাইকেলে পুরান ঢাকায় তাঁর বাসায় ফিরছিলেন। রামপুরা ব্রিজের অদূরে হাতিরঝিল এলাকায় পাবলিক টয়লেটের বিপরীত পাশে সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় সিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ইশরাক ঢাকার ওয়ারী ৮ নম্বর গুপি কিষান লেনের স্থায়ী বাসিন্দা ইমরান হোসেনের ছেলে। তাঁর বাবা মেটালক্রাফট কেমিক্যালের মালিক। ইশরাক বাবার ব্যবসা দেখাশোনা করতেন। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
২৪ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
১ ঘণ্টা আগে